আলেকজান্ডার বো
আলেকজান্ডার বো | |
---|---|
![]() | |
জন্ম | আলেকজান্ডার বো ১২ নভেম্বর ১৯৭৩ মুন্সীগঞ্জ, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং বাংলাদেশ জাতীয় কারাতে দলের ও বি এফ ডি সি জাতীয় কারাতে দলের প্রশিক্ষক DPLOMA (USA) (AKF)(BKF) লাইসেন্স প্রাপ্ত। |
কর্মজীবন | ১৯৯৬–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | লম্পট,ম্যাডাম ফুলি, চারিদিকে শত্রু, ক্ষমতা, নির্দেশ, তুই শুধুই আমার, জাত শত্রু, গ্যাংস্টার |
শৈলী | ড্রামা, অ্যাকশন,কারাতে |
পুরস্কার | চলচ্চিত্র ,থিয়েটার এবং জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন |
আলেকজান্ডার বো একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। জন্ম: ১২ নভেম্বর ১৯৭৩; তিনি ১৯৯৬ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নায়ক আলেকজান্ডার বো যাত্রা শুরু করেন।[১] তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল-ম্যাডাম ফুলি, গণধোলাই, আজকের দাপট, হিংস্র থাবা, জুম্মন কসাই, গিরিঙ্গীবাজ, ভন্ড ওঝা, আজকের দাপট, ওরা দালাল, বাঘে বাঘে লড়াই, টর্নেডো কামাল, একশো কোটি টাকা, ৭১-এর গেরিলা।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আলেকজান্ডার বো মুন্সিগন্জ উচ্চ বিদ্যালয় পড়াশোনার সময় কারাতে প্রশিক্ষন শুরু করেন ১৯৯০ সালে চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল এর কাছে। B F D C কারাতে খেলোয়ার হয়ে, বাংলাদেশ জাতীয় জুডো ও কারাতে ফেডারেশন প্রতিযোগীতায় অনেক বার স্বর্ন পদক জয়ীও হন। পাশাপাশি WKF আন্তর্জাতিক কারাতে ফেডারেশন প্রশিক্ষক মোয়াজ্জেম হোসেন সেন্টু মাধ্যমে ভারত,নেপাল,জাপান,কোরিয়া, মালয়শিয়া ও আমেরিকা সহ আন্তর্জাতিক অঙ্গনে কারাতে প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হন। বিভিন্ন প্রতিযোগিতায় ও সেমিনারে টিম লিডার হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন। চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলের ফাইট ডিরেক্টর গ্রুপ দ্যা একশন ওয়ারিয়রসে সহকারী ফাইট ডিরেক্টর হিসাবে যোগ দেন আলেকজান্ডার বো । তার পর প্রখ্যাত পরিচালক,প্রযোজক,অভিনেতা শহিদুল ইসলাম খোকন ১৯৯৬ সালে লম্পট মুভিতে অভিষেক হয় আলেকজান্ডার বো ।এ মুভিতে আরো অভিনয় করেন রুবেল,ফরিদী,শিল্পী,রতন তালুকদার,কোবরা সহ অনেকে । মুভির ব্যবসা সাফল্য পরিচালক শহিদুল ইসলাম খোকন চারিদিকে শত্রু মুভি নির্মাণ করেন। ১৯৯৭ সালে সিনেমা হলে মুক্তির পরে দর্শক,প্রযোজক,সিনেমা পরিদর্শকদের কাছে চাহিদার শির্ষে সর্ব মহলে আলোচনায় মার্শাল আর্ট অ্যাকশন হিরো আলেকজান্ডার বো। পরিচালক শহিদুল ইসলাম খোকন আলেকজান্ডার বো কে প্রধান নায়ক করে বিগ বাজেট মুভি ম্যাডাম ফুলি দর্শকদের উপহার দেন ১৯৯৯ সালে,যা সুপার হিট হয়। ছবিতে সিমলা ও এ ,টি, এম শামসুজ্জামান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।এ ছবিতে অভিনয় করেন ববিতা,ফরিদী,আলেকজান্ডার বো,মিশেলা খলিল উল্লাহ,কোবরা।বর্তমানে আলেকজান্ডার বো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবং ২০১৮ সাল থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের BKF প্রশিক্ষক, বিচারক ও কার্যনির্বাহী সদস্য ।
আলেকজান্ডার বাংলাদেশ জাতীয় কারাতে প্রতিযোগিতায় তিনি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছেন। ১৯৯৭ সালে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছেন। সাউদ কোরিয়া ২০১৭,২০১৮,২০১৯ পদক জয়ী হয়েছিলেন।জাপানে কারাতে সেমিনার ২০১৯ অংশ গ্রহন করেন ।চলচ্চিত্র ক্যারিয়ারে ১৭২ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন আলেকজান্ডার বো। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করছেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৬ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে আলেকজান্ডার বো এর যাত্রা শুরু হয়। মার্শাল আর্ট ও কারাতে ভিত্তিক চলচ্চিত্রের অন্যতম অভিনেতা রুবেলের সহযোগী হিসাবে চলচ্চিত্রে আলেকজান্ডার বো’র আগমন। তৎকালীন সময়ে রুবেল-শহীদুল ইসলাম খোকনের জুটি অত্যন্ত সফল ছিল। এই জুটি ভেঙ্গে যাওয়ার পর খোকন আলেকজান্ডার বোকে নিয়ে ম্যাডাম ফুলি নির্মাণ করেন। আলেকজান্ডার বো অভিনীত ম্যাডাম ফুলি চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলে তিনি অভিনেতা হিসাবে সকলের দৃষ্টি কাড়েন। কারাতে ও মাশাল আর্ট কারাতে ৫ম ড্যান ব্ল্যাক বেল্ট( USA) ( BKF )জয়ী এই অভিনেতা বাংলাদেশী চলচ্চিত্রে ফুটবল ফাইট উপস্থাপন করে বেশ আলোচিত হয়েছিলেন।[২] এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় কারাতে দলের ও বি এফ ডি সি জাতীয় কারাতে দলের প্রশিক্ষক DPLOMA (USA) (AKF)(BKF) হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র, থিয়েটার এবং জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
অন্যান্য কর্ম
[সম্পাদনা]চিত্রনায়ক আলেকজান্ডার বো একজন সফল মার্শাল আর্ট শিল্পী। দেশে মার্শাল আর্টের মাধ্যমে সুনাম অর্জনের পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে মার্শাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন একাধিকবার। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা জাতীয় কারাতে চ্যাম্পিয়ন হয়েছেন, প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ১৯৯৭ নির্বাচিত হয়েছিল। এছাড়া ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন। সাউদ কোরিয়া[৩],জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কারাতে ও মার্শাল আর্ট বিষয়ক প্রতিযোগিতা ও সেমিনারে অংশগ্রহন করেছেন।[৪]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]দায়িত্বপালন কৃত সংগঠন
[সম্পাদনা]- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন
- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি
- বাংলাদেশ ফ্লিম ক্লাব লিমিটেড
- এশিয়ান কারাতে ফেডারেশন
- বাংলাদেশ কারাতে ফেডারেশন
- বিক্রমপুর থিয়েটার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "কোন ধর্মের অনুসারী নায়ক আলেকজান্ডার বো, জানালেন নিজেই"। ঢাকা পোস্ট। ১৭ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "নানা হলেন আলেকজান্ডার বো"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২০।
- ↑ "Bangladesh actor Alexender Bow wins silver in Karate in South Korea"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৯।
- ↑ "যোগ্য অভিভাবকহীন আমাদের চলচ্চিত্র শিল্প : আলেকজান্ডার বো"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে আলেকজান্ডার বো
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আলেকজান্ডার বো (ইংরেজি)