কেন্দুয়া উপজেলা
কেন্দুয়া | |
---|---|
উপজেলা | |
![]() রোয়াইলবাড়ি দুর্গ অভ্যন্তরে বার দুয়ারী ঢিবি | |
![]() মানচিত্রে কেন্দুয়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৩৯′১″ উত্তর ৯০°৫০′৩৩″ পূর্ব / ২৪.৬৫০২৮° উত্তর ৯০.৮৪২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
আয়তন | |
• মোট | ৩০৩.৬০ বর্গকিমি (১১৭.২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,১৪,৪৫০ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৭২ ৪৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
কেন্দুয়া উপজেলা বাংলাদেশের নেত্রকোণা জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]এই উপজেলার উত্তরে নেত্রকোণা সদর উপজেলা ও আটপাড়া উপজেলা, দক্ষিণে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, পূর্বে মদন উপজেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা ও গৌরীপুর উপজেলা।
ইতিহাস
[সম্পাদনা]বর্তমান কেন্দুয়া পার্শ্ববর্তী কামরূপ রাজ্যর ইকলিম মোয়াজ্জমাবাদ পরে নাসিরুজ্জিয়াল পরগনাভূক্ত ছিল। সম্রাট আকবারের সময়কালে এ অঞ্চল সরকার বাজুহা নামে পরিচিত ছিল।
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোণা জেলার দশটি থানার মধ্যে ঐতিহ্যবাহী থানা এই কেন্দুয়া। ভৌগোলিক অবস্থার বিচারে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমানাকে বুকে ধারণ করে নিজ জেলাসহ তিনটি জেলার ভাষা, কৃষ্টি, সভ্যতায় কেন্দুয়া আরও মহিমান্বিত হয়েছে। কেন্দুয়া নামকরণে ইতিহাস থেকে যতটুকু জানা যায়, ঐতিহ্যবাহী রোয়াইলবাড়ী ও জাফরপুরে অবস্থানরত শাসক ও সেনানীদের ঐতিহ্য রক্ষার্থে এবং গোগবাজারে প্রসিদ্ধ পাট ক্রয় কেন্দ্র গড়ে উঠায় বিদেশী ব্যবসায়ীদের আনন্দ ফুর্তির জন্য মুঘল যুগে দিল্লী-লক্ষ্ণৌ হতে বাঈজীরা এসে আজকের থানা সদর থেকে ১ কি.মি. উত্তরে সবুজ গাঁয়ে বাসস্থান গড়ে তুলে। ফরাসীরা এ অঞ্চলে আগমণ করে-বাঈজীদের এ স্থানটিকে ‘কান্দওয়া’ বলে সম্বোধন করে। কান্দওয়া শব্দটি ফার্সী এবং এর বঙ্গার্থ সবুজ ভূমি, ‘ওয়া’ শব্দটি সম্বোধন শব্দ। সেই ফার্সী ‘কান্দওয়া’ থেকে উচ্চারণ বিভ্রাটে কেন্দুয়া নামের উদ্ভব। বাঈজীরা সঙ্গীত ও জলসায় আগত অতিথিদের সাথে অর্থের বিনিময়ে চুক্তি করত। পরবর্তীতে চুক্তির ফার্সী শব্দ ‘পুণ’ সংযোজিত হয়ে ‘পূণকান্দওয়া’ নামে স্থানটি পরিচিত হয়, যা থেকে আজকের পণ কেন্দুয়া গ্রামের উদ্ভব।
সাংস্কৃতিক ঐতিহ্য
[সম্পাদনা]রাজেশ্বরী,পাটেশ্বরী মেঘনার শাখা নদী ওগো সোমেশ্বরী নাতি সাইডুলী মোহনা কুল ঘেষে নদ - নদী নালা, খাল বিল, হাওড়, ঝিলে পরিপূর্ণ সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি কেন্দুয়ার এ অঞ্চলের মানুষকে করেছে ঐতিহ্যবাহী গায়ক, সাধক, কবি; ফলে এ অঞ্চলের মানুষের মুখেই সৃষ্টি হয়েছে জারী, সারি, ভাটিয়ালী, কবিগান, কিসসা, পালাগান, যাত্রা, ঢপযাত্রা, ঘাটুগান, গাজীর গান, ধামালী গীত, গাইনের গীত আরও বিভিন্ন ধরনের গান।
ভৌগোলিক তথ্য
[সম্পাদনা]সূতী সাইঢুলি নদী, কইজানী সিংগুয়া নদী পাটেশ্বরী নদী , রাজী খাল, বগাজান বিল'সাকুয়া বিল,নেইট্টা বিল ইত্যাদি উল্লেখযোগ্য জলাভূমি।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]কেন্দুয়ার মোট জনসংখ্যা ৩,১৪,৪৫০ জন; যার মধ্যে পুরুষ ১,৬৪,৫৯৮ জন ও মহিলা ১,৪৯,৮৫২ জন।[২]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কেন্দুয়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে, এবং ৩০৪ টি গ্রাম রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কেন্দুয়া থানার আওতাধীন।[৩]
- ২নং আশুজিয়া
- ৩নং দলপা
- ৪নং গড়াডোবা
- ৫নং গণ্ডা
- ৬নং সান্দিকোণা
- ৭নং মাসকা
- ৮নং বলাইশিমুল
- ৯নং নওপাড়া
- ১০নং কান্দিউড়া
- ১১নং চিরাং
- ১২নং রোয়াইলবাড়ী আমতলা
- ১৩নং পাইকুড়া
- ১৪নং মোজাফরপুর
এ উপজেলায় ২২০টি মৌজা এবং ৩০৪টি গ্রাম রয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠান
[সম্পাদনা]মসজিদ | ৫৫০ টি |
আশ্রম | ০৩ টি |
মন্দির | ২৬ টি |
শ্মশান | ০৫ টি |
শিক্ষার হার
[সম্পাদনা]অতীতে শিক্ষার হার কম থাকলেও দিনেদিনে এই হার ক্রমশ বাড়তেছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ | ৭ টি |
মাধ্যমিক উচ্চ বিদ্যালয় | ২০ টি |
নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় | ৭ টি |
মাদ্রাসা | ১৮ টি |
সরকারি প্রাথমিক বিদ্যালয় | ৮৭ টি |
রেজিঃ বেসঃ প্রাঃ বিদ্যালয় | ৭৪ টি |
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | ১০টি |
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা | ৫০টি |
কিন্ডারগার্টেন | ১০+ |
কলেজ
[সম্পাদনা]- কেন্দুয়া সরকারি কলেজ, সদর
- পারভীন সিরাজ মহিলা কলেজ, সদর
- সান্দিকোনা স্কুল এন্ড কলেজ, সান্দিকোনা
- গোপালপুর মডেল কলেজ
- শামছুদ্দিন বি.এম কলেজ
- মৌলানা মোহাম্মাদ আলী সিদ্দিকী কলেজ,মজলিশপুর
- জনতা আদর্শ মহাবিদ্যালয়
=== কারিগরী ===
ক্রমিক নং | নাম | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
1 | বানেটেক কারিগরি স্কুল এন্ড কলেজ |
মাধ্যমিক বিদ্যালয়
[সম্পাদনা]ক্রমিক নং 19 | নাম | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
1 | কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় | ১৮৩২ |
2 | সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় | ১৯৮৩ |
3 | নওপাড়া উচ্চ বিদ্যালয় | ১৯১৮ |
4 | শহীদ স্মৃতি বিদ্যপীঠ | |
5 | গগডা উচ্চ বিদ্যালয় | |
6 | জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয় | |
7 | গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় | |
8 | বিদ্যবল্লভ রওশন এজদানী একাডেমী | |
9 | বাশাটি উচ্চ বিদ্যালয় | |
10 | আশুজিয়া জে, এন, সি, শিক্ষাপ্রতিষ্ঠান | |
11 | গোপালপুর উচ্চ বিদ্যালয় | |
12 | নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয় | |
13 | বৈখরহাটি নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয় | |
14 | রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় | ১৯৭৩ |
15 | সাজিউড়া উচ্চ বিদ্যালয় | |
16 | সায়মা-শাহ্জাহান একাডেমী | |
17 | সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | ১৯১২ |
18 | গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় | ০১-০১-১৯৬৮ |
প্রাথমিক বিদ্যালয়
[সম্পাদনা]ক্রমিক নং | নাম | প্রতিষ্ঠাকাল খ্রীঃ |
1 | আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
2 | ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৮ |
3 | মিয়ারগাতী রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। | |
4 | দিগদাইর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। | |
5 | দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
6 | বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। | ১৯৩৮ |
7 | গৌরীগোপালপুর ফিরোজা রেজি: প্রাথমিক বিদ্যালয় | |
8 | ১১নং উজিয়ালপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। | |
9 | কাশীপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। | ১৯৭২ |
10 | কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
11 | মোজাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
12 | ৭৩ নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
13 | গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
14 | পালড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। | |
15 | পূর্বরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৮ |
16 | পেড়ীরচর অস্থায়ী রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় | |
17 | রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
18 | সাখড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | |
19 | সরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
20 | রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
21 | গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। | ১৯৩৫ |
22 | কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯০৯
জাতীয়করণ ০১/০৭/১৯৭৩ |
23 | মরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৮ |
24 | জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৭০ |
25 | গোগ জাগরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৮৩ |
26 | সান্দিকোনা ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৮ |
27 | কালিয়ান রেজি: প্রাথমিক বিদ্যালয়। | ১৯৯২ |
28 | টিপ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
29 | বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
30 | বেলাটী সরকারি প্রাঃ বিঃ | ১৯৬৮ |
31 | কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৬৮ |
32 | কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৮৯২ |
33 | জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৭ |
34 | নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৮ |
35 | দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৮ |
36 | পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
37 | আউজিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | |
38 | দিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
39 | বান্দনাল সরকারি প্রথমিক বিদ্যালয় | |
40 | বিদ্যবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
41 | ভড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
42 | বিষ্ণুপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয় | |
43 | বাশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
44 | রাঘবপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয় | |
45 | পালড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | |
46 | গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
47 | সরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
48 | বলাইশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
49 | কচন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
50 | লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯২৬ |
51 | কুমরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
52 | পিজাহাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
53 | রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
54 | রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
55 | রঘুনাথপুর সঃপ্রাঃবিদ্যাঃ | |
56 | কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
57 | হাসুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
58 | রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
59 | সিংহেরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
60 | ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
61 | আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
62 | ঘোষখিলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় | |
63 | মিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
64 | কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
65 | চাঁন্দপাড়া আলীম উদ্দিন মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
66 | নগুয়া সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
67 | উত্তর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
68 | দিগর সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
69 | রোয়াইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
70 | আশুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
71 | আ: কদ্দুছ নোয়াদিয়া রেজি: প্রাথমিক বিদ্যালয় | |
72 | আদর্শ শিশু বিতান রেজি: প্রাথমিক বিদ্যালয় | |
73 | আছিয়া ও রাহিলা রেজি: প্রাথমিক বিদ্যালয়। | |
74 | বেলাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
75 | দুল্লী রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। | ১৯৯১ |
76 | ১১নং উজিয়ালপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। | |
77 | কুমরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
78 | রাজিবপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। | |
79 | রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। | |
80 | বালুচর মডেল সরকারি প্রাঃ বিঃ | ১৯৩৮ |
81 | ওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
82 | চিথোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
83 | কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় |
84
সাঈফ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুন্ডুলী
মাদ্রাসা
[সম্পাদনা]ক্রমিক নং | নাম | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
1 | কেন্দুয়া আশরাফিয়া হোসাইইয়া দাখিল মাদ্রাসা | ১৯৭৩ |
2 | টিপ্রা হুসাইনিয়া নূরুল উলুম মাদ্রাসা | ২০০২ |
3 | বাঘবেড় এবতেদায়ী মাদ্রাসা | ২০০০ |
4 | কাউরাট দাখিল মাদ্রাসা | ১৯৭৬ |
5 | মনকান্দা এম ইউ আলীম মাদ্রাসা | |
6 | আলহাজ্জ্ব আতিক আম্বিয়া দাখিল মাদ্রাসা | |
7 | গগডা মোজাফরপুর দাখিল মাদ্রাসা | |
8 | মাদ্রাসা ভড়াপাড়া ফাজিল মাদ্রাসা | |
9 | ওয়াই দাখিল মাদ্রাসা | |
10 | শিবপুর বাউশারী দাখিল মাদ্রাসা | |
11 | রাজঘাট ডি.ইউ.আলীম মাদ্রাসা | |
12 | তেতুলিয়া আলহেলাল দাখিল মাদ্রাসা | |
13 | রোয়াইলবাড়ী ফাজিল মাদ্রাসা | ১৯৩৮ |
প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়
[সম্পাদনা]ক্রমিক নং | নাম ও ঠিকানা | বৈশিষ্ট্য |
---|---|---|
1 | আদর্শ শিশু বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউপি চত্বর, সেন্টার। | প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী |
2 | কোয়ালিটি লার্নার্স স্কুল, কোর্ট রোড। | প্লে থেকে পঞ্চম শ্রেণী |
3 | ল্যাবরেটরি স্কুল, ইউপি গেট, কোর্ট রোড, সেন্টার। | প্লে থেকে পঞ্চম শ্রেণী |
4 | হলি চাইল্ড প্রি-ক্যাডেট স্কুল, শান্তিবাগ। | ঐ |
5 | আনন্দ বিদ্যা নিকেতন, শান্তিনগর। | ঐ |
6 | আশ-শা-ফা ইসলামী কিন্ডার গার্টেন, কোর্ট রোড, আরামবাগ। | ঐ |
7 | ঝঙ্কার শিল্পী গোষ্ঠী, সেন্টার। | গানের স্কুল, সাংস্কৃতিক সংগঠন। |
অর্থনীতি
[সম্পাদনা]কৃষিই এই উপজেলার অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এই উপজেলায় ধান, পাট, গম ইত্যাদি প্রধান অর্থকরী ফসল। এছাড়াও কুমড়া, আলু, পটল, সরিষা প্রচুর পরিমাণে চাষ করা হয় প্রধান ফল-ফলাদি হচ্ছে আম, কাঁঠাল, কলা, জাম, লিচু, পেয়ারা, তরমুজ, সুপারি, পেঁপে ইত্যাদি। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি হচ্ছে কাউন, খেসারি, ছোলা, আউশ ধান, অড়হর, মাষকলাই। এখানে প্রচুর হাঁস-মুরগি এবং খামার,গরু-ছাগলের খামার, মৎস্য খামার রয়েছে যা কিনা এই উপজেলার অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যাপক অবদান রেখেছে। ব্যবসা বাণিজ্য পরিচালনায় এই উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ছোট ও মাঝারি আকারের ক্ষুদ্র শিল্প।
কেন্দুয়া উপজেলায় ৬৭.২২ কিলোমিটার রাস্তা পাকা ও ৩৯৯.৭৯ কিলোমিটার রাস্তা কাঁচা। [৪]
১ | কেন্দুয়া টু নেত্রকোণা,কেন্দুয়া টু আঠারবাড়ী ভায়া কিশোরগঞ্জ, ময়মনসিংহ আন্ত জেলা রাস্তা | পাকা |
২ | কেন্দুয়া টু তাড়াইল ভায়া চিরাং রাস্তা | পাকা |
৩ | কেন্দুয়া টু মদন জিসি ভায়া গোগ বাজার রাস্তা | পাকা |
৪ | সান্দিকোণা আরএন্ড এইচ বসুর বাজার রাস্তা | কাঁচা |
৫ | সাহিতপুর জি.সি টু সোহাগী জি.সি. রাস্তা | পাকা |
৬ | কেন্দুয়া নেত্রকোণা আর এন্ড এইচ রামপুর বাজার বেখৈরহাটী জি.সি. রাস্তা | পাকা |
৭ | কেন্দুয়া নেত্রকোণা আর এন্ড এইচ রামপুর বাজার তেলিগাতী জি.সি. রাস্তা | পাকা |
৮ | বেখৈরহাটী জি.সি. টু মদনপুর জি.সি. রাস্তা | কাঁচা |
৯ | চিরাং জি.সি সাহিতপুর জি.সি. ভায়া রোয়াইলবাড়ী রাস্তা | কাঁচা-পাকা |
১০ | গন্ডা ইউপি অফিস হতে রায়েরবাজার রাস্তা | কাঁচা |
১১ | নওপাড়া ইউপি অফিস হতে মাস্কা বাজার ভায়া দুর্গাপুর মোড় রাস্তা | কাঁচা-৪ পাকা-৩ কি.মি. |
১২ | কেন্দুয়া নেত্রকোণা আর এইচ এন্ড টেংগুরী মোড় হতে নওপাড়া বাজার ভায়া দীঘলকুশা রাস্তা | কাঁচা |
১৩ | নওপাড়া ইউপি হতে সেনের বাজার রাস্তা | কাঁচা |
১৪ | আশুজিয়া ইউপি অফিস হতে সিংহেরগাওঁ ক্লাবঘর রাস্তা | কাঁচা-পাকা |
১৫ | গড়াডোবা ইউপি অফিস হতে বাশাটী বাজার ভায়া বিদ্যাবল্লভ শাখার রাস্ত। | কাঁচা |
১৬ | গন্ডা ইউপি অফিস হতে বসুর বাজার ভায়া ভূয়ার বাজার বাশাটী বাজার ও বান্দনাল বাজার রাস্তা | কাঁচা |
১৭ | আশুজিয়া ইউপি অফিস হতে কৃষ্ণরামপুর বাজার ভায়া বীরগঞ্জ বাজার রাস্তা | কাঁচা |
১৮ | চিরাং ইউপি অফিস হতে মিয়া হোসেন বাজার রাস্তা | পাকা |
১৯ | নওপাড়া ইউপি অফিস হতে কুমরউরা বাজার ভায়া জুড়াইল বাজার এবং সরাপাড়া বাজার রাস্ত্। | কাঁচা |
২০ | নওপাড়া ইউপি অফিস হতে আমলিতলা বাজার ভায়া বলাইশিমূল ইউপি অফিস রাস্তা | কাঁচা |
২১ | আশুজিয়া ইউপি অফিস হতে গোপালপুর বাজার ভায়া আমলিতলা এবং সরাপাড়া বাজার রাস্তা | কাঁচা |
২২ | রোয়াইলবাড়ী ইউপি অফিস-সেনের বাজার-চিটুয়া বাজার-বৈরাটী বাজার-আদমপুর-হাসপাতাল রাস্তা | কাঁচা |
২৩ | রোয়াইলবাড়ী ইউপি অফিস হতে মিমূলতলা বাজার ভায়া মিয়াহোসেন বাজার রাস্তা | কাঁচা |
২৪ | রোয়াইলবাড়ী ইউপি অফিস হতে বঙ্গ বাজার রাস্তা | পাকা |
২৫ | কান্দিউড়া ইউপি অফিস হতে সাজিউড়া বাজার | কাঁচা |
২৬ | দল্পা ইউপি অফিস হতে বাশাটী বাজার রাস্তা | পাকা |
২৭ | সান্দিকোণা ইউপি অফিস হতে সাকড়া বাজার ভায়া ভাটলারা বাজার রাস্তা | কাঁচা |
২৮ | মোজাফরপুর ইউপি অফিস হতে সাজিউড়া বাজার ভায়া গোপালাশ্রম চৌকিদরা রাস্তা | কাঁচা |
২৯ | মাস্কা ইউপি অফিস হতে হরিপুর বাজার রাস্তা | কাঁচা |
৩০ | মাস্কা ইউপি অফিস হতে কান্দিউড়া ইউপি ভায়া রামচন্দ্রপুর রাস্তা | কাঁচা |
৩১ | চিরাং ইউপি অফিস হতে চৌধূরী বাজার রাস্তা | কাঁচা |
৩২ | বসুর বাজার আশুজিয়া ইউপি রাস্তা | কাঁচা |
৩৩ | নওপাড়া ইউপি অফিস হতে বড়বাড়ী বাজার ভায়া কোনাপাড়া বাজার রাস্তা | কাঁচা |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:
[সম্পাদনা]- শাহ সুলতান কমরউদ্দিন রুমী: ইসলাম প্রচারক।
- বাংলাদেশের সবচেয়ে সেরা সুন্দর হাতের লেখা সাংবাদিক ও কবি মোহাম্মদ আয়নাল হক
- বাউল কবি ও শিল্পী আব্দুস সালাম সরকার
- শিল্পী মলয় কুমার
- ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু :সাবেক এমপি।
- অপু উকিল :সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন ও সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ।
- অসীম কুমার উকিল:এমপি।
- আলী ওসমান খান :সাবেক এমপি।
- রওশন ইজদানী:কবি ও বাউল।
- আহসান হাবীব:রম্য লেখক।
- মতীন্দ্র সরকার- লেখক।
- ফয়জুর রহমান আহমেদ:স্বাধীনতা পুরুস্কার প্রাপ্ত
- যতীন সরকার: প্রখ্যাত লেখক।
- গোলাম সামদানী কোরায়শী: লেখক।
- শীলা আহমেদ: হুমায়ূন কন্যা।
- হুমায়ূন আহমেদ - কথাসাহিত্যিক।
- মেহের আফরোজ শাওন: অভিনেত্রী।
- মুহম্মদ জাফর ইকবাল শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- মোহাম্মদ সিরাজুদ্দীন কাসিমপুরী:(জ-1901-1979)সাহিত্যবিদ। লোকসাহিত্যের সংগ্রাহক ও গবেষক।
- প্রতুল ভট্টাচার্য - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
- লাল মাহমুদ: মধ্য যুগের শিল্পী।
- নলিনীরঞ্জন সরকার - অভিবক্ত বাংলার অর্থমন্ত্রী। কলকাতার মেয়র। ভারতের প্রথম 'এন.আইটি খড়্গপুর' - ভারতের প্রবক্তা।
- শাহাবুদ্দিন আহমেদ - সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি;
- এম. জুবেদ আলী সাবেক সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক
- চন্দ্রকুমার দে - ময়মনসিংহ গীতিকার ও পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক, কবি, লোকসাহিত্যিক ও প্রাবন্ধিক;
- জালাল উদ্দিন খাঁ - প্রখ্যাত মরমী বাউল সাধক ও গীতিকার;
- কুদ্দুস বয়াতি - বাউল ও লোক সঙ্গীতশিল্পী।
- মতিলাল পুরকায়স্থ-বিপ্লবী।
- দীন শরৎ: মরমী বাউল সাধক।
- মনসুর বয়াতি-বাউল।
- কবি কন্ক: মধ্য যুগের কবি।
- নরেশ রায়-অগ্নিযুগের বিপ্লবি।
- ডাক্তার ফিরুজ আলী
- ছাএু মাদবর
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- রোয়াইলবাড়ি দুর্গ, মসজিদ, কবর, সুরম্য অট্টালিকা, প্রাচীরের ধ্বংশাবশেষ - রোয়াইলবাড়ী ইউনিয়ন;
- খোঁজার দিঘি এবং ধ্বংস প্রাপ্ত মসজিদ, অট্টালিকা - জফরপুর;
- প্রাচীন গান্ধার শিল্পের নিদর্শন ধ্বংস-প্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, কালিমন্দির ও বিশালায়তন দিঘি - দনাচাপুর।
- কান্দিউড়া ইউনিয়নে বিএসএসির দানকৃতবাড়ি গোগ বাজার সংলগ্ন মোহনা সাইঢুলি নদী ও ত্রিবেণী
- নিঝুম পার্ক, দলপা ইউনিয়ন - জল্লি
- কৈয়াজানী ত্রিমোহনা।
- উচিতপুর মিনি কক্সবাজার
- তাম্বুলিপাড়া রিভারভিউ পর্যটন কেন্দ্র
বিবিধ
[সম্পাদনা]বর্তমান সংসদ সদস্য : উপজেলা বর্তমান মেয়র :
বর্তমান উপজেলা চেয়ারম্যান :
বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান :
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কেন্দুয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "www.dcnetrokona.gov.bd"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১১।
- ↑ "ইউনিয়নসমূহ - কেন্দুয়া উপজেলা"। kendua.netrokona.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০।
- ↑ ক খ গ "যোগাযোগ ব্যবস্থা - কেন্দুয়া উপজেলা-"। kendua.netrokona.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |