২৫ , কিলোমিটার(এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ","। মাইল)
চেলা নদীবাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার, প্রস্থ ৪০ মিটার এবং গভীরতা ৩ মিটার। নদী অববাহিকার আয়তন ১০০ বর্গকিলোমিটার।[১]
চিলাই নদীর জন্ম ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ে। এটি সুনামগঞ্জ জেলারদোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে নেমে এসেছে এবং দোয়ারাবাজারেই সুরমা নদীতে পতিত হয়েছে। মৌসুমি প্রবাহ বৈশিষ্ট্যসম্পন্ন এই নদীতে ফেব্রুয়ারি মাসে একেবারেই প্রবাহ থাকে না। কিন্তু জুন-আগস্ট বর্ষা মৌসুমে পানিপ্রবাহ বৃদ্ধি পায়। তখন পানির গভীরতা ৩ মিটার হয়। এই নদীতে জোয়ার ভাটার প্রভাব নেই।[১]