চিকনাই নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিকনাই নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল রাজশাহী বিভাগ
জেলাসমূহ নাটোর জেলা, পাবনা জেলা
উৎস খালসিডিঙ্গি নদী
মোহনা আত্রাই নদী
দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার (৩৫ মাইল)

চিকনাই নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নাটোর এবং পাবনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার, গড় প্রস্থ ৫১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক চিকনাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৩৯।[১][২]

বর্ণনা[সম্পাদনা]

বর্ষাকালে এবং বন্যার সময়ে পদ্মা থেকে আসা অতিরিক্ত পানি চিকনাই নদী দিয়ে প্রবাহিত হয়ে বড়াল নদীতে পতিত হয়।[৩] চিকনাই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়।

নদী পার্শ্ববর্তী গ্রাম[সম্পাদনা]

চিকনাই নদীটি যেসকল গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তার মধ্যে অন্যতম একটা গ্রাম হলো বড় গাড়ফা, নদীটি বড় গাড়ফা ও দিয়ার গাড়ফা নামক ২টা গ্রামের সীমানা হিসেবেও ব্যবহৃত হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Md Habibur Rahman (২০১২)। "Chatmohar Upazila"। Sirajul Islam and Ahmed A. Jamal। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh। ১২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৫ 
  2. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১১৩। আইএসবিএন 984-70120-0436-4 
  3. "AL men encroach on Pabna river"The Daily Star। ১৫ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৪