বিষয়বস্তুতে চলুন

নলেয়া নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নলেয়া নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল রংপুর বিভাগ
জেলাসমূহ গাইবান্ধা জেলা, রংপুর জেলা
উৎস বড় পাইলার বিল/সেরুডাঙ্গা বিল/ফাকরির বিল
মোহনা কাটাখালী নদী (গাইবান্ধা)
দৈর্ঘ্য ৬৬ কিলোমিটার (৪১ মাইল)

নলেয়া নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর জেলা এবং গাইবান্ধা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৬৬ কিলোমিটার, গড় প্রস্থ ৩৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক নলেয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৬৪।[] নদীটির গভীরতা ৪ মিটার।[] নদীটির অববাহিকার আয়তন ৯০ বর্গকিমি।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৩১। আইএসবিএন 984-70120-0436-4 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৩৮ , আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
  3. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৩৮ , আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।