দুর্গাপুর পৌরসভা, নেত্রকোণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুর্গাপুর পৌরসভা, নেত্রকোণা
দুর্গাপুর পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
দেশ বাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
সরকার
 • মেয়রমোঃ আলা উদ্দিন আলাল
আয়তন
 • শহর২৪ বর্গকিমি (৯ বর্গমাইল)
 • মহানগর১০ বর্গকিমি (৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • শহর২২,৬৬১
 • জনঘনত্ব৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি +৬ (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

দুর্গাপুর পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার অন্তর্গত দুর্গাপুর উপজেলার অধীন একটি পৌরসভা[১]

আয়তন[সম্পাদনা]

এই পৌরসভার আয়তন ৫৯৬২ একর (২৪.১৩ বর্গ কিলোমিটার) । দুর্গাপুর উপজেলা শহরের কাছাকাছি ৯টি ওয়ার্ড মিলে পৌরসভাটি গঠিত।

অবস্থান[সম্পাদনা]

নেত্রকোণা জেলা শহর থেকে ৫০কি.মি উত্তরে দুর্গাপুর পৌরসভা অবস্থিত। পৌরসভাটি সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত । অপার সৌন্দর্যের লীলাভূমি এটি ।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

বাগিচাপাড়ায় গোরস্তান রোডের পাশে এটির প্রশাসনিক ভবন অবস্থিত। ভবনটি দোতলা বিশিষ্ট।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

দুর্গাপুর পৌরসভার সর্বমোট জনসংখ্যা- ২২৬৬১। পৌরসভায় লোক সংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৯১০ জন।

শিক্ষা[সম্পাদনা]

পৌরসভায় স্বাক্ষরতার হার ৫২.৩%।

অর্থনীতি:[সম্পাদনা]

লাল বালু ও চিনা মাটি এবং মৎস্য ও কূষি।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  • কমরেড মণিসিংহ (২৮ জুলাই ১৯০১ - ৩১ ডিসেম্বর ১৯৯০)— বামপন্থী রাজনীতিবিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

বিবিধ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দুর্গাপুর পৌরসভা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]