আমিন খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমিন খান
জন্ম
আমিনুল ইসলাম খান

(1972-12-24) ২৪ ডিসেম্বর ১৯৭২ (বয়স ৫০)
খুলনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯০–বর্তমান
উচ্চতা৬ ফু ০ ইঞ্চি (১.৮৩ মি)
দাম্পত্য সঙ্গীস্নিগ্ধা খান
আত্মীয়অমিত হাসান

আমিনুল ইসলাম খান (জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৭২) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা অন্তর্ভুক্ত মৌতলা ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল নেবো না অশ্রু নেবো, স্বপ্নের নায়ক, বীর সন্তান, বাংলার কমান্ডো, হৃদয় আমার , হীরা চুনি পান্না, পিতার আসন, হৃদয়ের বন্ধন ইত্যাদি। চলচ্চিত্র জীবনে এখন পর্যন্ত তিনি ১৯০ টি এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনয় জীবন[সম্পাদনা]

১৯৯০ সালে আমিন খান এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন এবং নির্বাচিত হন। এরপর অডিশন দিয়ে টেকার পর একজন পরিচালক তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখায়। এই সময়ে আরও তিনটি চলচ্চিত্রের প্রস্তাব আসলেও তিনি সেই পরিচালককে কথা দেওয়ার কারণে বাকি প্রস্তাবগুলো ফিরিয়ে দেন। কিন্তু সেই চলচ্চিত্রটিতে তাকে নেওয়া হয়নি। এরপর তিনি তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, কিন্তু কোনটির কাজ শুরু হয়নি। এই সময় সাংবাদিক আহমেদ কামরুল মিজানের সহযোগিতায় তিনি অবুঝ দুটি মন চলচ্চিত্রে কাজের সুযোগ পান। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত অবুঝ দুটি মন তার প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন। হোসেন পরিচালিত পূর্ববর্তী আজকের হাঙ্গামা চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিল। আমিন খান এই চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন।[১]

তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশাহ সুপারহিট হলে তিনি সকলের নজর কাড়েন।[১] মারপিটধর্মী চলচ্চিত্রে সফল হওয়ায় নির্মাতারা প্রণয়ধর্মী চলচ্চিত্রের পাশাপাশি মারপিটধর্মী চলচ্চিত্রেও তাকে চুক্তিবদ্ধ করাতে থাকেন। ১৯৯০-এর দশকে মাঝামাঝিতে তার অভিনীত হৃদয় আমার, জনম জনম ব্যবসা সফল ও জনপ্রিয় হয়। তিনি সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়ক-এ অভিনয় করে প্রশংসিত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৮/৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম, সাগরিকা, লাভ ইন থাইল্যান্ড চলচ্চিত্রগুলোও জনপ্রিয়তা অর্জন করে। অপরদিকে অ্যাকশন নায়ক হিসেবে বীর সন্তান, বাংলার কমান্ডো, শয়তান মানুষ, জনতার বাদশাহ, বিশ্বনেত্রী চলচ্চিত্রগুলোও তার কর্মজীবনের প্রথম দিকের ব্যবসা সফল ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

২০০০-০৬ সাল আমিন খানের ক্যারিয়ারের অন্যতম সফলতার বছর। এ বছরগুলোতে আমিন খান অভিনীত প্রায় ৯০টি সিনেমা মুক্তি পায়। যার মধ্যে মুখোমুখি, নয়া কসাই, ফুল নেবো না অশ্রু নেবো, টোকাই থেকে হিরো, হীরা চুনি পান্না, জীবনের গ্যারান্টি নাই, মাস্তান নাম্বার ওয়ান, মাঝির ছেলে ব্যারিস্টার, পিতার আসন-সহ অনেক সিনেমা সুপারহিট ব্যবসা সফল হয়।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  • অবুঝ দুটি মন (১৯৯৩)
  • হৃদয় থেকে হৃদয় (১৯৯৪) - জয় চৌধুরী
  • হৃদয় আমার (১৯৯৫) - হৃদয়
  • বাংলার কমান্ডো (১৯৯৫)
  • শয়তান মানুষ (১৯৯৬)
  • আমার মা (১৯৯৭)
  • স্বপ্নের নায়ক (১৯৯৭)
  • কুলি (১৯৯৭)
  • মনের মত মন (১৯৯৮)
  • মৃত্যুর মুখে (১৯৯৮)
  • মনের মত মন (১৯৯৮)
  • রানী কেন ডাকাত (১৯৯৯)
  • কে আমার বাবা (১৯৯৯)
  • মগের মুল্লুক (১৯৯৯)
  • আম্মাজান (১৯৯৯) - মিজান
  • মরণ কামড় (১৯৯৯)
  • রবি মাস্তান (১৯৯৯)
  • রাঙা বউ (১৯৯৯)
  • আজ গায়ে হলুদ (২০০০) - মাসুদ
  • হীরা চুনি পান্না (২০০০)
  • লণ্ড ভণ্ড (২০০০)
  • ফুল নেবো না অশ্রু নেবো (২০০০)
  • কাল্লু মামা (২০০০)
  • ভয়াবহ (২০০০)
  • আমি গুন্ডা আমিই মাস্তান (২০০০)
  • কাটা রাইফেল (২০০০)
  • কঠিন বাস্তব (২০০১)
  • ঠেকাও মাস্তান (২০০১) - দুর্জয়
  • লাল দরিয়া (২০০২) - দরিয়া / শিমুল
  • জগী ঠাকুর (২০০২)
  • ওপেন চ্যালেঞ্জ (২০০২)
  • বিপদজনক (২০০২)
  • বুকের পাটা (২০০২) - বাদশা
  • কাফন ছাড়া দাফন (২০০২)
  • ভয়ংকর পরিণাম (২০০২)
  • উত্তেজিত (২০০২)
  • দাদাগিরি (২০০২)
  • হৃদয়ের বন্ধন (২০০২)
  • রংবাজ ও পুলিশ (২০০৩)
  • স্ত্রী কেন শত্রু (২০০৩)
  • টোকাই থেকে হিরো (২০০৩)
  • গোপন আস্তানা (২০০৩)
  • কেয়ামত (২০০৩)
  • দুর্ধর্ষ খুনী (২০০৩)
  • বিরোধী দল (২০০৩)
  • জীবনের গ্যারান্টি নাই (২০০৪)
  • ভন্ড নেতা (২০০৪)
  • প্রেম কেন কাঁদায় (২০০৪)
  • ফুটপাতের রাজা (২০০৪)
  • দোস্ত আমার (২০০৪)
  • ওরা লড়াকু (২০০৪)
  • যৌথ বাহিনী (২০০৪)
  • লুটপাট (২০০৪)
  • অপরাধ দমন (২০০৪)
  • দিওয়ানা মাস্তানা (২০০৪)
  • মহড়া (২০০৪)
  • আগুন জ্বলবেই (২০০৪)
  • কালো হাত (২০০৪) - মুগ্ধ
  • এক লুটেরা (২০০৪)
  • ভণ্ড নেতা (২০০৪)
  • নিষিদ্ধ নারী (২০০৪)
  • বাঁচাও (২০০৪)
  • রাস্তা (২০০৫)
  • মাস্তান নাম্বার ওয়ান (২০০৫)
  • বাজার (২০০৫)
  • ঢাকার কুতুব (২০০৫) - রবি
  • হীরা আমার নাম (২০০৫)
  • নিরাপত্তা চাই (২০০৫)
  • অ্যাকশন লেডি (২০০৫) - ইনস্পেক্টর রানা
  • ধান্ধা (২০০৫)
  • নিষিদ্ধ আখড়া (২০০৫)
  • মিশন শান্তিপুর (২০০৫)
  • ডেনজার সেভেন (২০০৫)
  • পিতার আসন (২০০৬)
  • সিস্টেম (২০০৬)
  • হিরা আমার নাম (২০০৬)
  • টর্চার (২০০৬)
  • কঠিন প্রতিজ্ঞা (২০০৬)
  • সাত খুন মাফ (২০০৬)
  • মাথা গরম (২০০৬)
  • চোর চোর (২০০৬)
  • ভেজাল (২০০৬)
  • নজর (২০০৬)
  • ওরা নিষিদ্ধ (২০০৬)
  • মেয়ে অপহরণ (২০০৭)
  • ১০ নম্বর মহাবিপদ সংকেত (২০০৭)
  • ষ্টেশনের রংবাজ (২০০৭)
  • পাকা খেলোয়াড় (২০০৭)
  • বিদ্রোহী রাজা (২০০৭)
  • জিদ্দি পুলিশ (২০০৭)
  • ঘরে দুশমন (২০০৭)
  • অন্ধকার জীবন (২০০৭)
  • জানোয়ার (২০০৭)
  • জীবনের চেয়ে দামী (২০০৭)
  • জমিদার বাড়ীর মেয়ে (২০০৮)
  • বড় ভাই জিন্দাবাদ (২০০৮)
  • সমাধি (২০০৮)
  • বধূবরণ (২০০৮)
  • জাদরেল সন্তান (২০০৮)
  • ভয়ংকর হামলা (২০০৮)
  • নীতিবান অফিসার (২০০৮)
  • চাকরের প্রেম (২০০৮)
  • অবাধ্য সন্তান (২০০৮)
  • বাবা ঠাকুর (২০০৯)
  • মৃত্যুর ফাঁদে (২০০৯)
  • মা বড় না বউ বড় (২০০৯)
  • ঠেকাও আন্দোলন (২০০৯)
  • শুভ বিবাহ (২০০৯)
  • ভুল সবই ভুল (২০০৯)
  • পৃথিবী টাকার গোলাম (২০০৯)
  • বোনের জন্য যুদ্ধ (২০০৯)
  • আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
  • তুমি ছাড়া বাঁচি না (২০১০)
  • মায়ের চোখ (২০১০)
  • স্বামী আমার বেহেশ্‌ত (২০১০)
  • সাথী হারা নাগিন (২০১১)
  • পাপের প্রায়শ্চিত্ত (২০১১)
  • গরিবের মন অনেক বড় (২০১১)
  • স্বামী ভাগ্য (২০১২)
  • নাইওরি (২০১২) - উজ্জ্বল
  • ও আমার দেশের মাটি (২০১২)
  • কাছের শত্রু (২০১৪)
  • ক্ষোভ (২০১৪)
  • লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪)
  • এক জবানের জমিদার হেরে গেলেন এইবার (২০১৬)
  • ফরায়েজী আন্দোলন ১৮৪২ (২০১৯)
  • অবতার (২০১৯) - মুক্ত
  • ডাইরেক্ট অ্যাটাক (২০২২)


  • দুনিয়ার বাদশাহ
  • জনম জনম
  • তোমার আমার প্রেম
  • সাগরিকা
  • লাভ ইন থাইল্যান্ড
  • বীর সন্তান
  • জনতার বাদশা
  • বিশ্বনেত্রী
  • মুখোমুখি
  • নয়া কসাই
  • মাস্তান নাম্বার ওয়ান
  • মাঝির ছেলে ব্যারিস্টার
  • জ্যান্ত কবর
  • তোমার জন্য ভালোবাসা
  • পুলিশ অফিসার
  • স্ত্রীর মর্যাদা
  • স্ত্রী কেন শত্রু
  • দোস্ত আমার
  • বধূবরণ
  • জীবনের চেয়ে দামী
  • জমিদার বাড়ীর মেয়ে
  • সমাধি
  • স্বামী আমার বেহেশত
  • মা বড় না বউ বড়
  • আমার স্বপ্ন আমার সংসার
  • গরীবের মন অনেক বড়
  • ও আমার দেশের মাটি

টিভি নাটকের তালিকা[সম্পাদনা]

১৯৯৮ সালে টিভি নাটকে অভিনয়ের দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সাল থেকে বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন আমিন খান।

  • মন দরিয়ার মাঝি
  • লাভ স্পিড
  • জামাই ধরা
  • ভূ-চিত্র
  • মন আমার
  • তুমি মানে তোমার চলে যাওয়া
  • ওশেন ব্লু
  • নিষ্কৃতি
  • ডিসকাউন্ট ইমরান
  • সময়ের ভালোবাসা অসময়ে কেনো বাসো

পারিবারিক জীবন[সম্পাদনা]

১৯৯৮ সালে আমিন খান স্নিগ্ধা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তিনি উত্তরায় থাকেন।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]