আমিন খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমিন খান
জন্ম
আমিনুল ইসলাম খান

(1972-12-24) ২৪ ডিসেম্বর ১৯৭২ (বয়স ৫১)
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯০–বর্তমান
উচ্চতা৬ ফু ০ ইঞ্চি (১.৮৩ মি)
দাম্পত্য সঙ্গীস্নিগ্ধা খান
আত্মীয়অমিত হাসান (দুলাভাই)

আমিনুল ইসলাম খান (জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৭২) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত মৌতলা ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল নেবো না অশ্রু নেবো, স্বপ্নের নায়ক, বীর সন্তান, বাংলার কমান্ডো, হৃদয় আমার , হীরা চুনি পান্না, পিতার আসন, হৃদয়ের বন্ধন ইত্যাদি। চলচ্চিত্র জীবনে এখন পর্যন্ত তিনি ১৯০ টি এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনয় জীবন[সম্পাদনা]

১৯৯০ সালে আমিন খান এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন এবং নির্বাচিত হন। এরপর অডিশন দিয়ে টেকার পর একজন পরিচালক তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখায়। এই সময়ে আরও তিনটি চলচ্চিত্রের প্রস্তাব আসলেও তিনি সেই পরিচালককে কথা দেওয়ার কারণে বাকি প্রস্তাবগুলো ফিরিয়ে দেন। কিন্তু সেই চলচ্চিত্রটিতে তাকে নেওয়া হয়নি। এরপর তিনি তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, কিন্তু কোনটির কাজ শুরু হয়নি। এই সময় সাংবাদিক আহমেদ কামরুল মিজানের সহযোগিতায় তিনি অবুঝ দুটি মন চলচ্চিত্রে কাজের সুযোগ পান। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত অবুঝ দুটি মন তার প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন। হোসেন পরিচালিত পূর্ববর্তী আজকের হাঙ্গামা চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিল। আমিন খান এই চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন।[২]

তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশাহ সুপারহিট হলে তিনি সকলের নজর কাড়েন।[২] মারপিটধর্মী চলচ্চিত্রে সফল হওয়ায় নির্মাতারা প্রণয়ধর্মী চলচ্চিত্রের পাশাপাশি মারপিটধর্মী চলচ্চিত্রেও তাকে চুক্তিবদ্ধ করাতে থাকেন। ১৯৯০-এর দশকে মাঝামাঝিতে তার অভিনীত হৃদয় আমার, জনম জনম ব্যবসা সফল ও জনপ্রিয় হয়। তিনি সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়ক-এ অভিনয় করে প্রশংসিত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৮/৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম, সাগরিকা, লাভ ইন থাইল্যান্ড চলচ্চিত্রগুলোও জনপ্রিয়তা অর্জন করে। অপরদিকে অ্যাকশন নায়ক হিসেবে বীর সন্তান, বাংলার কমান্ডো, শয়তান মানুষ, জনতার বাদশাহ, বিশ্বনেত্রী চলচ্চিত্রগুলোও তার কর্মজীবনের প্রথম দিকের ব্যবসা সফল ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

২০০০-০৬ সাল আমিন খানের ক্যারিয়ারের অন্যতম সফলতার বছর। এ বছরগুলোতে আমিন খান অভিনীত প্রায় ৯০টি সিনেমা মুক্তি পায়। যার মধ্যে মুখোমুখি, নয়া কসাই, ফুল নেবো না অশ্রু নেবো, টোকাই থেকে হিরো, হীরা চুনি পান্না, জীবনের গ্যারান্টি নাই, মাস্তান নাম্বার ওয়ান, মাঝির ছেলে ব্যারিস্টার, পিতার আসন-সহ অনেক সিনেমা সুপারহিট ব্যবসা সফল হয়।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

১৯৯৩---(১টি) ১। অবুঝ দুটি মন (চাঁদনী ওরফে রথী) - মোহাম্মদ হোসেন - ০১.১০.১৯৯৩

১৯৯৪---(৪টি) ২-১। দুনিয়ার বাদশা (শাবনূর) - বাদল খন্দকার - ২২.০৪.১৯৯৪ ৩-২। হৃদয় থেকে হৃদয় (রূপা/লতা) - শাহাদাত খান - ০৪.১১.১৯৯৪ ৪-৩। মহা ভূমিকম্প (নিশি) - সুভাষ সোম - ১৮.১১.১৯৯৪ ৫-৪। চিরদিনের সাথী (সোনিয়া) - দিলীপ সোম - ১৮.১১.১৯৯৪

১৯৯৫---(৬টি) ৬-১। বাংলার কমান্ডো (শিল্পী) - মোহাম্মদ হোসেন - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা ৭-২। হৃদয় আমার (শাবনূর) - দীলিপ বিশ্বাস - ০২.০৬.১৯৯৫ ৮-৩। দোস্ত আমার দুশমন (শিল্পী) - আজিজ আহমেদ বাবুল - ২৩.০৬.১৯৯৫ ৯-৪। বীর সন্তান (বর্ষা) - এফ আই মানিক - ০৭.০৭.১৯৯৫ ১০-৫। লাভ লেটার (শিল্পী) - জামশেদুর রহমান - ১৪.০৭.১৯৯৫ ১১-৬। শেষ রক্ষা (সোনিয়া) - শওকত জামিল - ২৫.০৮.১৯৯৫

১৯৯৬---(৩টি) ১২-১। বিশ্বনেত্রী (শাহনাজ) - বাদল খন্দকার - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ১৩-২। জনম জনম (শাবনাজ) - আউয়াল চৌধুরী - ২০.০৯.১৯৯৬ ১৪-৩। শয়তান মানুষ (অন্তরা) - মনতাজুর রহমান আকবর - ১১.১০.১৯৯৬

১৯৯৭--(৬টি) ১৫-১। জনতার বাদশা (নিশি) - নাদিম মাহমুদ - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ১৬-২। দোলন চাঁপা (অন্তরা) - কায়সার আহমেদ - ২১.০৩.১৯৯৭ ১৭-৩। কুলি (সঙ্গীতা) - মনতাজুর রহমান আকবর - ১৬.০৫.১৯৯৭ ১৮-৪। আমার মা (অন্তরা) - মনতাজুর রহমান আকবর - ২৩.০৫.১৯৯৭ ১৯-৫। স্বপ্নের নায়ক (শাবনূর) - নাসির খান - ০৪.০৭.১৯৯৭ ২০-৬। টারজান কন্যা (মুনমুন) - ফজল আহমেদ বেনজীর - ১২.০৯.১৯৯৭

১৯৯৮---(৭টি) ২১-১। মৃত্যুর মুখে (ময়ূরী) - মালেক আফসারী - ২৭.০২.১৯৯৮ ২২-২। মাতৃভুমি (নিশি) - নাদিম মাহমুদ - ১৩.০৩.১৯৯৮ ২৩-৩। তোমার আমার প্রেম (ঋতুপর্ণা) - এম এম সরকার - ১৪.০৮.১৯৯৮ ২৪-৪। সাগরিকা (ঋতুপর্ণা) - বাদল খন্দকার - ২৫.০৯.১৯৯৮ ২৫-৫। মেয়ের অধিকার (নিশি) - সুভাষ সোম - ০৯.১০.১৯৯৮ ২৬-৬। রাঙা বউ (ঋতুপর্ণা) - মোহাম্মদ হোসেন - ৩০.১০.১৯৯৮ ২৭-৭। মনের মত মন (মোহিনী) - মনতাজুর রহমান আকবর - ০৬.১১.১৯৯৮

১৯৯৯---(১১টি) ২৮-১। কে আমার বাবা (শিল্পী) - মনতাজুর রহমান আকবর - ১৯.০১.১৯৯৯ - ঈদুল ফিতর ২৯-২। রবি মাস্তান (পপি) - শাহাদাৎ হোসেন লিটন - ২৬.০২.১৯৯৯ ৩০-৩। রাণী কেন ডাকাত (মুনমুন) - বাদশা ভাই - ২৯.০৩.১৯৯৯ - ঈদুল আযহা ৩১-৪। গরিব কেন কাঁদে (নিশি) - নাদিম মাহমুদ - ১৬.০৪.১৯৯৯ ৩২-৫। স্পর্ধা (লাবনী) - মোস্তাফিজুর রহমান বাবু - ০৭.০৫.১৯৯৯ ৩৩-৬। মগের মুল্লুক (ময়ূরী) - মনতাজুর রহমান আকবর - ২১.০৫.১৯৯৯ ৩৪-৭। আম্মাজান (মৌসুমী) - কাজী হায়াৎ - ২৫.০৬.১৯৯৯ ৩৫-৮। ডাণ্ডা মেরে ঠাণ্ডা (মুনমুন) - আজিজুর রহমান বুলি - ০১.১০.১৯৯৯ ৩৬-৯। মরণ কামড় (ময়ূরী) - মালেক আফসারী - ১৫.১০.১৯৯৯ ৩৭-১০। লাভ ইন থাইল্যান্ড (মৌসুমী) - মোহাম্মদ হোসেন - ১৫.১০.১৯৯৯ ৩৮-১১। ভাই কেন আসামী (সোনিয়া) - সৈয়দ শামসুল আলম - ০৩.১২.১৯৯৯

২০০০---(১৬টি) ৩৯-১। লণ্ডভণ্ড (মুনমুন) - বাদশা ভাই - ০৪.০২.২০০০ ৪০-২। হীরা চুনি পান্না (পপি/ময়ূরী) - মালেক আফসারী - ১৭.০৩.২০০০ - ঈদুল আযহা ৪১-৩। আজ গায়ে হলুদ (মৌসুমী) - মোহাম্মদ হোসেন - ১৭.০৩.২০০০ - ঈদুল আযহা ৪২-৪। লেডি রংবাজ (মুনমুন) - মোস্তাফিজুর রহমান বাবু - ০৭.০৪.২০০০ ৪৩-৫। লেডি রাম্বো (অন্তরা) - বেনজির আহমেদ - ০৫.০৫.২০০০ ৪৪-৬। জ্যান্ত কবর (মনিকা বেদি) - এনায়েত করিম - ১২.০৫.২০০০ ৪৫-৭। কাল্লু মামা (পূর্ণিমা) - বাদশা ভাই - ০৪.০৮.২০০০ ৪৬-৮। তের পাণ্ডা এক গুণ্ডা (কুমকুম) - মনোয়ার হোসেন ডিপজল - ০১.০৯.২০০০ ৪৭-৯। তোমার জন্য ভালোবাসা (পপি) - শেখ সুলতান আহমেদ - ০৮.০৯.২০০০ ৪৮-১০। রাজা রানী (মুনমুন) - বি এইচ নিশান - ১৫.০৯.২০০০ ৪৯-১১। নয়া কসাই (পপি) - এনায়েত করিম - ২৯.০৯.২০০০ ৫০-১২। জোর যার মুল্লুক তার (মুনমুন) - বাদল খন্দকার - ১৩.১০.২০০০ ৫১-১৩। ভয়াবহ (মুনমুন/চম্পা) - মোস্তাফিজুর রহমান বাবু - ০৩.১১.২০০০ ৫২-১৪। কাটা রাইফেল (মুনমুন) - পি এ কাজল - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর ৫৩-১৫। আমি গুণ্ডা আমি মাস্তান (একা) - শরীফ উদ্দিন খান দিপু - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর ৫৪-১৬। ফুল নেবো না অশ্রু নেবো (শাবনূর) - এফ আই মানিক - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর

২০০১---(১২টি) ৫৫-১। আজকের ক্যাডার (কুমকুম) - বাদশা ভাই - ০৯.০২.২০০১ ৫৬-২। কঠিন বাস্তব (কেয়া) - মনতাজুর রহমান আকবর - ০৭.০৩.২০০১ - ঈদুল আযহা ৫৭-৩। মেজাজ গরম (শিমলা) - আহমেদ নাসির - ৩০.০৩.২০০১ ৫৮-৪। হিম্মত (শাহনাজ) - এম এম সরকার - ১১.০৫.২০০১ ৫৯-৫। ঠেকাও মাস্তান (মুনমুন) - মালেক আফসারী - ১৮.০৫.২০০১ ৬০-৬। মুখোমুখি (পূর্ণিমা/মৌসুমী) - আজিজ আহমেদ বাবুল - ২৫.০৫.২০০১ ৬১-৭। বিশ্ব বাটপার (শাহনাজ) - বাদল খন্দকার - ২৯.০৬.২০০১ ৬২-৮। মৃত্যু ঘন্টা (শাহনাজ) - এনায়েত করিম - ১৩.০৭.২০০১ ৬৩-৯। সুজন বন্ধু (শিল্পী/আয়না) - দেওয়ান নজরুল - ২৭.০৭.২০০১ ৬৪-১০। নানা ভাই (মুনমুন) - বাদশা ভাই - ০৭.০৯.২০০১ ৬৫-১১। পুলিশ অফিসার (একা) - শরীফ উদ্দিন খান - ২১.০৯.২০০১ ৬৬-১২। বাংলার সৈনিক (একা) - শরীফ উদ্দিন খান দিপু - ১৯.১০.২০০১

২০০২---(১৬টি) ৬৭-১। বিরোধী দল (শাহনাজ) - রাজু চৌধুরী - ১১.০১.২০০২ ৬৮-২। হৃদয়ের বন্ধন (শাবনূর/কেয়া) - এফ আই মানিক - ২৩.০২.২০০২ - ঈদুল আযহা ৬৯-৩। দাদাগিরি (মুনমুন) - শরীফ উদ্দিন খান - ২২.০৩.২০০২ ৭০-৪। উত্তেজিত (মৌসুমী) - আহমেদ নাসির - ০৫.০৪.২০০২ ৭১-৫। ভয়ংকর পরিণাম (মুনমুন) - মোস্তাফিজুর রহমান বাবু - ১৯.০৪.২০০২ ৭২-৬। বিপদজনক (মৌসুমী/পূর্ণিমা) - শেখ দিদার - ২৬.০৪.২০০২ ৭৩-৭। কাফন ছাড়া দাফন (সিমলা) - ইকবাল মাহমুদ রিপন - ০৩.০৫.২০০২ ৭৪-৮। জগী ঠাকুর (মুনমুন) - বাদশা ভাই - ১০.০৫.২০০২ ৭৫-৯। ওপেন চ্যালেঞ্জ (উপমা) - বাবুল রেজা - ১৭.০৫.২০০২ ৭৬-১০। বুকের পাটা (মুনমুন) - শাহাদাৎ হোসেন লিটন - ১৭.০৫.২০০২ ৭৭-১১। আর্তনাদ (মৌসুমী) - গাজী মাজহারুল আনোয়ার - ০৫.০৭.২০০২ ৭৮-১২। ওরা জিম্মি (সিনহা) - আর এন খান - ১২.০৭.২০০২ ৭৯-১৩। লাল দরিয়া (মৌসুমী) - এফ আই মানিক - ০৯.০৮.২০০২ ৮০-১৪। মন দিওয়ানা (পপি) - কমল সরকার - ২৩.০৮.২০০২ ৮১-১৫। স্ত্রীর মর্যাদা (মৌসুমী) - এফ আই মানিক - ৩০.০৮.২০০২ ৮২-১৬। দুই ভাইয়ের যুদ্ধ (পপি) - বাদল খন্দকার - ৩০.০৮.২০০২

২০০৩---(৬টি) ৮৩-১। টোকাই থেকে হিরো (কেয়া) - রাজু চৌধুরী - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা ৮৪-২। দূর্ধর্ষ খুনী (মুনমুন) - শরীফ উদ্দিন খান দিপু - ২৮.০৩.২০০৩ ৮৫-৩। স্ত্রী কেন শত্রু (মৌসুমী/ময়ূরী) - বাদশা ভাই - ১১.০৭.২০০৩ ৮৬-৪। রংবাজ ও পুলিশ (ময়ূরী) - শওকত জামিল - ০১.০৮.২০০৩ ৮৭-৫। গোপন আস্তানা (মুনমুন) - এম এম সরকার - ২৯.০৮.২০০৩ ৮৮-৬। কেয়ামত (মুনমুন) - রাজু চৌধুরী - ১২.০৯.২০০৩

২০০৪---(১৮টি) ৮৯-১। ফুটপাতের রাজা (রত্না) - শাহাদাৎ হোসেন লিটন - ০২.০১.২০০৪ ৯০-২। প্রেম কেন কাঁদায় (শাহনাজ/ঊর্মি) - শাহাদাৎ হোসেন লিটন - ০২.০১.২০০৪ ৯১-৩। দোস্ত আমার (ময়ূরী) - এম এম সরকার - ০৯.০১.২০০৪ ৯২-৪। ওরা লড়াকু (মুনমুন) - আর এন খান - ১৬.০১.২০০৪ ৯৩-৫। যৌথ বাহিনী (ময়ূরী) - শাহিন সুমন - ০২.০২.২০০৪ - ঈদুল আযহা ৯৪-৬। লুটপাট (পপি/সিমলা) - মোহাম্মদ হোসেন - ০২.০২.২০০৪ - ঈদুল আযহা ৯৫-৭। দিওয়ানা মাস্তান (কেয়া) - শাহাদাৎ হোসেন লিটন - ১৯.০৩.২০০৪ ৯৬-৮। অপরাধ দমন (কেয়া) - রাজু চৌধুরী - ১৬.০৪.২০০৪ ৯৭-৯। আজকের চাঁদাবাজ (ময়ূরী) - শরীফ উদ্দিন খান দিপু - ০৭.০৫.২০০৪ ৯৮-১০। এ্যাটাক (পলি) - রাজু চৌধুরী - ২১.০৫.২০০৪ ৯৯-১১। নিষিদ্ধ নারী (মুনমুন/পায়েল) - মোহাম্মদ হোসেন - ২৮.০৫.২০০৪ ১০০-১২। বাঁচাও (মনিকা) - জি এম বাহার - ১১.০৬.২০০৪ ১০১-১৩। মহড়া (ময়ূরী/জুমেলিয়া) - আজিজ আহমদ বাবুল - ২৫.০৬.২০০৪ ১০২-১৪। আগুন জ্বলবেই (ঋতুপর্ণা) - শাহ আলম কিরন - ০২.০৭.২০০৪ ১০৩-১৫। কালো হাত (শানু) - নূর হোসেন বলাই - ০৬.০৮.২০০৪ ১০৪-১৬। জীবনের গ্যারান্টি নাই (শাকিবা) - মনতাজুর রহমান আকবর - ১৭.০৯.২০০৪ ১০৫-১৭। এক লূটেরা (ময়ূরী) - শরীফ উদ্দিন খান - ১৫.১১.২০০৪ - ঈদুল ফিতর ১০৬-১৮। ভন্ড নেতা (শাকিবা) - মনতাজুর রহমান আকবর - ২৪.১২.২০০৪

২০০৫---(১১টি) ১০৭-১। মাস্তান নাম্বার ওয়ান (সাহারা) - শাহাদাত হোসেন লিটন - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১০৮-২। মাঝির ছেলে ব্যারিস্টার (শাকিবা) - এনায়েত করিম - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১০৯-৩। নিষিদ্ধ আখড়া (পলি) - শাহাদাৎ হোসেন লিটন - ১৮.০২.২০০৫ ১১০-৪। ডেঞ্জার সেভেন (পূর্ণিমা) - সাফি ইকবাল - ০৪.০৩.২০০৫ ১১১-৫। বাজার (ময়ূরী) - পল্লী মালেক - ০১.০৪.২০০৫ ১১২-৬। রাস্তা (পলি) - এম এ রহিম - ২৯.০৪.২০০৫ ১১৩-৭। মিশন শান্তিপুর (কেয়া) - শাহীন মাহমুদ ফেরদাউস - ০৮.০৭.২০০৫ ১১৪-৮। ঢাকার কুতুব (নদী) - শেখ দিদার - ০৮.০৭.২০০৫ ১১৫-৯। একশন লেডি (পলি) - মনতাজুর রহমান আকবর - ১২.০৮.২০০৫ ১১৬-১০। নিরাপত্তা চাই (ময়ূরী) - রাজু চৌধুরী - ০৯.১২.২০০৫ ১১৭-১১। ধান্দা (নদী) - শাহিন সুমন - ১৬.১২.২০০৫

২০০৬---(১১টি) ১১৮-১। সিসটেম (পলি) - জিল্লুর রহমান - ১১.০১.২০০৬ - ঈদুল আযহা ১১৯-২। হীরা আমার নাম (ময়ূরী) - শরিফ উদ্দিন খান দিপু - ১১.০১.২০০৬ - ঈদুল আযহা ১২০-৩। টর্চার (ময়ূরী) - অপূর্ব রানা - ১৭.০২.২০০৬ ১২১-৪। কঠিন প্রতিজ্ঞা (পলি) - পল্লী মালেক - ১০.০৩.২০০৬ ১২২-৫। সাত খুন মাফ (মনিকা) - শাফি ইসলাম - ১৯.০৫.২০০৬ ১২৩-৬। মাথা গরম (পলি) - শাহাদাৎ হোসেন লিটন - ০৭.০৭.২০০৬ ১২৪-৭। চোর চোর (নদী) - শাফি ইকবাল - ১৪.০৭.২০০৬ ১২৫-৮। পিতার আসন (অপু বিশ্বাস) - এফ আই মানিক - ২৮.০৭.২০০৬ ১২৬-৯। ভেজাল (পলি) - এফ রহমান - ১৮.০৮.২০০৬ ১২৭-১০। নজর (নদী) - অপূর্ব রানা - ২৫.১০.২০০৬ - ঈদুল ফিতর ১২৮-১১। ওরা নিষিদ্ধ (পলি) - শাহাদাৎ হোসেন লিটন - ২৫.১০.২০০৬ - ঈদুল ফিতর

২০০৭---(১০টি) ১২৯-১। জানোয়ার (পলি) - রাশেদ আলম রানা - ০১.০১.২০০৭ - ঈদুল আযহা ১৩০-২। অন্ধকার জীবন (পপি) - সুকান্ত বিশ্বাস - ১৬.০২.২০০৭ ১৩১-৩। ঘরে দুশমন (সাহারা) - এম এম সরকার - ২৩.০২.২০০৭ ১৩২-৪। জিদ্দী পুলিশ (নদী) - শাহাদাৎ হোসেন লিটন - ০৬.০৪.২০০৭ ১৩৩-৫। বিদ্রোহী রাজা (নেহা/ইরিন) - আনোয়ার চৌধুরী জীবন - ০৬.০৪.২০০৭ ১৩৪-৬। পাকা খেলোয়াড় (পলি) - সামসুল আলম - ১৩.০৪.২০০৭ ১৩৫-৭। স্টেশনের রংবাজ (জুঁই/নিশু) - রকিবুল আলম রকিব - ১১.০৫.২০০৭ ১৩৬-৮। ১০ নং মহাবিপদ সংকেত (পলি) - রাশেদ আলম রানা - ০১.০৬.২০০৭ ১৩৭-৯। মেয়ে অপহরন (নদী/নিপুন) - পি এ কাজল - ২২.০৬.২০০৭ ১৩৮-১০। জীবনের চেয়ে দামী (প্রিয়াংকা) - মোস্তাফিজুর রহমান বাবু - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা

২০০৮---(৯টি) ১৩৯-১। ভয়ংকর হামলা (পলি) - মোস্তাফিজুর রহমান বাবু - ২৫.০১.২০০৮ ১৪০-২। বধূ বরণ (মৌসুমী) - নজরুল ইসলাম খান - ০২.০৫.২০০৮ ১৪১-৩। জাদরেল সন্তান (নদী) - নীলু শিমুল - ৩০.০৫.২০০৮ ১৪২-৪। নীতিবান অফিসার (নদী) - শাহাদাৎ হোসেন লিটন - ১১.০৭.২০০৮ ১৪৩-৫। বড় ভাই জিন্দাবাদ (নদী) - সাফি ইকবাল - ৩১.১০.২০০৮ ১৪৪-৬। চাকরের প্রেম (অহনা) - রকিবুল আলম রকিব - ০৭.১১.২০০৮ ১৪৫-৭। অবাধ্য সন্তান (সাদিয়া) - রকিবুল আলম রকিব - ১৪.১১.২০০৮ ১৪৬-৮। জমিদার বাড়ির মেয়ে (নিপুন) - আজিজুর রহমান - ০৯.১২.২০০৮ - ঈদুল আযহা ১৪৭-৯। সমাধি (শাবনূর) - শাহিন সুমন - ০৯.১২.২০০৮ - ঈদুল আযহা

২০০৯---(৮টি) ১৪৮-১। ভুল সবই ভুল (পূর্ণিমা) - মঈন বিশ্বাস - ১৬.০১.২০০৯ ১৪৯-২। বোনের জন্য যুদ্ধ (নিপুন) - স্বপন চৌধুরী - ২০.১২.২০০৯ ১৫০-৩। শুভ বিবাহ (ক্যামিও) - দেবাশীষ বিশ্বাস - ১৭.০৪.২০০৯ ১৫১-৪। বাবা ঠাকুর (নিপুন) - অপূর্ব রানা - ২৪.০৪.২০০৯ ১৫২-৫। পৃথিবী টাকার গোলাম (অপু বিশ্বাস) - জয়নাল আবেদীন - ২২.০৫.২০০৯ ১৫৩-৬। ঠেকাও আন্দোলন (নিপুন) - রাজু চৌধুরী - ১২.০৬.২০০৯ ১৫৪-৭। মা বড় না বউ বড় (নিপুন) - শেখ নজরুল ইসলাম - ২৬.০৬.২০০৯ ১৫৫-৮। মৃত্যুর ফাঁদে (নদী) - আনোয়ার চৌধুরী জীবন - ৩০.১০.২০০৯

২০১০---(৪টি) ১৫৬-১। মায়ের চোখ (পূর্ণিমা) - মনতাজুর রহমান আকবর - ০৭.০৫.২০১০ ১৫৭-২। তুমি ছাড়া বাঁচি না (সানাই) - মোস্তাফিজুর রহমান বাবু - ২১.০৫.২০১০ ১৫৮-৩। আমার স্বপ্ন আমার সংসার (পূর্ণিমা) - এফ আই মানিক - ০২.০৭.২০১০ ১৫৯-৪। স্বামী আমার বেহেশত (পপি) - মোস্তাফিজুর রহমান বাবু - ০১.১০.২০১০

২০১১---(৩টি) ১৬০-১। পাপের প্রায়শ্চিত্ত (নদী) - এম এস সরকার - ২১.০১.২০১১ ১৬১-২। গরিবের মন অনেক বড় (পূর্ণিমা/নিপুন/সানাই) - মোহাম্মদ আসলাম - ০৩.০৬.২০১১ ১৬২-৩। সাথী হারা নাগিন (সাহারা) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৯.১২.২০১১

২০১২---(৩টি) ১৬৩-১। ও আমার দেশের মাটি (নূনা আফরোজ/তমা মির্জা) - অনন্ত হীরা - ০১.০৬.২০১২ ১৬৪-২। স্বামীভাগ্য (রোমানা) - এফ আই মানিক - ২৭.১০.২০১২ - ঈদুল আযহা ১৬৫-৩। নাইওরি (ছোয়া) - মোহাম্মদ আমিন - ২৮.১২.২০১২

২০১৪---(৩টি) ১৬৬-১। লোভে পাপ পাপে মৃত্যু (পূর্ণিমা) - সোহানুর রহমান সোহান - ১৪.০২.২০১৪ ১৬৭-২। কাছের শত্রু (নিপুন) - এম এ আওয়াল - ২৩.০৫.২০১৪ ১৬৮-৩। ক্ষোভ (নদী) - শাহাদাৎ হোসেন লিটন - ১৯.০৯.২০১৪

২০১৬---(১টি) ১৬৯। এক জবানের জমিদার হেরে গেলেন এইবার (সামিয়া) - উত্তম আকাশ - ২৬.০৮.২০১৬

২০১৮---(২টি) ১৭০। অবতার (ক্যামিও) - মাহমুদ হাসান সিকদার - ১৩.০৯.২০১৯ ১৭১। ফরায়েজী আন্দোলন ১৮৪২ (নওসীন) - ডায়েল রহমান - ২০.১২.২০১৯

টিভি নাটকের তালিকা[সম্পাদনা]

১৯৯৮ সালে টিভি নাটকে অভিনয়ের দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সাল থেকে বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন আমিন খান।

  • মন দরিয়ার মাঝি
  • লাভ স্পিড
  • জামাই ধরা
  • ভূ-চিত্র
  • মন আমার
  • তুমি মানে তোমার চলে যাওয়া
  • ওশেন ব্লু
  • নিষ্কৃতি
  • ডিসকাউন্ট ইমরান
  • সময়ের ভালোবাসা অসময়ে কেনো বাসো

পারিবারিক জীবন[সম্পাদনা]

১৯৯৮ সালে আমিন খান স্নিগ্ধা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তিনি উত্তরায় থাকেন।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]