সুখারী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব / ২৪.৮১০২৮° উত্তর ৯০.৮৬৮৮৯° পূর্ব / 24.81028; 90.86889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুখারী
ইউনিয়ন
সুখারী ইউনিয়ন পরিষদ
সুখারী ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
সুখারী
সুখারী
সুখারী বাংলাদেশ-এ অবস্থিত
সুখারী
সুখারী
বাংলাদেশে সুখারী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব / ২৪.৮১০২৮° উত্তর ৯০.৮৬৮৮৯° পূর্ব / 24.81028; 90.86889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
উপজেলাআটপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সুখারী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]

অবস্থান ও সীমানা:[সম্পাদনা]

সুখারী ইউনিয়নের উত্তরে মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন অবস্থিত। দক্ষিনে মদন উপজেলার নব গঠিত মদন পৌরসভা ও মদন ইউনিয়ন। পূর্বে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন।পশ্চিমে অবস্থিত আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নউত্তর-পশ্চিমে আটপাড়া উপজেলা লুনেশ্বর ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

প্রশাসনিক এলাকা:[সম্পাদনা]

৯টি ওয়ার্ল্ড দ্বারা বিভক্ত।

১ নং ওয়ার্ড:সোনাজুর-সোনাকান্দিয়া ও মির্জাপুরের আংশিক। ভোট কেন্দ্র: নাজির গন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাজির গন্জ উচ্চ বিদ্যালয়।

২ নং ওয়ার্ড:মধুয়াখালি,গোপালাশ্রম ও নরপতিখিলা। ভোট কেন্দ্র:গোপালাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়।

৩ নং ওয়ার্ড:বালাইচ, বাহাদুরপুর ও করাবধূপ। ভোট কেন্দ্র:বালাইছ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪ নং ওয়ার্ড: দেওশ্রী। ভোট কেন্দ্র:দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫ নং ওয়ার্ড:,মঙ্গল শ্রী, ধর্ম রায়, নীলকন্ঠ পুর(আতকাপাড়া)। ভোট কেন্দ্র: ধর্ম রায় রামধন সরকারি প্রাথমিক ও ধর্ম রায় রামধন উচ্চ বিদ্যালয়।

৬ নং ওয়ার্ড:সুখারী,কুলশ্রী।ভোট কেন্দ্র:কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়।(এখানে একটি উপ কেন্দ্র আছে)।

৭ নং ওয়ার্ড:কাহেতুড়া,বাধাউড়া, বাউসা ও স্বল্প বাউসা। ভোট কেন্দ্র: বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউসা উচ্চ বিদ্যালয়।

৮ নং ওয়ার্ড: খলাপাড়া,কুটুয়াকান্দাও দেব্দদার। ভোট কেন্দ্র:দেব্দদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯ নং ওয়ার্ড: হাতিয়া-তারাতাপুর। ভোট কেন্দ্র: তারাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার:[সম্পাদনা]

গড়:৩৫'৫০ অনুমান।

শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

ইউনিয়নে চারটি উচ্চ বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা রয়েছে:

  1. ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয় (১৯৩০)
  2. গোপালাশ্রম উচ্চ বিদ্যালয় (১৯৩০)
  3. বাউসা উচ্চ বিদ্যালয় (১৯৭১)
  4. নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় (১৯৭২)
  5. সুখারী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১৯৭৫)

বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়:

  1. কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় (আনু. ১৯৩০)
  2. ধর্ম রায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩০)
  3. বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩৮)
  4. নাজিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (আনু. ১৯৫২)
  5. সোনাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৯০)
  6. বালাইছ সরকারি প্রাথমিক বিদ্যালয় (আনু. ১৯৮২)
  7. বাঁধাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০১৬)
  8. গোপালাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুয়াখালী
  9. দেও শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. দেব্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. তারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • গনেশ হাওর
  • পাগলা হাওর
  • কামড়াইল হাওর
  • রাউল বিল
  • বেকুয়াবিল
  • মশা-হাতি বিল
  • বোরাদিয়া বিল
  • মগড়া নদী
  • কুলসিড়ির এক অদ্ভুত আমবট গাছ (বৃক্ষ)

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান : শাহজাহান মিয়া (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত)।

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
ফজলুর রহমান ১৯৭৩–১৯৭৭
সৈয়দ আরজু মিয়া ১৯৭৭–১৯৮৩
আব্দুল বারেক তালুকদার ১৯৮৩–১৯৮৮
মুর্তুজা আলী ১৯৮৮–১৯৯২
জয়নাল আবেদিন তহসিল ১৯৯২–১৯৯৭
সাজাহান কবির চাম্পা ১৯৯৭–২০০৩
আজিজুল হাসান খান দুলাল ২০০৩–২০১১
সৈয়দ মোস্তফা আশরাফ কামাল তুহিন ২০১১–২০১৬
কফিল উদ্দিন খোকন তালুকদার: (বাংলাদেশ আওয়ামী লীগ) ২০১৬–২০২১

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সুখারী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০ 
  2. "আটপাড়া উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০