গাজীপুর সিটি কর্পোরেশন
গাজীপুর সিটি কর্পোরেশন | |
|---|---|
গাজীপুর সিটি কর্পোরেশনের সিলমোহর | |
| ধরন | |
| ধরন | |
| ইতিহাস | |
| শুরু | ১৩ জানুয়ারি ২০১৩ |
| নতুন অধিবেশন শুরু | ১২ সেপ্টেম্বর ২০২৩ |
| নেতৃত্ব | |
শরফ উদ্দিন আহমেদ চৌধুরী (অতিরিক্ত সচিব) (বিভাগীয় কমিশনার, ঢাকা) | |
মুহাম্মদ সোহেল হাসান (যুগ্মসচিব) | |
মো: আমিন আল পারভেজ (উপসচিব) | |
| গঠন | |
| আসন | আসনের ধরন অনুযায়ী বিভাজন মোট ৭৬ সাধারণ ৫৭ সংরক্ষিত ১৯ (আসন শূন্য) |
মোট আসন সংখ্যা | ৭৬ / ৭৬
|
সাধারণ কাউন্সিলর | ০০ / ৫৭
|
সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০০ / ১৯
|
| নির্বাচন | |
| ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান | |
প্রথম নির্বাচন | ০৬ জুলাই ২০১৩ |
সর্বশেষ নির্বাচন | ২৫ মে ২০২৩ |
পরবর্তী নির্বাচন | ২০২৮ (সম্ভাব্য) |
| সভাস্থল | |
| নগর ভবন, গাজীপুর | |
| ওয়েবসাইট | |
| www | |
গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যাঞ্চলের গাজীপুর জেলায় অবস্থিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি পৌর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। [১]
ইতিহাস ও আত্মপ্রকাশ
[সম্পাদনা]গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।[২] ৭ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় টঙ্গী ও গাজীপুর পৌর এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন হয়। এর প্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হয়।[৩]
রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত গাজীপুর জেলাকে ২০১০ সালের ১৬ মার্চ বিশেষ শ্রেণীর জেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সালে ৩২ দশমিক ৩৬ বর্গ কিলোমিটার আয়তনের টঙ্গী পৌরসভা গঠন করা হয়। অপরদিকে গাজীপুর পৌরসভার আয়তন ৪৮ দশমিক ৫০ বর্গ কিলোমিটার। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই দুই পৌরসভা এবং গাজীপুর ক্যান্টনমেন্টের ১৮৮৮ দশমিক ৩৮ একর এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠন করা হল।[৪]
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি সমর্থিত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান।
ভৌগোলিক সীমানা বা প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যাঞ্চলের গাজীপুর জেলায় অবস্থিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি পৌর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার। গাজীপুর সিটি করপোরেশনের উত্তরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন, দক্ষিণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন, পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার প্রহল্বাদপুর ইউনিয়ন এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এবং সাভার উপজেলার শিমুলিয়া ও ধামসোনা ইউনিয়ন অবস্থিত।
আঞ্চলিক কার্যালয় সমূহ
[সম্পাদনা]গাজীপুর সিটি কর্পোরেশন মোট ৮টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তাদের প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করে। এগুলো হলো::
| আঞ্চলিক কার্যালয় | অঞ্চল ভিত্তিক ওয়ার্ড | এরিয়া (বর্গ কিলোমিটার) |
|---|---|---|
| অঞ্চল - ১ (টঙ্গী) | ৪৩-৫৭ | ৩২.৩৬ |
| অঞ্চল - ২ (পূবাইল) | ৩৯-৪২ | ৪৯.০০ |
| অঞ্চল - ৩ (গাছা) | ৩২-৩৮ | ২৮.৬৮ |
| অঞ্চল - ৪ (গাজীপুর সদর) | ২৪-৩১ | ৪৮.৫০ |
| অঞ্চল - ৫ (কাউলতিয়া) | ১৯-২৩ | ৬৯.৮৮ |
| অঞ্চল - ৬ (বাসন) | ১৩-১৮ | ২৮.৬৬ |
| অঞ্চল - ৭ (কোনাবাড়ী) | ০৭-১২ | ২২.১৫ |
| অঞ্চল - ৮ (কাশিমপুর) | ০১-০৬ | ৫০.৩০ |
এক নজরে গাজীপুর সিটি কর্পোরেশন
[সম্পাদনা]গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি প্রধান সিটি কর্পোরেশন, যা গাজীপুর জেলায় অবস্থিত। এটি ১৬ জানুয়ারি, ২০১৩ সালে গেজেট আকারে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ সিটি কর্পোরেশন এলাকা হিসেবে পরিচিত।
সাধারণ তথ্য
[সম্পাদনা]| বিবরন | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠার তারিখ | ১৬ জানুয়ারি, ২০১৩ |
| ওয়ার্ড সংখ্যা | ৫৭ |
| কাউন্সিলর সংখ্যা | ৭৬ (পুরুষ: ৫৭, মহিলা: ১৯) |
| এলাকা | ৩২৯.৫৩ বর্গ কিলোমিটার |
| জনসংখ্যা | ২৬,৭৭,৪০৪ |
| হোল্ডিং সংখ্যা (সম্ভাব্য) | ১,২৯,৫৬৪ |
অবকাঠামো
[সম্পাদনা]| অবকাঠামো | পরিমাণ (প্রায়) |
|---|---|
| রাস্তা | ১৫৫২.৮৩ কিমি |
| ড্রেন | ৬৭০.৫৩ কিমি |
| কালভার্ট | ৫৫২টি |
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]| প্রতিষ্ঠান | সংখ্যা (প্রায়) |
|---|---|
| বিশ্ববিদ্যালয় | ৫ |
| সরকারি কলেজ | ৩ |
| বেসরকারি কলেজ | ২৪ |
| সরকারি ট্রেনিং কলেজ | ৪ |
| সরকারি উচ্চ বিদ্যালয় | ৩ |
| উচ্চ বিদ্যালয় | ৫২ |
| ভোকেশনাল স্কুল | ৬ |
| ভোকেশনাল ইনস্টিটিউট | ২ |
| পলিটেকনিক ইনস্টিটিউট | ৪ |
| প্রাথমিক বিদ্যালয় | ১৪০ |
| কেজি স্কুল | ২৫৬ |
| মাদ্রাসা | ১২৬ |
| অনাথ আশ্রম | ৩৯ |
| কিশোর উন্নয়ন কেন্দ্র | ১ |
| মানসিক রোগীদের পুনর্বাসন কেন্দ্র | ১ |
| বালিকা বিদ্যালয় | ১ |
বাজার ও অন্যান্য সুবিধা
[সম্পাদনা]| সুবিধা | সংখ্যা (প্রায়) |
|---|---|
| প্রতিদিনের বাজার | ২৩ |
| পৌর বাজার | ১৮ |
| বেসরকারি বাজার | ৯৫ |
| বস্তি | ৬৪ |
| ব্যাংক | ৫৫ |
| ডাকঘর | ২৫ |
| ভূমি তহশিল অফিস | ২ |
| সাব-রেজিস্ট্রি অফিস | ২ |
ধর্মীয় প্রতিষ্ঠান
[সম্পাদনা]| প্রতিষ্ঠান | সংখ্যা (প্রায়) |
|---|---|
| বিশ্ব ইজতেমা মাঠ | ১ (হজের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ, প্রায় ৪০ লক্ষ মানুষের জমায়েত) |
| মসজিদ | ৮৩৫ |
| মন্দির | ৩০ |
| গির্জা | ১১ |
| কবরস্থান | ৫২ |
| ঈদগাহ | ৭৬ |
| শ্মশান | ১৫ |
স্বাস্থ্যসেবা
[সম্পাদনা]| স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান | সংখ্যা (প্রায়) |
|---|---|
| সরকারি হাসপাতাল | ১ |
| বেসরকারি ক্লিনিক | ৩৬ |
| পরিবার পরিকল্পনা ক্লিনিক | ২৬ |
| মেডিকেল কলেজ হাসপাতাল (বেসরকারি) | ২ |
পানি ও স্যানিটেশন
[সম্পাদনা]| সেবা / উপকরণ | সংখ্যা (প্রায়) |
|---|---|
| ওভারহেড ট্যাংক | ৩ |
| বাসাবাড়ির পানির সংযোগ | ১১,৮৯৫ |
| উৎপাদন টিউবওয়েল | ৫৫ |
| পানির পাইপলাইন | ১১৯ কিমি |
| হ্যান্ড টিউবওয়েল | ১,২৪৮ |
| স্যানিটারি ল্যাট্রিন | ১,৭৪,০১৭ |
| কমিউনিটি ল্যাট্রিন | ৯৬ |
| পাবলিক টয়লেট | ৩০ |
| টুইন পিট ল্যাট্রিন | ১,৯৩৪ |
| ডাস্টবিন | ৯২ |
| হ্যান্ড ট্রলি | ২০ |
| বর্জ্য সংগ্রহ ভ্যান | ৫০ |
| মেডিকেল বর্জ্য ভ্যান | ১ |
বিনোদন
[সম্পাদনা]| বিনোদন মাধ্যম | সংখ্যা (প্রায়) |
|---|---|
| সিনেমা হল | ৯ |
রেফারেন্স
[সম্পাদনা]- গাজীপুর সিটি কর্পোরেশন – সরকারি ওয়েবসাইট (সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০২৩)
আরও দেখুন
[সম্পাদনা]
জনসংখ্যা
[সম্পাদনা]বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা - ২০২২ অনুযায়ী এ সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা ২৬,৭৭,৪০৪ জন। এর মধ্যে পুরুষ - ১৪,১৮,১০৬ জন, মহিলা - ১২,৫৯,২৯৮ জন। মোট পরিবার ৮,৩৬,৮৭৫ টি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৮১২৫ জন।
মেয়র
[সম্পাদনা]পরিকাঠামো ও অন্যান্য উপাত্ত
[সম্পাদনা]
৫৭ টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলাদেশের সিটি কর্পোরেশন"। bdchakri.com। ১৯ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৩।
- 1 2 "Gazipur City Corporation: At a Glance"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন: গাজীপুর জেলা সাংগঠনিক কাঠামো"। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭।
- ↑ "দৈনিক ইত্তেফাক- সিটি কর্পোরেশন হলো গাজীপুর: নিকারের বৈঠকে প্রস্তাব অনুমোদন"। ৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭।
- ↑ "এক নজরে গাজীপুর সিটি কর্পোরেশন"। গাজীপুর সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৫।