কালো মেঘের ভেলা (চলচ্চিত্র)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
কালো মেঘের ভেলা | |
---|---|
পরিচালক | মৃত্তিকা গুণ |
প্রযোজক | ইমপ্রেস টেলিফিল্ম |
চিত্রনাট্যকার | ফারুক হোসেন |
শ্রেষ্ঠাংশে | আপন রুনা খান |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২৬ জুলাই ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কালো মেঘের ভেলা হলো একটি বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আপন ও রুনা খান। স্বল্পদৈর্ঘ্য হিসেবে সরকারি অনুদান পেলেও চলচ্চিত্রটি পূর্ণদৈর্ঘ্য হিসেবে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে নির্মলেন্দু গুণের কালো মেঘের ভেলা উপন্যাস অবলম্বনে।
অভিনয়ে[সম্পাদনা]
- আপন - দুখু
- রুনা খান - দুখুর মা
- সুমন বিশ্বাস - দুখুর বাবা
মুক্তি[সম্পাদনা]
চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৬ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১][২][৩][৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "শুক্রবার বড়পর্দায় 'কালো মেঘের ভেলা'"। বাংলা টিভি। ২৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- ↑ "মুক্তি পাচ্ছে রুনা খানের নতুন সিনেমা"। জাগোনিউজ২৪.কম। ২৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯।
- ↑ "মুক্তি পাচ্ছে 'কালো মেঘের ভেলা'"। সমকাল। ২৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯।
- ↑ "কাল 'কালো মেঘের ভেলা'"। আমাদের সময়। ২৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯।