কাঠবিড়ালী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাঠবিড়ালী
পরিচালকনিয়ামুল হাসান মুক্তা
প্রযোজকনিয়ামুল হাসান মুক্তা
রচয়িতানিয়ামুল হাসান মুক্তা
চিত্রনাট্যকারমুহাম্মদ তাসনিমুল হাসান তাজ
কাহিনিকারনিয়ামুল হাসান মুক্তা
শ্রেষ্ঠাংশে
  • অর্চিতা স্পর্শিয়া
  • আসাদুজ্জামান আবীর
  • সাইদ জামান শাওন
  • শিল্পী সরকার অপু
  • একে আজাদ সেতু
  • এমকে সাব্বির রাহমান
  • শাহরিয়ার ফেরদৌস সজীব
  • হিন্দোল রায়
  • তানজিনা রহমান তাসনিম
সুরকার
  • ইউসুফ হাসান অর্ক
  • ইমন চৌধুরী
  • সঙ্গীত পরিচালক
  • ইমন চৌধুরী
চিত্রগ্রাহকআদিত্য মনির
সম্পাদকআশিকুর রহমান সুজন
প্রযোজনা
কোম্পানি
চিলেকোঠা ফিল্মস
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  • ২৭ ডিসেম্বর ২০১৯ (2019-12-27)
(প্রথম প্রদর্শনী)
  • ১৭ জানুয়ারি ২০২০ (2020-01-17)
(দেশব্যাপী মুক্তি)
  • ২৫ জানুয়ারি ২০২০ (2020-01-25)
(সুইজারল্যান্ড)
স্থিতিকাল১১৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাঠবিড়ালী ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়-অপরাধ-রোমাঞ্চধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র[১] নিয়ামুল হাসান মুক্তার কাহিনির ভিত্তিতে[২] চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ তাসনিমুল হাসান তাজ। 'চিলেকোঠা ফিল্মস' এর প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিয়ামুল হাসান মুক্তা নিজেই।[৩] 'কাঠবিড়ালী'তে প্রেম, দাম্পত্য কলহ, একটি হত্যা ও হত্যার রহস্যভেদের গল্প চিত্রিত হয়েছে। কাঠবিড়ালী'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া এবং চলচ্চিত্রে অভিষিক্ত আসাদুজ্জামান আবীর।[৩] পরিচালক হিসেবে এটা নিয়ামুল হাসান মুক্তা'র প্রথম চলচ্চিত্র।[৪][৫] সম্পূর্ণ চলচ্চিত্রটি দুই বছর সময় নিয়ে পাবনার গজারমারায় চিত্রিত হয়েছে।

গজারমারা গ্রামের উম্মুক্ত মাঠে ২৭ ডিসেম্বর, ২০১৯ তারিখে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়, একইদিন ক্ষুদ্র পরিষরে পাবনার 'লাভলী' প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।[৬] ১৭ জানুয়ারি, ২০২০ তারিখে জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় বাংলাদেশের ১৮টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি পুনরায় মুক্তি দেয়া হয়।[৭][৮] চলচ্চিত্রটি পরবর্তীতে বাংলাদেশের বাইরে ও অন্যান্য মাধ্যমে মুক্তি পায়। বৃহৎ পরিষরে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে।[৯][১০][১১] মুক্তির চারমাসের মধ্যে লগ্নিকৃত টাকা ফেরত পায়, ফলে কাঠবিড়ালী 'ব্যবসা সফল চলচ্চিত্র' হিসেবে বিবেচিত।

কুশীলব[সম্পাদনা]

অভিনয়শিল্পী[সম্পাদনা]

এই ছায়াছবির প্রধান দুইটি চরিত্র কলেজ পড়ুয়া কাজল ও হাসু'র ভূমিকায় রয়েছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর।[১২][১৩] প্বার্শ চরিত্র রূপদান করেছেন সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, শাহরিয়ার ফেরদৌস সজীব, হিন্দোল রায়, তানজিনা রহমান তাসনিম, ফকির সাহেব প্রমুখ[২][১৪][১৫] অভিনয়ের জন্য শিল্পী ও কলাকুশলীরা কোন পারিশ্রমিক নেননি।[৫][১৬] চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পীদের ভূমিকা নিম্নরূপ-

  • অর্চিতা স্পর্শিয়া- কাজল
  • আসাদুজ্জামান আবীর - হাসু
  • সাইদ জামান শাওন - আনিস
  • শিল্পী সরকার অপু - কাজলের মা
  • শাহরিয়ার ফেরদৌস সজীব - আসগর
  • হিন্দোল রায় - চেয়ারম্যান, আসগরের বাবা
  • একে আজাদ সেতু - পুলিশ
  • তানজিনা রহমান তাসনিম - আনিসের স্ত্রী
  • ফকির সাহেব- মেলার পল্লী গীতি শিল্পী

অন্যান্য কলাকুশলী[সম্পাদনা]

আদিত্য মনির 'কাঠবিড়ালী'র চিত্র গ্রহণ করেছেন।[৪][১৭] সম্পাদনা করেছেন আশিকুর রহমান সুজন। রংবিন্যাস করেছেন রাশেদুজ্জামান সোহাগ ও লিয়ন রোজারিও। শব্দ গ্রহণ করেছেন রিপন নাথ।[১৮] আদেল ইমাম অনুপ শিল্প নির্দেশনা দিয়েছেন। কে এম কনক এই চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালকের কাজ করেছেন। কল্লোল কবির, কামরুল জিন্নাহ,ও ফ্রাঙ্ক উইলসন তালুকদার এই চলচ্চিত্রের সহকারী পরিচালকের কাজ করেছেন। লোগো ও পোস্টার তৈরী করেছেন লিটন কর।[১৯]

নির্মাণ[সম্পাদনা]

নিয়ামুল মুক্তা এই চলচ্চিত্র নির্মাণের জন্য দুইটি শহরের ও একটি গ্রামীণ প্রেক্ষাপটের গল্প বাছাই করেছিলেন। গল্প তিনটির মধ্যে স্বল্প বাজেটের নির্মাণের উপযোগী গ্রামীণ গল্প নির্বাচন করা হয়।[২০] নিয়ামুল হাসান মুক্তার উপস্থাপিত গ্রামীণ কাহিনি অনুযায়ী মুহাম্মদ তাসনিমুল হাসান তাজ কাঠবিড়ালীচিত্রনাট্য লিখেন।[২] ২০১৬ সালের মধ্যবর্তী সময় চিত্রনাট্যের প্রধান দুই চরিত্র কাজল ও হাসুর জন্য অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীরকে অভিনয়ের জন্য মনোনীত করা হয়।[২০] স্পর্শিয়া ও আবীর, অভিনয়ের পাশাপাশি এই চলচ্চিত্রের সহকারী পরিচালকের কাজ করেছেন।[২১] [টীকা ১] ০২ মার্চ, ২০১৭ হতে চলচ্চিত্রটির চিত্র গ্রহণ শুরু হয়।[২][২২][২৩] সম্পূর্ণ চলচ্চিত্রটি পাবনা জেলাভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে চিত্রায়িত হয়।[১৪] দুই বছর সময় ধরে পাঁচ দফায় চিত্রগ্রহণ করা হয়।[১] মার্চ, ২০১৯-এ ডাবিং এর কাজ সম্পন্ন হয়।[৩]

সঙ্গীত[সম্পাদনা]

কাঠবিড়ালী
শফি মন্ডল, দিলশাদ নাহার কনা, ইমন চৌধুরী, ফকির সাহেব
কর্তৃক চলচ্চিত্র সঙ্গীত
মুক্তির তারিখ২০২০
ঘরানাচলচ্চিত্র সংগীত
দৈর্ঘ্য১০:২৪
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীচিলেকোঠা ফিল্মস, জাজ মাল্টিমিডিয়া, এম রেকর্ডস
প্রযোজকইমন চৌধুরী
ইউসুফ হাসান অর্ক
বহিঃস্থ ভিডিও
video icon ইউটিউবে "সুন্দর কন্যা"
video icon ইউটিউবে "পতি(তোমারে দেখিবো আমি)"
video icon ইউটিউবে "জীবন যায়"

কাঠবিড়ালীতে তিনটি গান রয়েছে।[১৩][২৪] তন্মধ্যে 'তোমারে দেখিবো আমি' গানটি কবি নয়ানচাঁদ ঘোষের 'চন্দ্রাবতী পালা' হতে নেয়া হয়েছে। অপর দুইটি গীতি লিখেছেন সেলিম আল দীন ও আল-আমিন হাসান নির্ঝর। ইউসুফ হাসান অর্কের সুরে এসব গানের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।[১৯] গানগুলিতে কন্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, শফি মন্ডল, দিলশাদ নাহার কনা ও ফকির সাহেব[১][২৫][২৬]

অবমুক্তি[সম্পাদনা]

কাঠবিড়ালী'র সকল গান ছায়াচিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান চিলেকোঠা ফিল্মস, পরিবেশক জাজ মাল্টিমিডিয়া, এম রেকর্ডস ও প্রথম আলো পত্রিকার আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়[৭]-

  • সুন্দর কন্যা গানটি ০৮ জানুয়ারি, ২০২০-এ অবমুক্ত করা হয়।[২৭][২৮][২৯][৩০] এই গান অবমুক্তির মাধ্যমে কাঠবিড়ালী'র সঙ্গীত প্রকাশ শুরু হয়।[২৫][৩১]
  • পতি শিরোনামে নয়ানচাঁদ ঘোষের 'তোমারে দেখিবো আমি' গানটি ১৫ জানুয়ারি, ২০২০ তারিখে অবমুক্ত হয়।[৩২]
  • জীবন যায় গানটি ০৪ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে অবমুক্ত করা হয়।[৩৩]

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."সুন্দর কন্যা"সেলিম আল দীনইউসুফ হাসান অর্ক
ইমন চৌধুরী
শফি মন্ডল০৩:২২
২."পতি" (তোমারে দেখিবো আমি)নয়ানচাঁদ ঘোষইউসুফ হাসান অর্ক
ইমন চৌধুরী
দিলশাদ নাহার কনা
ইমন চৌধুরী
০২:৪২
৩."জীবন যায়"আল-আমিন হাসান নির্ঝরইমন চৌধুরীইমন চৌধুরী০৪:২০
মোট দৈর্ঘ্য:১০:২৪

প্রচারণা ও মুক্তি[সম্পাদনা]

প্রচারণা[সম্পাদনা]

মার্চ, ২০১৯-এ চিলেকোঠা ফিল্মস মুক্তির আগ পর্যন্ত প্রতি শুক্রবার এই চলচ্চিত্রের ফেসবুক পাতায় প্রচারণা চালানোর ঘোষণা দেয়।[৩][১৪] পর্যায়ক্রমে চলচ্চিত্রটির লোগো ও কিছু ছবি প্রকাশ করা হয়।[৪] ১৭ অক্টোবর, ২০১৯-এ চিলেকোঠা ফিল্মস তাদের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে এক মিনিট আঠারো সেকেন্ডের একটি 'টিজার' প্রকাশের মাধ্যমে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে।[২][১৯][২২][২৩] ৯ ডিসেম্বর, ২০১৯-এ চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড হতে বিনা কর্তনে প্রদর্শনের ছাড়পত্র পায়।[১৭][৩৪][৩৫][৩৬] ট্রেইলার ও পোস্টার প্রকাশের পাশাপাশি পত্রপত্রিকা ও গণমাধ্যমে ছবির পরিচালক ও অভিনেতাগণ প্রচারণামূলক সাক্ষাৎকার দেন।[৩৭]

প্রেক্ষাগৃহে মুক্তি ও প্রদর্শনী[সম্পাদনা]

 বাংলাদেশ: চলচ্চিত্রটির পূর্ণ চিত্রগ্রহণ পাবনার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে করা হয়, তাই গজারমারা গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা সরূপ ২৭ ডিসেম্বর, ২০১৯-এ চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী গজারমারায় উম্মুক্ত মাঠে করা হয়।[৩৮][৩৯] একইদিন পাবনার 'লাবণী' প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।[৬] ১৭ জানুয়ারি, ২০২০ সালে চলচ্চিত্রটি বাংলাদেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।[৮][৪০][৪১][৪২][৪৩][৪৪] কয়েকটি প্রেক্ষাগৃহে কাঠবিড়ালীর প্রদর্শনী তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলে।[৪৫] প্রেক্ষাগৃহে মুক্তি ছাড়াও চলচ্চিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত "আমার ভাষার চলচ্চিত্র-১৪২৬" উৎসবে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হয়।[৪৬]

  সুইজারল্যান্ড: ২৫ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি,২০২০ তারিখে চলচ্চিত্রটি সুইজারল্যান্ডের জুরিখের বাংলা স্কুলের হলরুমে দুইটি প্রদর্শনী করা হয়।[১০][৪৭]

অন্যান্য মাধ্যমে[সম্পাদনা]

২৪ এপ্রিল, ২০২০ তারিখে হইচই-এ উম্মুক্ত করার মাধ্যমে প্রথম বারের মত কোন ভিডিও স্ট্রিমিং মাধ্যমে মুক্তি দেয়া হয়।[৪৮][৪৯] ২০২১ সালের ১৮ মে, ঈদুল ফিতরের সপ্তাহে চলচ্চিত্রটি প্রথমবারের মত টেলিভিশন দর্শকদের জন্য চ্যানেল আইয়ের মাধ্যমে উম্মুক্ত করা হয়।[৫০]

মূল্যায়ন[সম্পাদনা]

সেন্সর বোর্ড[সম্পাদনা]

কাঠবিড়ালী মুক্তির পূর্বেই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড-এর সদস্যদের প্রশংসা পায়। সেন্সর বোর্ডের সদস্য নিজামুল কবীর কাঠবিড়ালী সম্পর্কে "ভালো গল্প। ছবিটি দেখতে দর্শকের মোটেও বিরক্তি আসবে না। নির্মাণও চমৎকার। সময়োপযোগী ছবি।" মর্মে মন্তব্য করেন।[৩৬]

সমালোচকদের প্রতিক্রিয়া[সম্পাদনা]

বৃহৎ পরিষরে মুক্তির পর কাঠবিড়ালী সমালোচক ও দর্শকদের ইতিবাচক অভ্যর্থনা পায়। সমালোচকরা সামগ্রিকভাবে কাঠবিড়ালী ছায়াছবির গল্প, অভিনয় শিল্পী নির্বাচন, অভিনয়, সঙ্গীতায়োজন, আবহ সঙ্গীতের ব্যবহার, গ্রামের অকৃত্রিম দৃশায়ন, পরিচালকের কাজের প্রশংসা করেছেন-

সমালোচকদের মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
সমালোচক সূত্র রেটিং
মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউন ৬/১০ তারকা
মাহাবুবুর রহমান সুমন বার্তা২৪.কম ৭/১০ তারকা
ফাহিম মনতাসির বাংলা মুভি ডেটাবেজ ৭.৫/১০ তারকা
রহমান মতি ৮/১০ তারকা
আইএমডিবি[৫১] ৭.৫/১০ তারকা
  • প্রথম আলো পত্রিকায় সমালোচক জিনাত শারমিন এই চলচ্চিত্রকে এক কথায় "প্রথম অর্ধেক নিছক প্রেমের ছবি, বাকিটা ক্রাইম থ্রিলার" হিসেবে উল্লেখ করেছেন। সামগ্রিকভাবে তিনি এই চলচ্চিত্রের চরিত্র গুলির জন্য শিল্পী নির্বাচন, প্রতিটি সঙ্গীত, সঙ্গীতায়জন ও দৃশ্যায়ন, গজারমারা গ্রামের বৈচিত্রময় উপস্থাপন, চিত্রগ্রহণ, পোশাক ও শিল্প নির্দেশনার প্রশংসা করেন।[১]
  • সমালোচক জাহিদ আকবর দ্য ডেইলি স্টার পত্রিকায় নিয়ামুল মুক্তার পরিচালনা সম্পর্কে "কোথাও প্রথম ছবি বানানোর অদক্ষতা চোখে পড়েনি" মর্মে মন্তব্য করেন। তিনি সামগ্রিকভাবে মুখ্য চরিত্রগুলির অভিনয়, আবহ সঙ্গীত, গ্রাম বাংলার চিত্রায়নের প্রশংসা করেন।[৯]
  • বার্তা২৪.কম-এ মাহাবুবুর রহমান সুমন 'কাঠবিড়ালী'র পরিচালনা সম্পর্কে "সিনেমার নির্মাণ দেখলে মনে হওয়ার উপায় নেই এই সিনেমাটি পরিচালক নিয়ামুল মুক্তার প্রথম সিনেমা। খুব যত্নে আর সময় নিয়ে নির্মিত হয়েছে ‘কাঠবিড়ালী’" মন্তব্য করেন। তিনি তার সমালোচনায় চলচ্চিত্রের গল্প, অভিনয়, গান, আবহ সঙ্গীত, শব্দ ও দৃশ্য সম্পাদনা, প্রস্ফুটন, আলোর ব্যবহার নিয়ে আলোকপাত করেন এবং সামগ্রিকভাবে ৭/১০ তারকা রেটিং করেন।[৫২]
  • কাঠবিড়ালী নিয়ে বাংলা মুভি ডেটাবেজ-এ দুইটি ভিন্ন সমালোচনা প্রকাশিত হয়। একটি সমালোচনায় ফাহিম মনতাসির এই ছায়াচিত্রের গল্প সম্পর্কে লিখেছেন- "খুবই ভালো গল্পের একটি ছবি, যার শুরুটা সাদামাটা হলেও ধীরেধীরে শক্তপোক্ত হয়েছে।" তিনি ৭.৫/১০ তারকা রেটিং প্রদান করেন। অপর সমালোচনায় রহমান মতি এই ছবিকে '২০২০ সালের প্রথম মানসম্মত সুনির্মিত ছবি' আখ্যা দেন। তিনি ৮/১০ তারকা রেটিং প্রদান করেন।[৫৩][৫৪]
  • বাংলা ট্রিবিউনে মাহফুজুর রহমান তার সমালোচনায় মন্তব্য করেন- "‘কাঠবিড়ালী’র গল্প শেষদিকে দর্শকদের একটা ধাক্কা দিতে সক্ষম হয়। এই ধাক্কাটা না থাকলে দর্শকরা অতৃপ্ত হয়েই থিয়েটার ছাড়তেন"। ছায়াচিত্রটি এই সমালোচকের কাছ থেকে ৬/১০ তারকা রেটিং অর্জন করে।[৩৪]
  • প্রথম আলো-তে নির্মাতা আবু শাহেদ ইমন তার সমালোচনায় কাঠবিড়ালীকে এক কথায় ‘আধুনিক গ্রামে সম্পর্কের ট্র্যাজেডি’ অবহিত করেন। তার মতে "সম্ভাবনার বিচারে কাঠবিড়ালী সমালোচক গুণমান ও বাণিজ্যিক—এই দুই উপাদানেই নির্মিত"। তিনি সামগ্রিকভাবে কুশীলবদের অভিনয়, সঙ্গীতায়জন, শব্দগ্রহণ, চিত্রগ্রহণ, রংবিন্যাস, চিত্রনাট্য ও সংলাপ, সম্পাদনা ও সর্বপোরি চিত্র পরিচালনার প্রশংসা করেন।[১৮]

বক্স অফিস[সম্পাদনা]

জানুয়ারি,২০২০-এ বৃহৎ কলেবরেকাঠবিড়ালী মুক্তি দেয়ার চারমাসের মধ্যে চলচ্চিত্রটিতে লগ্নিকৃত টাকা উঠে আসে। চলচ্চিত্রটি 'ব্যবসা সফল চলচ্চিত্র' হিসেবে বিবেচিত।[৫৫]

টীকা[সম্পাদনা]

  1. চলচ্চিত্রে অভিনয়ের সময় আসাদুজ্জামান আবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন।[১৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অর্ধেক নিছক প্রেমের, বাকিটা..."প্রথম আলো। ২০২০-০১-১৯। ২০২০-০১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  2. "এসেছে টিজার, ডিসেম্বরে আসছে 'কাঠবিড়ালী'"বাংলা ট্রিবিউন। ২০১৯-১০-২১। ২০১৯-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  3. "স্পর্শীয়ার স্বপ্নের ছবি 'কাঠবিড়ালী'"এনটিভি অনলাইন। ২০১৯-০৩-১৬। ২০১৯-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  4. "মুক্তির অপেক্ষায় স্পর্শিয়ার প্রথম ছবি 'কাঠবিড়ালী'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৩-১৫। ২০২১-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  5. "আসছে স্পর্শিয়ার কাঠবিড়ালী ..."বণিক বার্তা। ২০১৯-১০-১১। ২০১৯-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  6. "গজারমারা গ্রামে 'কাঠবিড়ালি'"প্রথম আলো। ২০১৯-১২-২৮। ২০১৯-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯ 
  7. "'ঘেটুপুত্র কমলা'র পর 'কাঠবিড়ালী'তে শফি মণ্ডলের গান"প্রথম আলো। ২০২০-০১-১২। ২০২০-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩ 
  8. "১৮ সিনেমা হলে স্পর্শিয়া-আবীরের 'কাঠবিড়ালী'"জাগো নিউজ। ২০২০-০১-১৬। ২০২০-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ 
  9. "কাঠবিড়ালীর ঘরে থ্রিলারের প্রবেশ"দ্য ডেইলি স্টার। ২০২০-০১-১৮। ২০২০-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  10. "দেশে প্রশংসিত, সুইজারল্যান্ডে যাচ্ছে 'কাঠবিড়ালী'"এনটিভি অনলাইন। ২০২০-০১-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০১-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "মুক্তির দিনেই প্রশংসিত 'কাঠবিড়ালী'"চ্যানেল আই অনলাইন। ২০২০-০১-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "ছবিতে অভিনয়ের বাইরে অন্য কিছু করার সময় নেই"যুগান্তর। ২০১৯-১০-১৪। ২০১৯-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  13. "'সুন্দরী কন্যা' স্পর্শিয়া"দৈনিক জনকন্ঠ। ২০২০-০১-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "দুই বছর পর সামনে এল যে সিনেমা"প্রথম আলো। ২০১৯-০৩-১১। ২০১৯-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  15. "বন্ধুর বাঁশি"সমকাল। ২০১৯-০৩-০৫। ৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  16. "'কাঠবিড়ালি' চলচ্চিত্রের পারিশ্রমিক কেউ নেয়নি"প্রথম আলো। ২০১৯-১০-২৭। ২০১৯-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭ 
  17. "বছরের শেষ সিনেমা স্পর্শিয়ার 'কাঠবিড়ালী'"ইত্তেফাক। ২০১৯-১২-১৩। ২০১৯-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৩ 
  18. "কাঠবিড়ালী 'আধুনিক গ্রামে সম্পর্কের ট্র্যাজেডি'"প্রথম আলো। ২০২০-০১-৩০। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২ 
  19. "KATHBIRALI : Official Teaser | Niamul Mukta | Orchita Sporshia, Asaduzzaman Abir, Sayed Zaman Shawon" 
  20. "শুরুতেই বাজিমাত"কালের কণ্ঠ। ২০২০-০১-২৩। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  21. "'কচ্ছপ' বা 'কাঠবিড়ালি' অর্চিতা স্পর্শিয়ার গল্প"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  22. "প্রশংসায় ভাসছে স্পর্শীয়ার 'কাঠবিড়ালী'"এনটিভি অনলাইন। ২০১৯-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  23. "'কাঠবিড়ালী'র টিজার এল"সমকাল। ২০১৯-১০-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২ 
  24. "এলো 'কাঠবিড়ালি'র প্রথম গান 'সুন্দরী কন্যা'"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২০২০-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৯ 
  25. "ঘেটুপূত্র কমলার পর কাঠবিড়ালীতে শফি মন্ডলের গান"সমকাল। ২০২০-০১-০৭। ২০২২-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৭ 
  26. "ইমনের সঙ্গে কনা"সমকাল। ২০১৯-১২-২৬। ২০১৯-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৬ 
  27. "Sundor Konna | KATHBIRALI | Shafi Mandal | Orchita Sporshia | Asaduzzaman Abir"চিলেকোঠা ফিল্মস। ২০২০-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৭ইউটিউব-এর মাধ্যমে। 
  28. "Sundor Konna Video Song |Kathbirali | Shafi Mandal | Orchita Sporshia | Asaduzzaman Abir | Jaaz 2020"জাজ মাল্টিমিডিয়া। ২০২০-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৭ইউটিউব-এর মাধ্যমে। 
  29. "Sundor Konna | KATHBIRALI | Shafi Mandal | Sporshia | Abir | Emon Chowdhury | Niamul Mukta"এম রেকর্ডস। ২০২০-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৭ইউটিউব-এর মাধ্যমে। 
  30. "Sundor Konna Song | Kathbirali | Shafi Mandal | Orchita Sporshia | Asaduzzaman Abir"প্রথম আলো। ২০২০-০১-১২। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩ইউটিউব-এর মাধ্যমে। 
  31. "সেলিম আল দীনের 'সুন্দর কন্যা' স্পর্শিয়া!"চ্যানেল আই অনলাইন। ২০২০-০১-০৮। ২০২১-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮ 
  32. "Poti KATHBIRALI Emon Chowdhury Kona Orchita Sporshia Asaduzzaman Abir Niamul Mukta"চিলেকোঠা ফিল্মস। ২০২০-০১-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৫ইউটিউব-এর মাধ্যমে। 
  33. "Jibon Zay | KATHBIRALI | Emon Chowdhury | Orchita Sporshia | Asaduzzaman Abir | Niamul Mukta"চিলেকোঠা ফিল্মস। ২০২০-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ইউটিউব-এর মাধ্যমে। 
  34. "কাঠবিড়ালী: ছবিটির নাম হতে পারতো 'কাঠঠোকরা'"বাংলা ট্রিবিউন। ২০২০-০১-২৫। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  35. "একা থাকবেন স্পর্শিয়া"প্রথম আলো। ২০১৯-১২-১২। ২০১৯-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১২ 
  36. "'কাঠবিড়ালি'র জন্য কোনো কাটছাঁট 'না'"প্রথম আলো। ২০১৯-১২-১৩। ২০১৯-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৩ 
  37. "দর্শকের ভালোবাসাই হবে আমার পারিশ্রমিক"প্রথম আলো। ২০২০-০১-১৮। ২০২০-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 
  38. "প্রত্যন্ত গ্রামে ছবির প্রিমিয়ার!"Sarabangla.net। ২০১৯-১২-২৬। ২০১৯-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৬ 
  39. "যে গ্রামে শুটিং, সেখানেই হলো 'কাঠবিড়ালী'র প্রিমিয়ার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৯-১২-২৮। ২০১৯-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯ 
  40. "অবশেষে 'কাঠবিড়ালী' মুক্ত হচ্ছে ২৭ ডিসেম্বর"বাংলা ট্রিবিউন। ২০১৯-১২-১২। ২০১৯-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৪ 
  41. "চলতি মাসেই মুক্তি পাচ্ছে স্পর্শিয়ার কাঠবিড়ালী"যুগান্তর। ২০১৯-১২-১৩। ২০১৯-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৪ 
  42. "কাল 'কাঠবিড়ালী' ও 'মায়া: দ্য লস্ট মাদার'"প্রথম আলো। ২০১৯-১২-২৬। ২০১৯-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৬ 
  43. "শুক্রবার বড় পরিসরে প্রেক্ষাগৃহে 'কাঠবিড়ালী'"চ্যানেল আই অনলাইন। ২০২০-০১-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  44. "সিনেমা হলে 'কাঠবিড়ালী'"প্রথম আলো। ২০২০-০১-১৭। ২০২০-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  45. "'কাঠবিড়ালী'র তৃতীয় সপ্তাহ"NTV Online। ২০২০-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  46. "টিএসসি প্রাঙ্গণে ‌'কাঠবিড়ালী'"বাংলা ট্রিবিউন। ২০২০-০২-০৮। ২০২০-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৯ 
  47. "সুইজারল্যান্ডে মুক্তি পাচ্ছে 'কাঠবিড়ালী'"বাংলানিউজ২৪.কম। ২০২০-০১-১৮। ২০২০-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২০ 
  48. "Kathbirali becomes the first film to get world premiere on Hoichoi"ঢাকা ট্রিবিউন। ২০২০-০৪-২৪। ২০২১-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫ 
  49. "স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্যটা বোঝা খুব কঠিন"Hoichoi Bangladesh। ২০২০-০৪-২৪। ২০২০-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫টুইটার-এর মাধ্যমে। 
  50. "আজ প্রথমবার ছোট পর্দায় 'কাঠবিড়ালী'"প্রথম আলো। ২০২১-০৫-১৮। ২০২১-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৮ 
  51. "Kathbirali (2019) - IMDb User Ratings"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৫ 
  52. "পরকীয়া প্রেমের করুণ গল্পের সিনেমা 'কাঠবিড়ালী'"Barta24। ২০২০-০১-২১। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  53. "রোমান্টিকতা ও টুইস্ট মিলে দুর্দান্ত 'কাঠবিড়ালী'"বাংলা মুভি ডেটাবেজ। ২০২০-০১-২২। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 
  54. "রূপসী বাংলার এক 'কাঠবিড়ালী'"বাংলা মুভি ডেটাবেজ। ২০২০-০১-২১। ২০২০-০৯-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 
  55. "কাঠবিড়ালীর বিনিয়োগ ফেরত পেয়েছি: নিয়ামুল মুক্তা"চ্যানেল আই অনলাইন। ২০২০-০৪-২০। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

প্রচারণামূলক সাক্ষাৎকার ও প্রতিবেদন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]