২০১৯ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
অবয়ব
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা। এই বছর ৪৫টি দেশি ও ২টি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্রসহ মোট ৪৭টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]মুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্যসূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জানু য়ারি |
৪ | আই অ্যাম রাজ | এম আজাদ | রাজ ইব্রাহিম, সাবরিনা মামিয়া, সাদেক বাচ্চু, আমির সিরাজী | মারপিট | [২] | |
ফে ব্রু য়া রি |
৮ | আমার প্রেম আমার প্রিয়া | শামীমুল ইসলাম শামীম | কায়েস আরজু, পরীমনি | প্রণয়ধর্মী | [৩] | |
দাগ হৃদয়ে | তারেক সিকদার | বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা সাহা মীম, আঁচল | প্রণয়ধর্মী | ||||
১৫ | ফাগুন হাওয়ায় | তৌকীর আহমেদ | নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, যশপাল শর্মা | ঐতিহাসিক | [৪] | ||
রাত্রির যাত্রী | হাবিবুল ইসলাম হাবিব | মৌসুমী, আনিসুর রহমান মিলন | নাট্যধর্মী | ||||
২২ | হৃদয়ের রংধনু | রাজীবুল হোসেন | মিনা পেটকোভিচ, মুহতাসিন সজল, শামস কাদের | নাট্যধর্মী | [৫] | ||
২২ | প্রেম আমার ২ | বিদুলা ভট্টাচার্য্য | পূজা চেরি, অদৃত, সৌরভ দাস, চম্পা | প্রণয়ধর্মী | বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র | [৬] | |
মা র্চ |
৮ | বয়ফ্রেন্ড | উত্তম আকাশ | তাসকিন রহমান, সেমন্তী সৌমি, অমিত হাসান | প্রণয়-মারপিটধর্মী | [৭] | |
যদি একদিন | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ | তাহসান, শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা | প্রণয়ধর্মী | [৮] | |||
১৫ | বউ বাজার | মুকুল নেত্রবাদী | শাহরিয়াজ, রাহা তানহা, রেহানা জলি | প্রণয়ধর্মী হাস্যরসাত্মক | [৯] | ||
২২ | কারণ তোমায় ভালোবাসি | গোলাম মোস্তফা শিমুল | সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, নাজিফা চৌধুরী | প্রণয়ধর্মী | [১০] | ||
২৯ | লাইভ ফ্রম ঢাকা | আবদুল্লাহ মোহাম্মদ সাদ | মোস্তফা মনোয়ার, তাসনোভা তামান্না | নাট্যধর্মী | [১১] | ||
এ প্রি ল |
৫ | প্রতিশোধের আগুন | মোহাম্মদ আসলাম | জায়েদ খান, মৌ খান, শাহরিয়াজ, নাজ | প্রণয়-মারপিটধর্মী | [১২] | |
তুই আমার রানি | সজল আহমেদ ও পীযূষ সাহা | সূর্য রুবেল দাস, মিষ্টি জান্নাত | প্রণয়ধর্মী | বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনা | [১৩] | ||
২৬ | আলফা | নাসির উদ্দীন ইউসুফ | আলমগীর কবির, দিলরুবা দোয়েল | নাট্যধর্মী | [১৪] | ||
জু ন |
৫ | আবার বসন্ত | অনন্য মামুন | তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া | নাট্যধর্মী | [১৫] | |
আলোয় ভুবন ভরা | আমীরুল ইসলাম | সাইফ খান, মিষ্টি মারিয়া, অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু | প্রণয়মূলক নাট্যধর্মী | [১৬] | |||
দি ডিরেক্টর | কামরুজ্জামান কামু | কামরুজ্জামান কামু, মোশাররফ করিম, সাদিকা পারভিন পপি, মারজুক রাসেল | নাট্যধর্মী | ঈদুল ফিতরে ইউটিউবে মুক্তি পায় | [১৭] | ||
নোলক | সাকিব সনেট ও তার দল | শাকিব খান, ববি, তারিক আনাম খান, রজতাভ দত্ত | প্রণয়ধর্মী | [১৫] | |||
পাসওয়ার্ড | মালেক আফসারী | শাকিব খান, শবনম বুবলি, মামনুন হাসান ইমন, মিশা সওদাগর | অপরাধ ও মারপিটধর্মী | শাকিব খান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র | [১৫] | ||
৭ | ভালোবাসার উত্তাপ | শহীদুল আলম সাচ্চু | ইমন, মিষ্টি মারিয়া, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা | প্রণয়মূলক নাট্যধর্মী | [১৮] | ||
জু লা ই |
৫ | আব্বাস | সাইফ চন্দন | নিরব হোসেন, সোহানা সাবা, আলেকজান্ডার বো | মারপিটধর্মী | [১৯] | |
১৯ | অনুপ্রবেশ | তাপস কুমার দত্ত | আনোয়ার সায়েম, সানজিদা ইসলাম, পীযুষ বন্দ্যোপাধ্যায় | বৈজ্ঞানিক কল্পকাহিনি, পরাবাস্তব | [২০] | ||
২৬ | কালো মেঘের ভেলা | মৃত্তিকা গুণ | আপন, রুনা খান, সুমন বিশ্বাস | নাট্যধর্মী | কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত | [২১] | |
গোয়েন্দাগিরি | নাসিম সাহনিক | শম্পা হাসনাইন, কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরী | গোয়েন্দা | [২২] | |||
আ গ স্ট |
২ | আকাশ মহল | দেলোয়ার জাহান ঝন্টু | ইমন, আইরিন, ড্যানি সিডাক | লোককাহিনি | [২৩] | |
৯ | ভালোবাসার রাজকন্যা | রাজু আলীম | মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান | প্রণয়মূলক | [২৪] | ||
১২ | ভালোবাসার জ্বালা | বশির আহমেদ | শাকিল খান, অর্পা, শবনম পারভীন, আফজাল শরীফ | প্রণয়মূলক | [২৫] | ||
মনের মতো মানুষ পাইলাম না | জাকির হোসেন রাজু | শাকিব খান, শবনম বুবলি, মিশা সওদাগর | মারপিট, প্রণয়মূলক | [২৬] | |||
সে প্টে ম্ব র |
১৩ | অবতার | মাহমুদ হাসান শিকদার | মাহিয়া মাহি, জেএইচ রুশো, আমিন খান | মারপিটধর্মী | [২৭] | |
মায়াবতী | অরুণ চৌধুরী | নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু | নাট্যধর্মী | [২৭] | |||
২০ | পাগলামী | কমল সরকার | বাপ্পি চৌধুরী, শ্রাবণী রায় | প্রণয়ধর্মী | [২৮] | ||
২৭ | সাপলুডু | গোলাম সোহরাব দোদুল | আরিফিন শুভ, মীম, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ | থ্রিলার | [২৯] | ||
অক্টো বর |
১৮ | ডনগিরি | শাহ আলম মন্ডল | বাপ্পি চৌধুরী, এমিয়া এমি, আনিসুর রহমান মিলন, মিশা সওদাগর | মারপিট-প্রণয়ধর্মী | এমিয়া এমি'র প্রথম মুখ্য চরিত্রে অভিনয় | [৩০] |
ন ভে ম্ব র |
১ | পদ্মার প্রেম | হারুন-উজ-জামান | আইরিন সুলতানা, সুমিত, সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায় | নাট্য | বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর কলকাতায় পদ্মার ভালোবাসা নামে মুক্তি পায় |
[৩১] |
৮ | বেগম জান | মোহাম্মদ আসলাম | ইমন ও শিরিন শিলা | [৩২] | |||
১৫ | ইতি, তোমারই ঢাকা | আবদুল্লাহা আল নূর, গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, রবিউল আলম, মীর মোকাররম হোসেন, নুহাশ হুমায়ুন, রাহাত রহমান, সৈয়দ আহমেদ শাওকী, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, ও তানভীর আহসান | নুসরাত ইমরোজ তিশা, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, অর্চিতা স্পর্শিয়া, মনোজ কুমার প্রামাণিক, মোস্তফা মনোয়ার, অ্যালেন শুভ্র, শাহতাজ মনিরা হাশেম, রওনক হাসান | নাট্য | ১১টি স্বল্পদৈর্ঘ্য সংবলিত অমনিবাস চলচ্চিত্র | [৩৩] | |
২৯ | ন ডরাই | তানিম রহমান অংশু | শরিফুল রাজ, সুনেরাহ্ বিনতে কামাল, সাঈদ বাবু | ক্রীড়া, নাট্য | সার্ফিং নিয়ে নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র | [৩৪] | |
ইন্দুবালা | জয় সরকার | আনিসুর রহমান মিলন, পায়েল, ফজলুর রহমান বাবু | নাট্য | [৩৫] | |||
ডি সে ম্ব র |
৬ | প্রেম চোর | উত্তম আকাশ | শান্ত খান, নেহা আমানদীপ | প্রণয়ধর্মী | [৩৬] | |
১৩ | গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ | মোস্তাফিজুর রহমান বাবু | কাজী মারুফ, অরিন, রুবেল, অমিত হাসান | মারপিট | পোষাকশিল্প নিয়ে বাংলাদেশে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র | [৩৭][৩৮] | |
২০ | ফরায়েজী আন্দোলন ১৮৪২ | ডায়েল রহমান | আমিন খান, নওশীন | ঐতিহাসিক, নাট্য | [৩৯] | ||
গহীনের গান | সাদাত হোসাইন | আসিফ আকবর, তানজিকা আমিন, তমা মির্জা, সৈয়দ হাসান ইমাম | সঙ্গীতধর্মী | ||||
২৭ | কাঠবিড়ালী | নিয়ামুল মুক্তা | অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন | নাট্য-প্রণয়ধর্মী | [৪০] | ||
মায়া দ্য লস্ট মাদার | মাসুদ পথিক | মুমতাজ সরকার, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার | নাট্য |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মামুন, অনিন্দ্য (২৬ ডিসেম্বর ২০১৯)। "৫৭ ছবির বছরে ব্যবসা সফল 'পাসওয়ার্ড'"। দৈনিক সমকাল। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "এক মাসে এক ছবি চলচ্চিত্রে হতাশা"। যায়যায়দিন। ১৯ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "মুক্তি পেলো 'দাগ হৃদয়ে' ও 'আমার প্রেম আমার প্রিয়া'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৮ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "প্রেক্ষাগৃহে 'রাত্রির যাত্রী'র বিপরীতে 'ফাগুন হাওয়ায়'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'হৃদয়ের রংধনু'"। জাগোনিউজ২৪.কম। ১৮ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "ছবি মুক্তির কথা জানতেনই না পূজা!"। কালের কণ্ঠ। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "সৌমীর 'বয়ফ্রেন্ড' তাসকিন"। বাংলাদেশ প্রতিদিন। ১৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- ↑ "পর্দার কান্নায় কেঁদেছেন দর্শক"। প্রথম আলো। ২০১৯-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০।
- ↑ "২৫ সিনেমা হলে 'বউ বাজার'"। এনটিভি। ১৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কেন চুপিসারে মুক্তি পাচ্ছে সিনেমা?"। রাইজিংবিডি.কম। ২২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯।
- ↑ "প্রেক্ষাগৃহে 'লাইভ ফ্রম ঢাকা'"। প্রথম আলো। ২৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- ↑ "মুক্তি পেল প্রতিশোধের আগুন"। কালের কণ্ঠ। ৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯।
- ↑ "৫ এপ্রিল বাংলাদেশে ও ১২ এপ্রিল ভারতে 'তুই আমার রানি'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ মার্চ ২০১৯। ২৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "আজ মুক্তি পাচ্ছে আলফা"। যুগান্তর। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯।
- ↑ ক খ গ "বৃষ্টি, তবুও দর্শক এসেছেন সিনেমা হলে"। প্রথম আলো। ৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "ইউটিউবে 'আলোয় ভুবন ভরা'"। চ্যানেল আই। ৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঈদের রাতে ইউটিউবে মুক্তি পেলো কামুর 'দি ডিরেক্টর'"। চ্যানেল আই। ৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে 'ভালোবাসার উত্তাপ' এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার"। চ্যানেল আই। ৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯।
- ↑ বাবু, মাজহার (২০ জুন ২০১৯)। "প্রথম দর্শনে প্রশংসিত 'আব্বাস', মুক্তি ৫ জুলাই"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আজ মুক্তি পাচ্ছে তাপস কুমারের 'অনুপ্রবেশ'"। ইত্তেফাক। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "কাল 'কালো মেঘের ভেলা'"। আমাদের সময়। ২৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯।
- ↑ "মুক্তি পেল 'গোয়েন্দাগিরি'"। দৈনিক জনকন্ঠ। ২৮ জুলাই ২০১৯। ৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "মুক্তি পেয়েছে 'আকাশ মহল'"। রাইজিংবিডি.কম। ২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "শুক্রবার মুক্তি পাচ্ছে রাজু আলীমের 'ভালোবাসার রাজকন্যা'"। চ্যানেল আই অনলাইন। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ "ঈদের তিন চলচ্চিত্র"। জনকণ্ঠ। ৯ আগস্ট ২০১৯। ১১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।
- ↑ "ঈদে ১৫৪ হলে শাকিবের 'মনের মত মানুষ পাইলাম না'"। ঢাকা টাইমস টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "আজ মাহী- তিশা মুখোমুখি"। ইত্তেফাক। ১৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "৩৬ সিনেমা হলে বাপ্পির 'পাগলামী'"। এনটিভি। ২০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ BanglaNews24.com। "২৭ সেপ্টেম্বর ২৫ প্রেক্ষাগৃহে 'সাপলুডু'"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫।
- ↑ "'সাদা-কালো প্রেম' দুই বছর পর নাম বদলে কেন 'ডনগিরি'?"। চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৭-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১।
- ↑ "১৯টি সিনেমা হলে 'পদ্মার প্রেম'"। এনটিভি অনলাইন। ১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
- ↑ "বছর শেষে একগুচ্ছ সিনেমা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫।
- ↑ "এক টিকিটেই ১১ ছবি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ "ছাড়পত্র পেয়েছে 'ন ডরাই', শুক্রবার মুক্তি"। দৈনিক প্রথম আলো। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "শুক্রবার মুক্তি পাচ্ছে 'ইন্দুবালা'"। NTV Online। ২০১৯-১১-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "নেহা-শান্তর অভিষেক"। প্রথম আলো। ২০১৯-১২-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৬।
- ↑ "ডিসেম্বরে আসছেন অরিন"। মানবজমিন। ২০১৯-১১-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৬।
- ↑ "৬০ হলে চলছে 'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ'"। NTV Online। ২০১৯-১২-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "বছর শেষ হচ্ছে অনুদানের ছবিতে"। প্রথম আলো। ২০১৯-১২-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "কাল 'কাঠবিড়ালী' ও 'মায়া: দ্য লস্ট মাদার'"। প্রথম আলো। ২০১৯-১২-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৬।