ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু | |
---|---|
![]() ফজলুর রহমান বাবু পুবাইল এ শুটিং এর একটি মুহুর্তে। । | |
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা, কন্ঠশিল্পী |
কর্মজীবন | ১৯৮৩–বর্তমান |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৪ বার) মেরিল-প্রথম আলো পুরস্কার (২ বার) |
ফজলুর রহমান বাবু (জন্ম আগস্ট ২২, ১৯৬০)[১] হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী। তিনি সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত। তিনি শতাধিক বাংলাদেশি টেলিভিশন নাটক, তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি নাট্যধর্মী শঙ্খনাদ (২০০৪), মেয়েটি এখন কোথায় যাবে (২০১৬) ও ফাগুন হাওয়ায় (২০১৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এবং গহীন বালুচর (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র সমূহ হল দারুচিনি দ্বীপ (২০০৭), মনপুরা (২০০৯), অজ্ঞাতনামা (২০১৬), এবং হালদা (২০১৭)।[২][৩][৪][৫]
শৈশব[সম্পাদনা]
তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ওখানে তার শৈশবের বেশিরভাগ সময় কাটান। তার বাবার কর্মস্থল পরিবর্তনের ফলে তারা সেখান থেকে চলে আসেন।
কর্মজীবন[সম্পাদনা]
মঞ্চনাটক এবং ব্যাংকে কর্মজীবন (১৯৭৮-১৯৮৯)[সম্পাদনা]
তিনি ১৯৭৮ সালে ফরিদপুরে "বৈশাখী নাট্য গোষ্ঠিতে" যোগদানের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু করেন। একই বছর, বাবু প্রথমবারের মত জাতীয় নাট্য উৎসবে অভিনয় পরিবেশন করে। এরমধ্যে, তিনি ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্মস্থল ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকায় চলে আসার পর তিনি মামুনুর রশীদের "আরণ্যক নাট্যদল" মঞ্চ দলে যোগ দেন। মঞ্চে তার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটক হল, নঙ্কার পালা, পাথার এবং ময়ূর সিংহাসন।
টেলিভিশন (১৯৮৯-১৯৯৯)[সম্পাদনা]
তিনি ১৯৯১ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন সোপ অপেরা হল মৃত্যুক্ষুধা।[৬] এটি কাজী নজরুল ইসলামের রচিত মৃত্যুক্ষুধা অবলম্বনে নির্মিত এবং পরিচালনা করেছেন আবু জাফর সিদ্দিকী। এই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হয়। যাই হোক, মামুনুর রশীদের ইতিকথা (১৯৯১) টেলিভিশন নাটকে তিনি পরান মাঝির চরিত্রে অভিনয় করেন। এর ফলে, তিনি সুন্দরী ও দানব নাটকেও অভিনয়ের সুযোগ পান। বাবু তার হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্যে বিখ্যাত কিন্তু তার দানব এবং জয় জয়ন্তীর মত মঞ্চ নাটকে তিনি গম্ভীর চরিত্রে অভিনয় করেন।
টেলিভিশনে সাফল্য ও চলচ্চিত্রে আগমন (২০০০-২০১০)[সম্পাদনা]
বাবু ২০০০ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে টেলিভিশন এবং থিয়েটারে কাজ করে গেছেন, কিন্তু তিনি থিয়েটার অভিনয় ছেড়ে দেন যখন তার টেলিভিশনের কাজে মাসে পঁচিশ দিন তিনি ব্যস্ত থাকছেন। ২০০০ এবং ২০০১ সালের মধ্যবর্তী সময়ে বাবু প্রথম আব্দুল্লাহ আল মামুনের সাথে কাজ করেন, মঞ্চ নাটক বিহঙ্গ নাটকে। এছাড়া বাবু তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ (২০০৭) চলচ্চিত্রে অভিনয় করেন। এই সিনেমার গল্পকার, সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার হলেন হুমায়ূন আহমেদ।
সঙ্গীত[সম্পাদনা]
বাবু মনপুরা সিনেমায় দুইটি গান গাওয়ার মাধ্যমে সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।[৭] বাবু তার প্রথম একক সঙ্গীত অ্যালবাম ইন্দুবালা (২০০৯)। এছাড়া তিনি মিশ্র সঙ্গীত অ্যালবাম মনচোর (২০০৮) এর চারটি গানে কণ্ঠ দিয়েছেন।
চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]
নাটক[সম্পাদনা]
- এক্সট্রা আর্টিস্ট (২০২০)[১২]
ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]
বছর | শিরোনাম | ওটিটি | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|---|
২০২০ | বদমাইশ পোলাপাইন | হিরণের বাবা | মারজুক রাসেল, প্রত্তয় হিরণ, মাখনুন সুলতানা মহিমা, রায়হান খান, রাশেদ এমরান, আহসান হাবিব নিলয়, তৌফিকুল হাসান নিহাল, তানজিম হাসান অনিক, তানভীর নিলয়, আয়েশা সালমা মুক্তি, এস এম সামিউল আলম, সাগর হুদা, নিপুন আহমেদ | মাবরুর রশিদ বান্নাহ |
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০০৪ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | শঙ্খনাদ | বিজয়ী | [১৩] |
২০১৬ | মেয়েটি এখন কোথায় যাবে | বিজয়ী | [১৪] | ||
২০১৭ | শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা | গহীন বালুচর | বিজয়ী | [১১] | |
২০১৯ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ফাগুন হাওয়ায় | বিজয়ী | [১৫] | |
মেরিল-প্রথম আলো পুরস্কার | ২০০৩ | শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) | বিজয়ী | [১৬] | |
২০০৮ | শ্রেষ্ঠ টিভি অভিনেতা | দৈনিক তোলপাড় | মনোনীত | ||
২০০৯ | মনোনীত | ||||
শ্রেষ্ঠ টিভি অভিনেতা (সমালোচক) | পাঞ্জাবীওয়ালা | বিজয়ী | [১৭] | ||
২০১৬ | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | অজ্ঞাতনামা | মনোনীত | [১৮] | |
আরটিভি স্টার অ্যাওয়ার্ডস | ২০১৩ | ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেতা - পার্শ্ব চরিত্র | অলসপুর | বিজয়ী | [১৯] |
২০১৯ | ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা | অন্যরকম ভালোবাসা | বিজয়ী | [২০] |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আমাদের বাবু ভাই | আনন্দ বিনোদন | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৫।
- ↑ "তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ফজলুর রহমান বাবুর 'সিতারা'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮।
- ↑ "তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে জাহিদ হাসান-বাবুর ছবি | বিনোদন"। ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮।
- ↑ "Fazlur Rahman Babu's upcoming ventures"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮।
- ↑ "BACHSAS celebrates golden jubilee"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৮।
- ↑ Shazu, Shah Alam (১২ অক্টোবর ২০১২)। "Name and fame In conversation with Fazlur Rahman Babu"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- ↑ Waheed, Karim (August 15, 2008). "Monpura — Rustic Soul Wrapped in Urban Sensitivity". The Daily Star. Accessed December 17, 2009.
- ↑ "'নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০।
- ↑ "DIVERGING PASSIONS BROUGHT TOGETHER"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০।
- ↑ "Student Oscar winner Maksud Hossain competing in Germany"। Dhaka Tribune। ২০১৯-০৩-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১।
- ↑ ক খ "'ইন্দুবালা গানের সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই'"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- ↑ "জনপ্রিয়তায় এক্সট্রা আর্টিস্ট"। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২০।
- ↑ "National Film Awards for the last fours years announced"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ : সেরা ছবি অজ্ঞাতনামা"। দৈনিক কালের কণ্ঠ। ৫ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮।
- ↑ কাদের, মনজুর (৩ ডিসেম্বর ২০২০)। "কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- ↑ Alom, Zahangir (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "সমালোচকদের রায়ে সেরা চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী"। দৈনিক প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- ↑ শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- ↑ "'আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯' পেলেন যারা"। আরটিভি অনলাইন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফজলুর রহমান বাবু (ইংরেজি)
- ১৯৬০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- বাংলাদেশী নাট্য অভিনেতা
- বাংলাদেশী মঞ্চ অভিনেতা
- বাংলাদেশী গায়ক
- বাংলা ভাষার সঙ্গীতশিল্পী
- বাংলাদেশী পুরুষ মডেল
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- মেরিল-প্রথম আলো পুরস্কার বিজয়ী