১৯৬৫ সালের ঢালিউড চলচ্চিত্রের তালিকা
অবয়ব
১৯৬৫ সালে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
[সম্পাদনা]চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | মুক্তির তারিখ |
টীকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|
কাজল | নজরুল ইসলাম | খলিল, গোলাম মুস্তাফা, শবনম, সুভাষ দত্ত, ইনাম আহমেদ, নারায়ণ চক্রবর্তী | ২ ফেব্রুয়ারি ১৯৬৫ | উর্দু ভাষার চলচ্চিত্র | ||
একালের রূপকথা | ইবনে মিজান | |||||
ক্যায়সে কহু | সাদেক খান | শবনম, খলিল, সুভাষ দত্ত, গোলাম মুস্তাফা | উর্দু ভাষার চলচ্চিত্র | |||
সাগর | এহতেশাম | আজিম, শবনম, শওকত আকবর, হারুন, ইনাম আহমেদ, নারায়ণ চক্রবর্তী | ১৩ এপ্রিল ১৯৬৫ | উর্দু ভাষার চলচ্চিত্র | ||
বাহানা | জহির রায়হান | কবরী সারোয়ার, রহমান, গরজ বাবু, নার্গিস, ফতে মহসীন | ১৬ এপ্রিল ১৯৬৫ | উর্দু ভাষার চলচ্চিত্র | ||
সাত রং | ফতেহ লোহানী | হারুন রশীদ, সুলতানা জামান, কাজী খালেক, আনোয়ার হোসেন | ১৪ মে ১৯৬৫ | উর্দু ভাষার চলচ্চিত্র | ||
গোধূলীর প্রেম | মহিউদ্দিন | আমিনুল হক, চিত্রা সিনহা, আনোয়ার হোসেন, শিরিন | ২১ মে ১৯৬৫ | [১] | ||
নদী ও নারী | সাদেক খান | গোলাম মুস্তাফা, ড. রওশন আরা, কাজী খালেক | ৩০ জুলাই ১৯৬৫ | |||
জানাজানি | আলী মনসুর | হাসান ইমাম, শওকত আকবর, সুলতানা জামান | ১৩ আগস্ট ১৯৬৫ | |||
রূপবান | সালাউদ্দিন | সুজাতা, মনসুর, সিরাজুল ইসলাম,
তন্দ্রা ইসলাম, ইনাম আহমেদ |
লোককাহিনী | ৫ নভেম্বর ১৯৬৫ | [২] | |
মালা | মুস্তাফিজ | আজিম, সুজাতা, খান আতাউর রহমান, ইরফান, সুলতানা জামান, নারায়ণ চক্রবর্তী | ২৬ নভেম্বর ১৯৬৫ | উর্দু ভাষার চলচ্চিত্র |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলম, মোঃ ফখরুল (মে ২০১১)। আমাদের চলচ্চিত্র (প্রথম সংস্করণ)। প্রকল্প পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আইএসবিএন 978-984-33-3613-2। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ মারিয়া, শান্তা (১৪ এপ্রিল ২০১৪)। "বাঙালির প্রাণের ছবি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।