আফজাল শরীফ
আফজাল শরীফ | |
---|---|
জন্ম | ১৯৫৯ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮৪ - বর্তমান |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১০ ও ২০১৮) |
আফজাল শরীফ হলেন একজন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা যিনি কৌতুকাভিনয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ২০১০ সালে নিঃশ্বাস আমার তুমি ও ২০১৮ সালে পবিত্র ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অভিনয় জীবন
[সম্পাদনা]আফজাল ১৯৮৪ সালে ‘আরামবাগ গ্রুপ’ থিয়েটারে মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[১] অভিনেতা আহসানুল হক মিনুর মাধ্যমে তিনি মঞ্চনাটকের সাথে যুক্ত হন।[১] ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টেলিভিশন ধারাবাহিক বহুব্রীহির মাধ্যমে প্রথম ছোট পর্দায় অভিনয় করেন।[২] গৌতম ঘোষ পরিচালিত ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তবে পদ্মা নদীর মাঝি মুক্তির পূর্বে তিনি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দাঙ্গা ফ্যাসাদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবব্ধ হন।[১] ১৯৯৫ সাল পর্যন্ত তিনি নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করেছেন।[২] পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করেন।
তিনি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘মামা-ভাগ্নে’ পর্বে নিয়মিত ভাগ্নে চরিত্রে অভিনয় করেন যাতে মামা চরিত্রে অভিনয় করেন আব্দুল কাদের।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আফজাল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০-এর দশকের মধ্যভাগে তাহমিনা শরীফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১] এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আফজালের পিতার নাম আলিম মিয়া যিনি একজন ডাক্তার ছিলেন।
উল্লেখযোগ্য কর্ম
[সম্পাদনা]মঞ্চনাটক
[সম্পাদনা]- জমিদার দর্পণ
- ক্ষত-বিক্ষত
- সাত ঘাটের কানাকড়ি
- রাক্ষুসী
- মহাপুরুষ
টিভি নাটক
[সম্পাদনা]- বহুব্রীহি
- উন্মেষসহ প্রভৃতি
চলচ্চিত্র সমূহ
[সম্পাদনা]- পদ্মা নদীর মাঝি (১৯৯৩)
- দাঙ্গা ফ্যাসাদ
- আবদার
- শ্বশুরবাড়ি জিন্দাবাদ (২০০১) - তোতা
- ঠেকাও মাস্তান (২০০১)
- চাচ্চু (২০০৬) - পান্নু
- বুক ফাটে তো মুখ ফোটেনা (২০১২) - মাখন মিয়া
- আরো ভালোবাসবো তোমায় (২০১৫) - বেলায়েত
- বাংলার বউ
- নতজানু
- জামাই শ্বশুর (২০০৩) - হোসেন
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা | নিঃশ্বাস আমার তুমি | বিজয়ী | [৩] |
২০১৮ | পবিত্র ভালোবাসা | বিজয়ী | [৪] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "ডাক্তার বাবার অভিনেতা সন্তান আফজাল শরীফ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 943"। দ্য ডেইলি স্টার। ২০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।