মায়াবতী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মায়াবতী
মায়াবতী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅরুণ চৌধুরী
প্রযোজকআনোয়ার আজাদ ফিল্মস
অনন্য সৃষ্টি ভিশন
চিত্রনাট্যকারঅরুণ চৌধুরী
কাহিনিকারঅরুণ চৌধুরী
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকতানভীর আনজুম
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  • ১৩ সেপ্টেম্বর ২০১৯ (2019-09-13)
স্থিতিকাল১৪০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মায়াবতী হল ২০১৯ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশাইয়াশ রোহান। চলচ্চিত্রটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।[১] চিত্রগ্রহগণ করেছেন তানভীর আনজুম।[১][২] চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন।[২][৩][৪] এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথম কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন।[২]

গল্পসুত্র[সম্পাদনা]

২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির[২][৫][৬] এ ছায়াছবির গল্পের মুখ্য বিষয় নারী পাচার। কাহিনিকার অরুন চৌধুরীর ভাষ্য অনুযায়ী গল্পের কেন্দ্রীয় চরিত্র মায়াকে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে চুরি করা হয়। পাচারকারীরা মায়াকে যৌনপল্লীতে বিক্রি করে। সেখানে মায়া খোদাবক্স নামক একজন সংগীত গুরুর কাছে গান শেখে এবং সাথে থেকে গান করেন। মায়ার গানের প্রেমে পড়েন একজন ব্যারিস্টার। পরে ভয়ংকর খুনের ঘটনায় জড়িয়ে পড়ে মায়া। গল্প অন্যদিনকে মোড় নেয়।[১][৩]

অভিনয়ে[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

২০১৮ সালের ১৫ ডিসেম্বর চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[৮] চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ, রাজবাড়ী, কালিয়াকৈরপুরান ঢাকায়। কাহিনীর বিশ্বাসযোগ্যতা ধরে রাখার নিমিত্তে দৌলতদিয়ার যৌনপল্লিতে শুটিং করা হয়েছে।[১] ২০১৯ সালের ১৫ জানুয়ারি চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শেষ হয়।[৮]

বিপণন ও মুক্তি[সম্পাদনা]

২০১৯ সালের ১৭ জুন চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করে।[৩][৪] এরপর ২০১৯ সালের ২২ আগস্ট চলচ্চিত্রটির দেড় মিনিট ব্যাপ্তির টিজার মুক্তি পায়।[২][৭][৯] চলচ্চিত্রটি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১][৫][৬] বহিঃবাংলাদেশের চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৭ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে মুক্তি দেয়া হয়।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'মায়াবতী' মুক্তি পাবে ১৩ সেপ্টেম্বর"প্রথম আলো। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "'মায়াবতী'র টিজার প্রকাশ, মুক্তি ১৩ সেপ্টেম্বর (ভিডিও)"একুশে টেলিভিশন। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  3. "'মায়াবতী'র আনকাট সেন্সর"ইত্তেফাক। ১৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "সেন্সর ছাড়পত্র পেল 'মায়াবতী'"সমকাল। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "আসছে ১৩ সেপ্টেম্বর 'মায়াবতী'"আরটিভি। ২১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "বৃষ্টি মাথায় সারা দিন তিশা–রোহানের দৌড়ঝাঁপ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৮ 
  7. "'মায়াবতী'র মায়া বেগম"আমাদের সময়। ২৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  8. "শেষ হলো 'মায়াবতী' ছবির শুটিং"প্রথম আলো। ২০ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "একটি মেয়ের গল্প, সঙ্গে অনেক প্রেম!"বাংলানিউজ২৪.কম। ২৩ আগস্ট ২০১৯। ২৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  10. "Mayaboti to release in Sydney and Melbourne"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]