ডনগিরি (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডনগিরি
'ডনগিরি' চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাহ আলম মন্ডল
প্রযোজকশাহ আলম মন্ডল
মনির হোসেন ইলিয়াস
রচয়িতাজোসেফ শতাব্দী
চিত্রনাট্যকারজোসেফ শতাব্দী
কাহিনিকারজোসেফ শতাব্দী
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহকএসএম আজহার
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
এস এস কথাচিত্র ইন্টারন্যাশনাল
পরিবেশকএস এস কথাচিত্র ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ১৮ অক্টোবর ২০১৯ (2019-10-18)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ডনগিরি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি অপরাধ[১]-প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। শাহ আলম মন্ডল পরিচালিত, জোসেফ শতাব্দীর চিত্রনাট্য'র উপর নির্মিত এই চলচ্চিত্রটি এস.এস কথাচিত্র ইন্টারন্যাশনালের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাহ আলম মন্ডল[২] ও মনির হোসেন ইলিয়াস।[৩] কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি। [১][৪] এই চলচ্চিত্রের মাধ্যমে এমিয়া এমি'র 'মূল নায়িকা' হিসেবে অভিষেক ঘটে।[৫][৬] ২০১৬ সালে চলচ্চিত্রটির নির্মাণ ও সম্পাদনা সম্পন্ন হয়। ১৮ অক্টোবর, ২০১৯ তারিখে চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহ সমূহে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর প্রথম দুই সপ্তাহ 'ডনগিরি' উল্লেখযোগ্য দর্শক টেনেছে, তবে সমালোচকদের কাছে ভাল অভ্যর্থনা পায়নি।

কাহিনি[সম্পাদনা]

চলচ্চিত্রে ত্রিভুজ প্রেমের গল্প বলা হয়েছে। নানা-নানি(সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান)-এর মধ্যে তাদের নাতনি (এমিয়া এমি) বড় হয়ে গায়িকা হবে, না নৃত্যশিল্পী হবে-তা নিয়ে দ্বন্দ্ব।[৩] অন্যদিকে পাশা(আলীরাজ) অপরাধ জগতের ডন। পাশার অপরাধী জীবন সহ্য করতে না পেরে পাশার স্ত্রী(অরুণা বিশ্বাস) পাশাকে ছেড়ে যায়। অপরাধ জগতে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পাশা পালক নেন আজাদ(আনিসুর রহমান মিলন)কে। পরিণত আজাদ একজন চাঁদাবাজ ও পেশাদার খুনি, অপরাধ জগৎ নিয়ন্ত্রণের যোগ্যতা সম্পন্ন। সে এক তরুণী(এমি)র প্রেমে পড়ে এবং অপরাধ জগৎ থেকে বেরিয়ে জীবনের নতুন অধ্যায় গড়তে চায়। এমি ভালবাসে বাপ্পিকে। একদিকে অপরাধ জগতের নেতৃত্ব, নিজের অন্ধকার অতীত অপর দিকে ভালবাসা নিয়ে আজাদ এক ধরনের অস্তিত্ব সংকটে পড়েন।[৭]

কুশীলব[সম্পাদনা]

মুখ্য চরিত্র[সম্পাদনা]

ছায়াছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য বাপ্পি চৌধুরী, এমিয়া এমি ও আনিসুর রহমান মিলন ২০১৬ সালে চুক্তিবদ্ধ হন।[৩][৮][৯] এমি নায়িকার ভূমিকায় এবং মিলন আজাদ নামক চরিত্র রূপদান করেছেন। এমিয়া এমি' এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বার 'মূল নায়িকা' হিসেবে অভিনয় করেন।[৫][৬]

পার্শ্ব চরিত্র[সম্পাদনা]

পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান[১০], গুলশান আরা পপি, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রেজাউল[৩][৫], শিবা শানু ও ডিজে সোহেল[৬]। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন খোরশেদ আলম খসরু[১১] ও নবাগত ঐশিক শামীম।[৩]

অন্যান্য কলাকুশলী[সম্পাদনা]

মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব এই ছায়াছবির নৃত্য পরিচালনা করেছেন।[৫] অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু।[১] এসএম আজহার চিত্র গ্রহণ করেছেন। এস এম আবু শহীদ স্থিরচিত্র ধারণ করেছেন। রূপসজ্জা ও অঙ্গসজ্জা করেছেন জামাল, কাজী সেলিম ও নাজিম। ফরিদ শিল্প নির্দেশকের কাজ করেছেন।[১২]

নির্মাণ[সম্পাদনা]

ডনগিরি শাহ আলম মন্ডলের পরিচালিত তৃতীয়, মনির হোসেন ইলিয়াসের প্রথম প্রযোজিত চলচ্চিত্র[৬] এবং চিত্রনাট্যকার হিসেবে জোসেফ শতাব্দীর সর্বশেষ কাজ।[১৩] ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ঢাকার মগবাজারে অবস্থিত[১৪] শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।[৩][১৫] ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ হতে ঢাকার বিভিন্ন স্থানে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয়।[৮][৯] সিংহভাগ 'ইনডোর' চিত্রগ্রহণ মগবাজারের প্রিয়াংকা শুটিং হাউজে ধারণ করা হয়।[১৬] ২০১৬ সালেই এই চলচ্চিত্রের দৃশ্যধারণ সম্পন্ন হয়।[১৭][১৮][১৯] প্রাথমিকভাবে চিত্রনাট্যে এই চলচ্চিত্রের নাম ‘সাদা-কালো প্রেম[৩] রাখা হলেও চলচ্চিত্রটি মুক্তির পূর্বে 'ডনগিরি' নামে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজনা সমিতিতে নিবন্ধন করা হয়[৫]

সঙ্গীত[সম্পাদনা]

ডনগিরি
সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনকচাঁপা, রুপম, লেমিস, জোজো, পুলক অধিকারী, ইমরান মাহমুদুল, সাবরিনা পড়শী, সৈয়দ হাসান ইমাম
কর্তৃক চলচ্চিত্র সঙ্গীত
মুক্তির তারিখ২০১৯
শব্দধারণের সময়২০১৬
ঘরানাচলচ্চিত্র সংগীত
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীলাইভ টেকনোলজিস
প্রযোজকইমন সাহা
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "সাদা কালো প্রেম"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "তোমার মিষ্টি হাসিতে"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "সেলফি"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "এক বরষা বৃষ্টি"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "ডনগিরি"

'ডনগিরি'তে মোট ৬টি গান রয়েছে।[৭] ইমন সাহার সঙ্গীত পরিচালনায় এই চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনকচাঁপা, রুপম, লেমিস, জোজো, পুলক অধিকারী, ইমরান মাহমুদুল, সাবরিনা পড়শী[২০] ও সৈয়দ হাসান ইমাম।[৫] এটা সৈয়দ হাসান ইমামের চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতে প্রথম কণ্ঠদান।[১৬] গীতি রচনা করেছেন কবীর বকুল, গাজী মাজহারুল আনোয়ার ও মনির হোসেন ইলিয়াস[১২][২১]

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."সাদা কালো প্রেম (নীলচে আকাশ, মেলছে ও চোখ)"কবীর বকুলইমন সাহাইমরান মাহমুদুলসাবরিনা পড়শী৪ঃ৩৪
২."সেলফি" ইমন সাহা ৪ঃ২৩
৩."তোমার মিষ্টি হাসিতে, পাগল হয়ে যায় মন"মনির হোসেন ইলিয়াসইমন সাহাকুমার বিশ্বজিৎ ও কনক চাঁপা৪ঃ৪৯
৪."ডনগিরি" ইমন সাহাজোজো৪ঃ২৮
৫."এক বরষা বৃষ্টি" ইমন সাহা ৫ঃ১৩

অবমুক্তি[সম্পাদনা]

  • 'নীলচে আকাশ' গানের গীতিকার ছিলেন কবীর বকুল, গানটি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে ধারণ করা হয়।[১৪] গানটি ১৩ অক্টোবর,২০১৯ তারিখে 'সাদা কালো প্রেম' শিরোনামে ইউটিউবে অবমুক্ত করা হয়।[২২]
  • ১৭ অক্টোবর, ২০১৯ তারিখে 'তোমার মিষ্টি হাসিতে' গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়।[২৩]
  • ২০ অক্টোবর, ২০১৯ তারিখে 'সেলফি' গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়।[২৪]
  • ২১ অক্টোবর, ২০১৯ তারিখে 'এক বরষা বৃষ্টি' গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়।[২৫]
  • ২৬ অক্টোবর, ২০১৯ তারিখে 'ডনগিরি' গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়।[২৬] এই আইটেম গানে কন্ঠ দিয়েছেন জোজো।[৭] গানটি প্রথম ট্রেইলারে কিয়দংশ দেখানো হয়।

প্রচারণা ও মুক্তিলাভ[সম্পাদনা]

  • ডিজিটাল ফরম্যাটে নির্মিত চলচ্চিত্রটি এপ্রিল, ২০১৭-তে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য আবেদন করে।[২৭] ছাড়পত্র পাওয়ার পর বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করলেও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।[২৮][২৯]
  • ২০১৮ সালের ঈদ-উল-আযহায় মুক্তি[৩০][৩১] দেয়ার উদ্দেশ্যে ২৩ অক্টোবর, ২০১৮ তারিখে 'সেন্টু মিউজিক' এবং পরবর্তীতে ৭ অক্টোবর,২০১৯ তারিখে 'লাইভ টেকনোলজিস'-এর ইউটিউব চ্যানেল হতে চলচ্চিত্রটির দুইটি ট্রেইলার মুক্তি পায়।[৩২][৩৩][৩৪] দ্বিতীয় ট্রেইলারে এই ছায়াছবির অ্যাকশন দৃশ্যসমূহকে প্রাধান্য দেয়া হয়েছে।[৩৫]
  • ১৮ অক্টোবর, ২০১৯ তারিখে চলচ্চিত্রটি বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।[৫][১৯][৩৬][৩৭][৩৮][৩৯][৪০] দ্বিতীয় সপ্তাহে আরো ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৪১]

গ্রহণযোগ্যতা ও প্রতিক্রিয়া[সম্পাদনা]

ঈদুল আযহা (আগস্ট,২০১৯) এরপর মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলির মধ্যে 'ডনগিরি' প্রথম পাঁচ দিনে সবচেয়ে বেশি দর্শক টেনেছে।[৪২][৪৩] অক্টোবর, ২০১৯-এ ডনগিরি ছাড়া অন্য চলচ্চিত্র মুক্তি পায়নি, ফলে 'ডনগিরি'র কোন প্রতিদ্বন্দ্বী ছিলনা, তথাপি চলচ্চিত্রটি মুনাফা করতে পারেনি।[৪৪] দর্শকদের মাঝে এই চলচ্চিত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়-

  • বাংলা মুভি ডেটাবেজে ফাহিম মনতাসির এই চলচ্চিত্রকে "টিপিক্যাল, গতানুগতিক ত্রিভুজ প্রেমের গল্প। এর সাথে আন্ডারওয়ার্ল্ডের বিষয়াদি খুবই খাপছাড়াভাবে যুক্ত" মর্মে সমালোচনা করেছেন। তিনি 'ডনগিরি'কে ১/১০ তারকা রেটিং প্রদান করেন[৭]
  • বাংলা প্রতিদিন পত্রিকার ভাষ্য অনুযায়ী- "ডনগিরি ছবিটি অ্যাকশন, রোমান্স কমেডি গতানুগতিক ধারার বাহিরের গল্প। এর সাথে আন্ডারওয়ার্ল্ডের বিষয়াদি আলাদাভাবে নতুন করে ছবির মোড় হয়েছে।তবে ছবির গল্প বলার ধরনের নতুনত্ব অনেকটা চোখে পড়েনি।"[৪৫] ইত্তেফাক পত্রিকার একটি প্রতিবেদনে 'ডনগিরি' সম্পর্কে "ব্যর্থ হয়েছে মানুষকে হলমুখী করতে" মর্মে বিবরণ প্রকাশিত হয়।[৪৬]
  • পরিচালক ছটকু আহমেদ, সামগ্রিকভাবে প্রশংসা করলেও চলচ্চিত্রটির নাম 'সাদা কালো প্রেম' বদলে 'ডনগিরি' রাখার সমালোচনা করেন। তিনি "ছবি নির্মাণের শেষে এসে একটা সুন্দর পারিবারিক ছবির নাম বদলে ডনগিরি রাখতে গিয়ে যেসব মারামারি বা অ্যাকশন লাগাতে হয়েছে তাতেই গল্পের যা ক্ষতি হওয়ার হয়েছে।" মর্মে সমালোচনামূলক মন্তব্য করেন।[৪৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ডনগিরি"DailyInqilabOnline। ২০১৯-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২ 
  2. "'সিনেমায় ঘাম ঝরানো অর্থ লগ্নি করেছি'"Risingbd.com। ২০১৯-১০-১৯। ২০১৯-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১২ 
  3. "মিলন বাপ্পির সঙ্গে এমিয়ার যাত্রা শুরু"প্রথম আলো। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  4. "প্রেক্ষাগৃহে তাদের 'ডনগিরি'"সোনার দেশ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "অবশেষে 'ডনগিরি' আসছে প্রেক্ষাগৃহে"somoynews.tv। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  6. "'সাদা-কালো প্রেম' দুই বছর পর নাম বদলে কেন 'ডনগিরি'?"চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৭-০৫। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  7. "নামে ক্রাইম-অ্যাকশন, ভেতরে অন্য কিছু"বাংলা মুভি ডেটাবেজ। ২০১৯-১০-২০। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১ 
  8. "মিলনের 'সাদা কালো প্রেম'"প্রথম আলো। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  9. "এমীর সাদা কালো প্রেম"jagonews24.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  10. "আসছে 'ডনগিরি': নেগেটিভ চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন"মানবজমিন। ২০১৯-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  11. "'ডন' খোরশেদ আলম খসরু"Risingbd.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  12. "ঈদ-উল-আযহায় মুক্তি পাচ্ছে শাহ আলম মন্ডলের চলচ্চিত্র 'ডনগিরি'"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "বাপ্পীর 'ডনগিরি'"NTV Online। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  14. "শুরু হচ্ছে 'সাদা-কালো প্রেম'"প্রথম আলো। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  15. "'সাদা কালো প্রেম'-এর মহরত"সমকাল। ২০১৬-০২-১৫। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  16. "Sada Kalo Prem | Bangla Movie | News- Jamuna TV" 
  17. "নির্মাণের তিন বছর পর মুক্তি পাচ্ছে বাপ্পির ছবি | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  18. "৩ বছর পর প্রেক্ষাগৃহে আসছে এমির 'ডনগিরি'"Bangladesh Journal Online। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  19. "নির্মাণের তিন বছর পর মুক্তি পাচ্ছে বাপ্পির ছবি | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৩ 
  20. "পড়শির সাদা কালো প্রেম"archive.bbarta24.net। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  21. ""ডনগিরি" ছবিটি আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে - গীতিকার মনির হোসেন"gmnewsbd। ২০১৯-১০-১৬। ২০১৯-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১ 
  22. "Sada Kalo Prem | Video Song | Bappy Chowdhury | Amiya Ami | Dongiri Bangla Movie 2019" 
  23. "Tomar Misty Hasite | Anisur Rahman Milon | Amiya Ami | Bangla New Movie Song 2019" 
  24. "Selfie | Bappy Chowdhury | Amiya Ami | Bangla New Movie Song 2019" 
  25. "Ek Borsha Bristy | Anisur Rahman Milon | Amiya Ami | Bangla New Movie Song 2019" 
  26. "Dongiri Item Song | Anisur Rahman Milon | Amiya Ami | Bangla New Movie Song 2019" 
  27. "সেন্সর বোর্ডে যাচ্ছে 'সাদা কালো প্রেম'"NTV Online। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  28. "ছাড়পত্র পেয়েও দীর্ঘ অপেক্ষা"www.bhorerkagoj.com। ২০১৯-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২ 
  29. "মিলনের ডনগিরি"জনকন্ঠ। ২০১৯-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  30. "চলচ্চিত্রে এ্যামিয়া এমির অভিষেক || The Daily Janakantha"Daily Janakantha। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  31. "কোরবানি ঈদে 'ডনগিরি'"মানবজমিন। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  32. "Dongiri 2018 Bangla Movie Trailer By Bappy & Angora HD" 
  33. "Dongiri Trailer | Bappy Chowdhury | Anisur Rahman Milon | Amia Ami | Bengali Movie 2019" 
  34. "ট্রেইলার অবমুক্ত ডনগিরি"বাংলা প্রতিদিন। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২ 
  35. "অ্যাকশনে ভরপুর 'ডনগিরি'র ট্রেইলার"Sarabangla.net। ২০১৯-১০-০৮। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  36. "প্রেমগুঞ্জন নতুন কিছু নয়"সমকাল। ২০১৯-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০ 
  37. "আগামীকাল মুক্তি পাচ্ছে 'ডনগিরি'"NTV Online। ২০১৯-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  38. "নাম বদলে প্রায় চার বছর পর মুক্তি পেল 'ডনগিরি'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-১৭। ২০২০-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮ 
  39. "অবশেষে প্রেক্ষাগৃহে 'ডনগিরি'"মানবজমিন। ২০১৯-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০ 
  40. "৪১ সিনেমা হলে নতুন নায়িকা নিয়ে দুই নায়কের ডনগিরি"jagonews24.com। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১ 
  41. "'Dongiri' gets huge response"Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০১ 
  42. "'ডনগিরি' দিয়ে সন্তুষ্ট হল মালিকরা"Purboposchim। ২০১৯-১০-২২। ২০১৯-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৩ 
  43. "'ডনগিরি' নিয়ে সন্তুষ্ট হলের মালিকরা"NTV Online। ২০১৯-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৩ 
  44. "বেশির ভাগই লোকসানের ঘরে"প্রথম আলো। ২০১৯-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  45. "টিকিটের টাকা উসুল করার মতো ছবি:ডনগিরি"বাংলা প্রতিদিন। ২০১৯-১০-২০। ২৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭ 
  46. "সঙ্কটের দিনে পাঁচ সিনেমা | বিনোদন"ittefaq। ২০১৯-১০-৩১। ২০১৯-১১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৩ 
  47. "ডনগিরি: ভুল শুধু নামটাই"দৈনিক সমকাল। ২০১৯-১০-৩১। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]