ইছামতি নদী (মানিকগঞ্জ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইছামতি নদী (ইছামতি নদী (মানিকগঞ্জ))
দেশ বাংলাদেশ
অঞ্চল ঢাকা বিভাগ
জেলা মানিকগঞ্জ জেলা
উৎস যমুনা, বাঘুটিয়া, দৌলতপুর উপজেলা
মোহনা পদ্মা নদী
দৈর্ঘ্য ৫০ কিলোমিটার (৩১ মাইল)

ইছামতি নদী বা ইছামতি নদী (মানিকগঞ্জ) হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫০ কিলোমিটার।[১] ইছামতি নদীর গড় প্রস্থ ৭২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ইছামতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ০৪।[২]

প্রবাহ[সম্পাদনা]

ইছামতি নদীটি বাঘুটিয়া ইউনিয়ন, দৌলতপুর-এ প্রবহমান যমুনা নদী হতে উৎপত্তি উৎপত্তি লাভ করেছে এবং কিছুদুর অতিক্রম করে হরিরামপুরের পাশে পদ্মা নদীতে পতিত হয়েছে।[১]


আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪১।
  2. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৩৭-২৩৮। আইএসবিএন 984-70120-0436-4