অমিত হাসান
অমিত হাসান | |
|---|---|
| জন্ম | খন্দকার সাইফুর রহমান ৯ সেপ্টেম্বর ১৯৬৮ টাঙ্গাইল, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| পেশা | অভিনেতা, প্রযোজক |
| কর্মজীবন | ১৯৯০–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | অনন্যা |
| সন্তান | ২ |
| আত্মীয় | আমিন খান (ভায়রা) |
| পুরস্কার | বাচসাস পুরস্কার (১ বার) |
অমিত হাসান (জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৬৮) একজন বাংলাদেশী অভিনেতা ও প্রযোজক। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে।[১] একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। তিনি শতাধিক টিভি নাটকেও অভিনয় করেছেন।[২]
তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।[৩][৪] ২০১৭ সালে পুনরায় নির্বাচন করেন[৫] কিন্তু মিশা-জায়েদ পরিষদের কাছে হেরে যান।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হাসান ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান। তার মায়ের নাম মালিহা রহমান। কলেজে পড়াকালীন তার এক বান্ধবী তার 'অমিত হাসান' নাম দেন।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮৬ সালে 'নতুন মুখের সন্ধানে' প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র চেতনা। ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের জ্যোতি চলচ্চিত্রে। এই দশকে তিনি শেষ ঠিকানা, জিদ্দী, আবিদ হাসান বাদলের বিদ্রোহী প্রেমিক (১৯৯৬) ও তুমি শুধু তুমি (১৯৯৭), রাজ্জাকের বাবা কেন চাকর (১৯৯৭), শিল্পী চক্রবর্তীর রঙিন উজান ভাটি (১৯৯৭), মোতালেব হোসেনের ভালবাসার ঘর (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করেন।[৬]
২০০৮ সালে হাসান প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। এই সংস্থা থেকে প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর। শাহীন-সুমন পরিচালিত চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তি পায়। এতে তিনি নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেন এবং তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। এছাড়া ছবিতে আরও অভিনয় করেন আলমগীর, ববিতা, মিজু আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।[৭] আলমগীর ও ববিতা এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৮]
২০১২ সালে তিনি শাহীন-সুমন পরিচালিত ভালোবাসার রঙ ছবিতে প্রথমবারের মত খল চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে তুফান চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন।[৯] ২০১৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত ওয়াজেদ আলী সুমনের রক্ত ও শামীম আহমেদ রনির বসগিরি। ২০১৬ সালের শুরুতে মুক্তি পায় শফিক আচার্য্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবিনী। এতে তিনি মায়া চরিত্রে অভিনয় করেন।[১০] এই বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নবাব, বস ২ ও রাজনীতি।[১১] বাবা যাদব পরিচালিত বস ২ ছবিতে তাকে প্রথম কলকাতার অভিনেতা জিতের সাথে অভিনয় করতে দেখা যায়। এই ছবিতে তিনি বাংলাদেশী ব্যবসায়ী প্রিন্স শাহনেওয়াজ চরিত্রে অভিনয় করেন।[১২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]১৯৯০-২০০৪
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ১৯৯০ | চেতনা | ছটকু আহমেদ | অভিষিক্ত চলচ্চিত্র [১] | |
| দাঙ্গা ফ্যাসাদ | চাষী নজরুল ইসলাম | |||
| ১৯৯৬ | প্রেমের সমাধি | আসিফ খান | ইফতেখার জাহান | |
| বিদ্রোহী প্রেমিক | আবিদ হাসান বাদল | |||
| ১৯৯৭ | বাবা কেন চাকর | রাজ্জাক | ||
| তুমি শুধু তুমি | আবিদ হাসান বাদল | |||
| রঙিন উজান ভাটি | শিল্পী চক্রবর্তী | |||
| ১৯৯৮ | ভালবাসার ঘর | মোতালেব হোসেন | ||
| ১৯৯৯ | তোমার জন্য পাগল | ডাক্তার হৃদয় | শিল্পী চক্রবর্তী | |
| ২০০১ | মেঘলা আকাশ | মহি | নারগিস আক্তার | |
| রংবাজ বাদশা | মনতাজুর রহমান আকবর | |||
| জামাই শ্বশুর | মাসুদ খান | দেবাশীষ বিশ্বাস | ||
| ২০০২ | দাদাগিরি | শরীফ উদ্দিন খান দিপু | ||
| আলী বাবা | আবিদ হাসান বাদল | |||
| মেঘলা আকাশ | মহি | নারগিস আক্তার | ||
| শেষ যুদ্ধ | ছটকু আহমেদ | |||
| ২০০৩ | কঠিন সীমার | মিঠুন | মনতাজুর রহমান আকবর | |
| সত্যের বিজয় | সোহানুর রহমান সোহান | |||
| জামাই শ্বশুর | শাহাদাত খান | |||
| জ্বলন্ত বিস্ফোরণ | এ জে রানা | |||
| মানিক বাদশা | এম এ আউয়াল | |||
| আজকের তাজা খবর | এম এ রহিম | |||
| বৌয়ের সম্মান | মনতাজুর রহমান আকবর | |||
| রংবাজ ও পুলিশ | শওকত জামিল | |||
| মাসুদ রানা এখন ঢাকায় | সুজাউর রহমান সুজা | |||
| অস্ত্রধারী | এম এ রহিম | |||
| গ্যাংষ্টার | রাজু চৌধুরী | |||
| ডেয়ারিং | রাজু চৌধুরী | |||
| নূরা পাগলা | এনায়েত করিম | |||
| শত্রুর মোকাবেলা | শরীফ উদ্দিন খান দিপু | |||
| ২০০৪ | বাপ বেটার লড়াই | এফ আই মানিক | ||
| ওরা গাদ্দার | সাজেদুর রহমান সাজু | |||
| ভাড়াটে খুনী | শাহাদাৎ হোসেন লিটন | |||
| কঠিন সিদ্ধান্ত | গাজী জাহাঙ্গীর | |||
| আগুন জ্বলবেই | শাহ আলম কিরণ | |||
| কালো হাত | আকাশ | নূর হোসেন বলাই | ||
| সাবধান সন্ত্রাসী | এম এ রহিম | |||
| যৌথ বাহিনী | শাহীন-সুমন | |||
| টপ ক্রাইম | মনোয়ার খোকন | |||
| এলাকার ত্রাস | সামসুল আলম | |||
| ভাইয়ের শত্রু ভাই | মনতাজুর রহমান আকবর | |||
| স্বৈরাচার | ডেভিড | |||
| তোমার জন্য পাগল | শিল্পী চক্রবর্তী | |||
| কঠিন পুরুষ | শাহাদাৎ হোসেন লিটন | |||
| ঢাকার রানী | সুজাউর রহমান সুজা | |||
| টাফ অপারেশন | শাহেদ চৌধুরী | |||
| আজকের আক্রমণ | এম এ রহিম |
২০০৫-২০১০
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ২০০৫ | ব্যারিকেড | আর এ খান | ||
| জঙ্গল | এম এ রহিম | |||
| দোজখ | দেওয়ান নজরুল | |||
| রিভেঞ্জ | রাজু চৌধুরী | |||
| নাচ রূপসী | দেলোয়ার জাহান ঝন্টু | |||
| সাগরের গর্জন | আবু সাঈদ খান | |||
| রাস্তা | এম এ রহিম | |||
| সদর ঘাটের কুলি | রকিবুল আলম রকিব | |||
| এলাকার বাদশা | এস এম বাবুল | |||
| অর্ডার | রাজু চৌধুরী | |||
| কাউন্টার এ্যাটাক | সামসুল আলম | |||
| নরক | এস আলম সাকী | |||
| নিখোঁজ সংবাদ | শাহীন-সুমন | |||
| লাগাও বাজী | স্বপন চৌধুরী | |||
| বিষাক্ত ছোবল | ইফতেখার জাহান | |||
| ঠ্যাকবাজ | শাহীন-সুমন | |||
| বউ কেন বন্ধক | এ কে সোহেল | |||
| জাল | এম এ রহিম | |||
| লালু কসাই | শাহাদাৎ হোসেন লিটন | |||
| ছোট্ট একটু ভালবাসা | জি সরকার | |||
| নয়া মাস্তান | অপূর্ব, রানা | |||
| ড্যাম কেয়ার | সামসুল আলম | |||
| ২০০৬ | গোপন শত্রু | অপূর্ব, রানা | ||
| অল রাউন্ডার | আজাদ খান | |||
| নিষিদ্ধ যাত্রা | রাজু চৌধুরী | |||
| লাষ্ট বর্ডার | খন্দকার ফিরোজ | |||
| ঘাত সংঘাত | মোতালেব হোসেন | |||
| ধরিয়ে দিন | এ কে এম সেলিম | |||
| ক্ষমতা | এম বি মানিক | |||
| ছিন্ন ভিন্ন | সৈয়দ মাসুম | |||
| খুনী বিল্লা | অপূর্ব, রানা | |||
| সিটি রংবাজ | মাসুম পারভেজ রুবেল | |||
| সর্দার | এ. আর. রহমান | |||
| ২০০৭ | ওসমান | এম বি মানিক | ||
| মা আমার বেহেস্ত | জ্যাম্বস কাজল | |||
| নিষিদ্ধ নেতা | ইকবাল হোসেন হারুন | |||
| দুর্দান্ত | এম বি মানিক | |||
| খুনী চেয়ারম্যান | শাহাদাৎ হোসেন লিটন | |||
| বউয়ের জ্বালা | ফিরোজ খান প্রিন্স | |||
| ডাক্তার বাড়ী | ডাক্তার জহুর আলী | আজিজুর রহমান | ||
| কুখ্যাত নুরু | মনতাজুর রহমান আকবর | |||
| চ্যালেঞ্জের মুখে | এস আলম সাকী | |||
| তেজী মেয়ে | ইকবাল, সাফি উদ্দিন সাফি | |||
| বাদশা ভাই এলএলবি | স্বপন চৌধুরী | |||
| জিদ্দী নারী | রাজু চৌধুরী | |||
| টেনশন | শাহেদ চৌধুরী | |||
| বিয়ের লগন | জি সরকার | |||
| দুই মাস্তান | নাদিম মাহমুদ | |||
| মারদাঙ্গা | অপূর্ব, রানা | |||
| ২০০৮ | তুমি স্বপ্ন তুমি সাধনা | শাহাদাৎ হোসেন লিটন | ||
| সন্তান আমার অহংকার | শাহীন-সুমন | |||
| নাজেহাল | রায়হান মুজিব | |||
| এলাকার রাজা | নাদিম মাহমুদ | |||
| অমর সাথী | সত্য রঞ্জন রোমান্স | |||
| টাকাই যত গণ্ডগোল | গাজী জাহাঙ্গীর | |||
| নীতিবান অফিসার | শাহাদাত হোসেন লিটন | |||
| পাষাণের প্রেম | গাজী মাজহারুল আনোয়ার | |||
| অবাধ্য সন্তান | রকিবুল আলম রকিব | |||
| স্বামী হারা সুন্দরী | মোঃ নাদের খান | |||
| ২০০৯ | ঠেকাও আন্দোলন | রাজু চৌধুরী | ||
| আইনের হাতে গ্রেফতার | রাশেদ আলম রানা | |||
| বাবা ঠাকুর | অপূর্ব, রানা | |||
| চিরদিন আমি তোমার | এফ আই মানিক | |||
| অভিশপ্ত রাত | অপূর্ব, রানা | |||
| ভণ্ড নায়ক | শাহাদাৎ হোসেন লিটন | |||
| ভালবাসা দিবি কিনা বল | উত্তম আকাশ | |||
| বিয়ে বাড়ী | শাহীন-সুমন | |||
| ২০১০ | রক্ত চোষা | নিরু বিশ্বাস |
২০১১-বর্তমান
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ২০১১ | ভাল হতে চাই | শাহেদ চৌধুরী | ||
| টাইগার নাম্বার ওয়ান | শাহীন-সুমন | |||
| নিষিদ্ধ রাস্তা | স্বপন চৌধুরী | |||
| কে আপন কে পর | শাহীন-সুমন | প্রযোজিত প্রথম চলচ্চিত্র[১৩] | ||
| বন্ধু তুমি শত্রু তুমি | রয়েল বাবু | |||
| ২০১২ | ভালোবাসার রঙ | তুফান | শাহীন-সুমন | খল চরিত্রে প্রথম অভিনয় বিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা[৯] |
| সন্তানের মত সন্তান | শাহীন-সুমন | |||
| ২০১৩ | ফুল এন্ড ফাইনাল | বখতিয়ার | মালেক আফসারী | |
| প্রেম প্রেম পাগলামি | সাফি উদ্দিন সাফি | |||
| তবুও ভালোবাসি | লাল | মনতাজুর রহমান আকবর | ||
| অন্যরকম ভালোবাসা | শাহীন-সুমন | |||
| ২০১৪ | হিরো: দ্যা সুপার স্টার | আরমান চৌধুরী/ডলার | বদিউল আলম খোকন | শাকিব খান প্রযোজিত |
| মনের মধ্যে লেখা | মাহমুদ হোসেন মুরাদ | |||
| ফাঁদ - দ্যা ট্র্যাপ | উসমান | শফি উদ্দিন | ||
| দাবাং | হিটলার খান | আজাদ খান | ||
| জিরো থেকে টপ হিরো | শাহীন-সুমন | |||
| ২০১৫ | পদ্ম পাতার জল | রণবীর প্রতাপ | তন্ময় তানসেন | |
| মার্ডার ২ | এম এ রহিম | |||
| অন্তরঙ্গ | চাষী নজরুল ইসলাম | |||
| বোঝেনা সে বোঝেনা | মনতাজুর রহমান আকবর | |||
| অগ্নি ২ | মিঠুন সরকার | ইফতেখার চৌধুরী | ||
| চিনি বিবি | নজরুল ইসলাম বাবু | |||
| এইতো প্রেম | জাভেদ | সোহেল আরমান | মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র | |
| ২০১৬ | রক্ত | ওয়াজেদ আলী সুমন | ||
| শিকারি | জয়দীপ মুখার্জী | |||
| বসগিরি | ডিকে | শামীম আহমেদ রনি | ||
| বায়ান্ন থেকে একাত্তর | দেলোয়ার জাহান ঝন্টু | |||
| ধূমকেতু | শফিক হাসান | |||
| অঙ্গার | নেহাল দত্ত, ওয়াজেদ আলী সুমন | |||
| রাজা ৪২০ | ডিস্কো বাবা | উত্তম আকাশ | ||
| ২০১৭ | রাজনীতি | বুলবুল বিশ্বাস | ||
| রংবাজ | অমিত চৌধুরী | আব্দুল মান্নান | ||
| সত্যিকারের মানুষ | বদরুল আমিন | |||
| মায়াবিনী | মায়া | আকাশ আচার্য্য | [১৪] | |
| দুলাভাই জিন্দাবাদ | মনতাজুর রহমান আকবর | |||
| ক্রাইম রোড | সাইমন তারিক | |||
| নবাব | জয়দীপ মুখার্জী | [১৫] | ||
| সুলতানা বিবিয়ানা | হিমেল আশরাফ | [১৬] | ||
| বস ২ | প্রিন্স শাহনেওয়াজ | বাবা যাদব | [১৭] | |
| ২০১৮ | ক্যাপ্টেন খান | আরকে | ওয়াজেদ আলী সুমন | |
| নায়ক | ইরফান | ইস্পাহানী, আরিফ জাহান | ||
| পোস্টমাস্টার ৭১ | আবির খান, রাশেদ শামীম | [১৮] | ||
| ২০১৯ | পাসওয়ার্ড | মালেক আফসারী | [১৯] | |
| বয়ফ্রেন্ড | উত্তম আকাশ | [২০] | ||
| গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ | মোস্তাফিজুর রহমান বাবু | [২১] | ||
| ভালোবাসা ডট কম | মোহাম্মদ আসলাম | |||
| ডনগিরি | শাহ আলম মন্ডল | [২২] | ||
| ২০২০ | শাহেনশাহ | শামীম আহমেদ রনি | ||
| ২০২১ | রংবাজি - দ্য লাফাঙ্গা | কমল সরকার | ||
| তুমি আছো তুমি নেই | দেলোয়ার জাহান ঝন্টু | [২৩] | ||
| ২০২২ | ও মাই লাভ | আবুল কালাম আজাদ | ||
| বিক্ষোভ | শামীম আহমেদ রনি | |||
| বিদ্রোহী | আসলাম হাওলাদার | শাহীন-সুমন | [২৪] | |
| আসন্ন | অপারেশন জ্যাকপট | আতাউল গনি ওসমানী | রাজিব বিশ্বাস | [১][২৫] |
| বিট্রে | ||||
| যন্ত্রণা |
পুরস্কার
[সম্পাদনা]- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য বাচসাস পুরস্কার - ভালোবাসার রঙ (২০১২)[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 প্রতিবেদক, বিনোদন (১৯ ডিসেম্বর ২০২৩)। "অমিত হাসানের ৩৩ বছরের অভিনয়জীবনে এবারই প্রথম"। দৈনিক প্রথম আলো। ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ Dhakatimes24.com। "পরিচালনায় আসছেন অমিত হাসান"। Dhakatimes News। ১৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "সভাপতি শাকিব খান সাধারণ সম্পাদক অমিত হাসান"। দৈনিক জনকণ্ঠ। ৩১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রহমান, পাভেল (১৭ এপ্রিল ২০১৭)। "শাকিব প্রসঙ্গে বললেন অমিত হাসান"। দ্য রিপোর্ট। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "শিল্পী সমিতির নির্বাচনে আবারো প্রার্থী অমিত হাসান"। দৈনিক ইনকিলাব। ১০ এপ্রিল ২০১৭। ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- 1 2 "শুভ জন্মদিন অমিত হাসান"। প্রিয়.কম। ৯ সেপ্টেম্বর ২০১৩। ১০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "প্রযোজনায় অমিত হাসান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ জানুয়ারি ২০০৮। ১৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার - ২০১১"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৩ মার্চ ২০১৩। ৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- 1 2 3 সিদ্দিকা, মিথি (২৮ ডিসেম্বর ২০১৪)। "বাচসাস চলচ্চিত্র পুরস্কার ২০১৪"। সময়.২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'জানেমান'এ নতুনত্ব নিয়ে আসছি: অমিত হাসান"। দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০১৭। ২৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ঈদের যে তিন ছবিতে অমিত হাসান"। বলিউডলাইফ২৪। ১৪ জুন ২০১৭। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "একই ফ্রেমে অমিত-জিৎ"। দৈনিক জনকণ্ঠ। ২১ ফেব্রুয়ারি ২০১৭। ৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "নতুন ছবিতে শাকিব, নায়িকা পপি"। Bangladesh Journal Online। ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "অমিত হাসানের 'মায়াবিনী'"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০১৬। ১৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ আকবর, জাহিদ (৬ জুলাই ২০১৭)। "দেড়শো টাকার 'নবাব'!"। দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ Hasan, Rakib (৬ মার্চ ২০১৭)। "২৪ মার্চ আসছে 'সুলতানা বিবিয়ানা'"। Protikhon (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ আকবর, জাহিদ (২ জুলাই ২০১৭)। "গল্প না খুঁজে বিনোদনের খোঁজ করতে পারেন"। দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "আজ মুক্তি পেল ফেরদৌস-মৌসুমীর পোস্ট মাস্টার-৭১"। Jugantor (ইংরেজি ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ অনলাইন, চ্যানেল আই (৩০ মে ২০১৯)। "'পাসওয়ার্ড'-এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি: মিশা"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ অনলাইন, চ্যানেল আই (১২ এপ্রিল ২০১৯)। "৯৭ সিনেমা হলে মুক্তি পেল তাসকিন-সৌমীর 'বয়ফ্রেন্ড'"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "এ সপ্তাহের ছবি 'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ'"। Bangla Tribune। ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "আসছে 'ডনগিরি'"। মানবজমিন। ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "নতুন চলচ্চিত্রে অমিত হাসান"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে 'বিদ্রোহী'"। ajkerdarpon.com। ২৭ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৩।
- ↑ "ওসমানী চরিত্রে অমিত হাসান"। সময়নিউজ। ১৮ ডিসেম্বর ২০২৩। ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অমিত হাসান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অমিত হাসান
- রটেন টম্যাটোসে অমিত হাসান (ইংরেজি)