সাদেক বাচ্চু
সাদেক বাচ্চু | |
---|---|
জন্ম | মাহবুব আহমেদ সাদেক ১ জানুয়ারি ১৯৫৫ |
মৃত্যু | ১৪ সেপ্টেম্বর ২০২০ মহাখালী, ঢাকা | (বয়স ৬৫)
মৃত্যুর কারণ | হৃদরোগ, কোভিড-১৯ |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | টি এন্ড টি সরকারি ইউনিভার্সিটি কলেজ |
পেশা | ডাক বিভাগের কর্মকর্তা, অভিনেতা, নাট্য নির্দেশক |
কর্মজীবন | ১৯৮৫-২০২০ |
পরিচিতির কারণ | খল চরিত্রে অভিনয় |
উল্লেখযোগ্য কর্ম | রামের সুমতি, চাঁদনী, একটি সিনেমার গল্প |
আদি নিবাস | চাঁদপুর, বাংলাদেশ |
দাম্পত্য সঙ্গী | শাহনাজ জাহান |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৮) |
মাহবুব আহমেদ সাদেক (১ জানুয়ারি ১৯৫৫ - ১৪ সেপ্টেম্বর ২০২০)[১][২] একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক ও ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি সাদেক বাচ্চু মঞ্চনামে সর্বাধিক পরিচিত।[৩][৪][৫] বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও মঞ্চ, বেতার, টেলিভিশনে অভিনয় করেছেন।[৩] ১৯৮৫ সালে শহিদুল আমিন পরিচালিত রামের সুমতি-তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।[৪][৬] তিনি মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রে সক্রিয় ছিলেন এবং প্রায় ৫০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৪] ২০১৮ সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৩][৭]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সাদেক বাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন।[৪] তার প্রকৃত নাম মাহবুব আহমেদ সাদেক। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের চাঁদপুর জেলায়। তার পিতা ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিন মাস পর তার পিতা মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর ১৫ বছর বয়সে ডাক বিভাগের চাকরিতে যোগদান করেন।[৩] চাকরিরত অবস্থায় তিনি টি এন্ড টি কলেজ হতে স্নাতক সম্পন্ন করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]বাংলাদেশ ডাক বিভাগে চাকুরি (১৯৭০-২০১৩) ও সাহিত্যচর্চা
[সম্পাদনা]১৯৭০ সালে বাংলাদেশ ডাক বিভাগের চাকুরিতে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছর চাকরির পর ২০১৩ সালে ডাক বিভাগের চাকরি হতে অবসর গ্রহণ করেন।[৩] ডাক বিভাগের চাকরি ও অভিনয়ের পাশাপাশি নাটক রচনা করেছেন।[৫] তার রচিত নাটক মুক্তধারা হতে প্রকাশিত হয়েছে।[৪]
অভিনয় জীবন
[সম্পাদনা]অভিষেক, বেতার, মঞ্চ ও টেলিভিশন
[সম্পাদনা]মাহবুব আহমেদ সাদেক ১৯৬৩ বেতারে 'খেলাঘর' নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ১৯৭২-৭৩ সময়ে 'গণনাট্য পরিষদ' নামের একটি থিয়েটারে যুক্ত হন। উন্মোচন ও প্রথম পদক্ষেপ নামের আরো দুটি থিয়েটার দলের হয়ে মঞ্চে অভিনয় করেন।[৪] দলগুলির মধ্যে প্রথম পদক্ষেপ তার নিজের গঠিত দল। ১৯৮৪ সালে 'মতিঝিল থিয়েটার' প্রতিষ্ঠা করেন।[৪] এদলটির হয়ে আমৃত্যু নাটক রচনা, নির্দেশনা ও অভিনয় করছেন। তার রচিত ও নির্দেশিত নাটকগুলির মধ্যে কাফনের পকেট নাই, কুলাঙ্গার ও ক্যাপ উল্লেখযোগ্য।[৫]
১৯৭৪ সালে তিনি টেলিভিশনে অভিষিক্ত হন। বাংলাদেশ টেলিভিশনের তৎকালীন প্রযোজক আব্দুল্লাহ ইউসুফ ইমাম তার মঞ্চ অভিনয় দেখে আকৃষ্ট হন। ইমাম প্রযোজিত ‘প্রথম অঙ্গীকার’ নাটকের মাধ্যমে সাদেক টেলিভিশনে অভিনয় শুরু করেন।[৩] টেলিভিশনে ঝুমকা, পূর্ব রাত্রি পূর্বদিন, সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ, জোনাকী জ্বলে, গ্রন্থিক গণ কহে-এর মত জনপ্রিয় নাটকসহ এক হাজারের বেশি নাটকে অভিনয় করেছেন।[৩][৪][৮] টেলিভিশনে নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন।[৮]
চলচ্চিত্র (১৯৮৫ - ২০২০)
[সম্পাদনা]১৯৮৫ সালে রামের সুমতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন।[৪][৮] তিনি উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করেছন। তার অভিনীত প্রথম দিকের চলচ্চিত্রে তিনি নায়কের ভূমিকায় অভিনয়ে করেন। সুখের সন্ধানে চলচ্চিত্র দিয়ে খল চরিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে খল চরিত্রে অভিনয়ের জন্য অধিক জনপ্রিয় হয়ে ওঠেন। পরিচালক এহতেশাম-এর চাঁদনী চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের জন্য তিনি খ্যাতি অর্জন করেন।[৩] তার মঞ্চনাম 'সাদেক বাচ্চু' এহতেশামের দেয়া। চাঁদনী চলচ্চিত্রে অভিনয়ের সময় এহতেশাম তাকে এই নাম দেন। এরপর থেকে তিনি তার মঞ্চনামে চলচ্চিত্র জগতে পরিচিতি পান।[৪] অভিনয় জীবনের সর্বোচ্চ অর্জন হিসেবে ২০১৮ সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৭]
ব্যক্তিগত জীবন ও মৃত্যু
[সম্পাদনা]সাদেক বাচ্চু শাহনাজ জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।[৪] তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।[৩]
বাচ্চু কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৮৫ | রামের সুমতি | নরেশ | শহিদুল আমিন | প্রথম চলচ্চিত্র |
১৯৯৪ | সুজন সখি | লোকমান | শাহ আলম কিরণ | |
ডিসকো ড্যান্সার | মনতাজুর রহমান আকবর | |||
১৯৯৬ | প্রিয়জন | আরিফ শিকদার | রানা নাসের | |
১৯৯৭ | আনন্দ অশ্রু | শিবলি সাদিক | ||
১৯৯৯ | লাল বাদশা | মালেক আফসারী | ||
কে আমার বাবা | মনতাজুর রহমান আকবর | |||
মরণ কামড় | মালেক আফসারী | |||
২০০১ | বন্ধু যখন শত্রু | ইমরান | আজিজুর রহমান | |
২০০৬ | এ দেশ কার | ওয়াজেদ আলী বাবলু | ||
রণাঙ্গন | এফ আই মানিক | |||
কোটি টাকার কাবিন | এফ আই মানিক | |||
২০০৭ | আমার প্রাণের স্বামী | ছনিয়ার মামা | পি এ কাজল | |
ময়দান | পল্লী মালেক | |||
জমজ | শাহীন-সুমন | |||
জানোয়ার | রাশেদ আলম রানা | |||
১০ নম্বর মহাবিপদ সংকেত | রাশেদ আলম রানা | |||
শান্ত কেন অশান্ত | কমল সরকার | |||
২০০৮ | প্রিয়া আমার প্রিয়া | পুলিশ | বদিউল আলম খোকন | |
বধূবরণ | নজরুল ইসলাম খান | |||
হৃদয় আমার নাম | মনোয়ার খোকন | |||
পিতা মাতার আমানত | এফ আই মানিক | |||
কোটি টাকার ফকির | রাজ্জাক | |||
বিয়ের পস্তাব | এফ আই মানিক | |||
ভয়ংকর হামলা | মোস্তাফিজুর রহমান বাবু | |||
২০০৯ | চিরদিন আমি তোমার | এফ আই মানিক | ||
আইনের হাতে গ্রেফতার | রাশেদ আলম রানা | |||
মায়ের হাতে বেহেস্তের চাবি | এফ আই মানিক | |||
মন বসে না পড়ার টেবিলে | আব্দুল মান্নান | |||
বন্ধু মায়া লাগাইছে | আবু সুফিয়ান | |||
২০১০ | এক জবান | এফ আই মানিক | ||
আমার স্বপ্ন আমার সংসার | এফ আই মানিক | |||
মায়ের চোখ | মনতাজুর রহমান আকবর | |||
বড়লোকের দশ দিন গরীবের এক দিন | কাজী হায়াৎ | |||
অরুণ শান্তি | আনোয়ার সিরাজী | |||
২০১১ | বন্ধু তুমি আমার | নজরুল ইসলাম | ||
আদরের জামাই | আসলাম চৌধুরী | শাহাদাত হোসেন লিটন | ||
গরীবের মন অনেক বড় | মোহাম্মদ আসলাম | |||
একবার বলো ভালবাসি | বদিউল আলম খোকন | |||
বন্ধু তুমি শত্রু তুমি | রয়েল বাবু | |||
২০১২ | বুক ফাটে তো মুখ ফুটে না | আমজাদ খান | বদিউল আলম খোকন | |
জিদ্দি মামা | জাফর | শাহাদাত হোসেন লিটন | ||
দুর্ধর্ষ প্রেমিক | এম বি মানিক | |||
২০১৩ | জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার | এফ আই মানিক | ||
ঢাকা টু বোম্বে | তাজুল | উত্তম আকাশ | ||
জোর করে ভালোবাসা হয় না | আসলাম | শাহাদাত হোসেন লিটন | ||
জীবন নদীর তীরে | মনির হোসেন মিঠু | |||
তোমার মাঝে আমি | শফিকুল ইসলাম সোহেল | |||
ভালোবাসা জিন্দাবাদ | দেবাশীষ বিশ্বাস | |||
২০১৪ | লোভে পাপ পাপে মৃত্যু | সোহানুর রহমান সোহান | ||
স্বপ্ন যে তুই | মনিরুল ইসলাম সোহেল | |||
২০১৫ | রাজাবাবু - দ্য পাওয়ার | আসলাম সওদাগর | বদিউল আলম খোকন | |
মহুয়া সুন্দরী | রওশন আরা নীপা | |||
দুই পৃথিবী | এফ আই মানিক | |||
ভালোবাসা সীমাহীন | শাহ আলম মকুল | |||
লাভার নাম্বার ওয়ান | ফারুক ওমর | |||
কমিশনার | আনোয়ার সিরাজী | |||
লাভ ম্যারেজ | শাহীন-সুমন | |||
আরো ভালোবাসবো তোমায় | নোলকের বাবা | এস এ হক অলিক | ||
ব্ল্যাক মানি | সাফি উদ্দিন সাফি | |||
২০১৬ | ভালোবাসাপুর | এখলাস আবেদীন | ||
বুলেট বাবু | মঈন বিশ্বাস | |||
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ | মাহবুব আহমেদ, আসাদের বাবা | সাফি উদ্দিন সাফি | ||
রাজা ৪২০ | রাণীর বাবা | উত্তম আকাশ | ||
মাটির পরী | সায়মন তারিক | |||
বসগিরি | শামীম আহমেদ রনি | |||
মিয়া বিবি রাজি | শাহীন | |||
এক পৃথিবী প্রেম | এস এ হক অলিক | |||
২০১৭ | ভালোবাসা ১৬ আনা | মনির হোসেন মিঠু | ||
ধ্যাততেরিকি | সালমানের বাবা | শামীম আহমেদ রনি | ||
মার ছক্কা | মঈন বিশ্বাস | |||
মিসড কল | সাফি উদ্দিন সাফি | |||
আপন মানুষ | শাহ আলম মন্ডল | |||
রাজনীতি | চাঁদ সরদার | বুলবুল বিশ্বাস | ||
রংবাজ | চাচ্চু | আব্দুল মান্নান গাজীপুরি - শামীম আহমেদ রনি | ||
অহংকার | শাহাদাত হোসেন লিটন | |||
চল পালাই | দেবাশীষ বিশ্বাস | |||
শূন্য | বন্ধন বিশ্বাস | |||
২০১৮ | পাষাণ | সৈকত নাসির | ||
ক্যাপ্টেন খান | জামাল | ওয়াজেদ আলী সুমন | ||
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া | আকবর | উত্তম আকাশ | ||
প্রেমের কেন ফাঁসি | আবু সুফিয়ান | |||
একটি সিনেমার গল্প | আলমগীর | |||
পলকে পলকে তোমাকে চাই | এস এম শাহনেওয়াজ শানু | |||
আমি নেতা হবো | উত্তম আকাশ | |||
মনে রেখো | লাকীর বাবা | ওয়াজেদ আলী সুমন | ||
২০১৯ | আই অ্যাম রাজ | রাজের বাবা | এম আজাদ | |
ইন্দুবালা | জিতেশ মজুমদার, বাবলার বাবা | জয়নাল আবেদিন জয় সরকার | ||
পদ্মার প্রেম | পদ্মার বাবা | হারুন-উজ-জামান | ||
ডনগিরি | শাহ আলম মন্ডল | |||
প্রেম চোর | উত্তম আকাশ | |||
বেপরোয়া | রাজা চন্দ | |||
২০২০ | শাহেনশাহ | শামীম আহমেদ রনি | ||
বীর | কাজী হায়াৎ | |||
২০২২ | বিদ্রোহী | শাহীন-সুমন | ||
শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ | দেবাশীষ বিশ্বাস | |||
২০২৪ | ময়নার শেষ কথা | বাবু সিদ্দিকী |
স্বীকৃতি, পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৫ | বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | লাভ ম্যারেজ | বিজয়ী | [৯] |
২০১৮ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয় | একটি সিনেমার গল্প | বিজয়ী | [৭] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ"। প্রথম আলো। ২০২০-০৯-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৭।
- ↑ ক খ "মারা গেলেন সাদেক বাচ্চু"। জাগো নিউজ। ২০২০-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "হারিয়ে যাননি সাদেক বাচ্চু"। প্রথম আলো। ২০২০-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ "মাহবুব আহমেদ থেকে সাদেক বাচ্চু হয়ে ওঠার গল্প"। দৈনিক কালের কণ্ঠ। ২২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "দশ বছর পর মঞ্চে নির্দেশনায় সাদেক বাচ্চু"। দৈনিক ইনকিলাব। ২০১৯-০৩-২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১০।
- ↑ "চলচ্চিত্রের সোনালি যুগের সন্ধানে সাদেক বাচ্চু"। দৈনিক যুগান্তর। ১৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-২০১৮" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- ↑ ক খ গ "মডেল হলেন সাদেক বাচ্চু"। দৈনিক নয়া দিগন্ত। ২৫ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "শিল্পীদের পাঁচ বছরের পাওনা মেটাল বাচসাস"। দৈনিক প্রথম আলো। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে সাদেক বাচ্চু
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাদেক বাচ্চু (ইংরেজি)