ন ডরাই
অবয়ব
ন ডরাই | |
---|---|
পরিচালক | তানিম রহমান অংশু |
প্রযোজক | মাহবুব রহমান রুহেল |
রচয়িতা | শ্যামল সেনগুপ্ত |
চিত্রনাট্যকার | মাহবুব রহমান রুহেল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | সুমন সরকার |
সম্পাদক | এস এম সরফরাজ তানিম রহমান অংশু |
পরিবেশক | স্টার সিনেপ্লেক্স |
মুক্তি | ২৯ নভেম্বর ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | $১২,৫০,০০ (আনুমানিক) |
ন ডরাই হলো একটি বাংলাদেশি চলচ্চিত্র যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ, চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত, প্রযোজনা করেছেন মাহবুব রহমান রুহেল এবং পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।[১][২][৩][৪] চলচ্চিত্রটি সার্ফিং নিয়ে নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র।
চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়।[৫]
অভিনয়ে
[সম্পাদনা]- সুনেরাহ বিনতে কামাল - আয়েশা
- শরিফুল রাজ - সোহেল
- সাঈদ বাবু - আমির
- জোসেফাইন লিন্ডেগার্ড - এস্তার
- ওয়াসিম সিতার - লিয়াকত
- ঠাকুর প্রসাদ - আদিল
- টমি হিন্ডলি - মার্ক
- লেঙ্কা মারি - আমিরের স্ত্রী
- পেদ্রো প্রিন্সিপে - ক্যামেরাম্যান
- হিন্দোল রায় - সোহেলের বাবা
- নাসির উদ্দিন খান
- এজাজ বারী
- কল্পনা দাস
সঙ্গীত
[সম্পাদনা]মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬][৭] প্রচারণার কৌশল হিসেবে চলচ্চিত্রটি কক্সবাজারের সমুদ্র সৈকতেও প্রদর্শিত হয়।[৮] এছাড়াও ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বাংলাদেশ প্যানারমা' বিভাগে প্রদর্শিত হয়।[৯]
সমালোচনা ও অভ্যর্থনা
[সম্পাদনা]- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ‘সার্ফিং’ নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ন ডরাই-এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।[১০] নোটিশে বলা হয়েছে, এই চলচ্চিত্রে এমন কিছুর বর্ণনা করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে।
- বাংলা মুভি ডেটাবেজে রহমান মতি এই চলচ্চিত্র সম্পর্কে "অভিনয়ের কথা বললে শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল দুজনই ডেডিকেটেড কিন্তু তাদেরকে স্ট্রং ক্যারেক্টরাইজেশনের দিকে নিয়ে যাওয়া হয়নি। সাঈদ বাবু অভিনয়টা করে গেছে কোনো বিশেষত্ব ছাড়া। বিদেশিদের মধ্যে রাজের বিপরীতে থাকা অভিনেত্রীর অভিনয় চলনসই তাছাড়া বাকিরা দুর্বল কারণ তাদের অভিনয় বলে দিয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়নি। অন্যান্য চরিত্রগুলো গুরুত্ব রাখে না। ‘ন ডরাই’ সার্ফিং-কে এগিয়ে নিতে একটা ফিল্ম মুভমেন্ট, এর বেশি কিছু না।" মর্মে মন্তব্য করেছেন। তিনি এই চলচ্চিত্রকে রেটিং প্রদান করেন।[১১]
- বাংলা মুভি ডেটাবেজের আরেকটি সমালোচনায় এমডি রমিজ এই চলচ্চিত্র সম্পর্কে লিখেছেন- "ন ডরাই চমৎকার একটি সিনেমা হয়েছে। আমি যতখানি প্রত্যাশা করেছিলাম প্রাপ্তি তার চেয়ে মোটেও কম হয়নি।" তিনি চিত্রনাট্য বাস্তবসম্মত না হয়ায় সমালোচনা করেন এবং 'ন ডরাই'কে রেটিং প্রদান করেন।[১২]
- বাংলা মুভি ডেটাবেজে ফাহিম মন্তাসির 'ন ডরাই' নিয়ে "একটা সিনেমাকে মাস্টারপিস আখ্যান দেওয়ার জন্য যা যা দরকার ‘ন ডরাই’ তার অলমোষ্ট সবকিছুই ছিল। কিন্তু ছবির চিত্রনাট্য ও এর ধীরগতির উপস্থাপনা একে আর পাঁচ-দশটি সাধারণ সিনেমার কাতারে ফেলে দিলো।" মন্তব্য করেন; তবে চলচ্চিত্রের চিত্রগ্রহণ, অভিনয়কে বিবেচনা করে রেটিং প্রদান করেন।[১৩]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | মাহবুব রহমান | বিজয়ী | [১৪] |
শ্রেষ্ঠ পরিচালক | তানিম রহমান অংশু | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | সুনেরাহ বিনতে কামাল | |||
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | মাহবুব রহমান | |||
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | সুমন সরকার | |||
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | রিপন নাথ | |||
সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | তানিম রহমান অংশু | মনোনীত | |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | শ্যামল সেনগুপ্ত | |||
শ্রেষ্ঠ নবাগত | সুনেরাহ বিনতে কামাল | |||
শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) | শরিফুল রাজ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নিয়ম ভাঙা সিনেমার নাম!"। প্রথম আলো। ২০ জুন ২০১৯। ১৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "'ন ডরাই' ছবির পোস্টার"। বাংলাদেশ প্রতিদিন। ২১ জুন ২০১৯। ১৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "এক ঝলকে সার্ফিং নিয়ে সিনেমা 'ন ডরাই'"। কালের কণ্ঠ। ২১ জুন ২০১৯। ১৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "প্রকাশ্যে এল 'ন ডরাই'"। বিডিনিউজ২৪.কম। ২১ জুন ২০১৯। ২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "সেরা অভিনেতা তারিক আনাম, সেরা অভিনেত্রী সুনেরা; ন ডড়াই সেরা চলচ্চিত্র"। দৈনিক কালের কণ্ঠ। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "৮ অক্টোবর আসছে 'ন ডরাই'"। আমাদের সময়। ২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "৮ অক্টোবর আসছে দেশের প্রথম সার্ফিং চলচ্চিত্র 'ন ডরাই'"। বাংলা ট্রিবিউন। ১ আগস্ট ২০১৯। ২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "সমুদ্রসৈকতে 'ন ডরাই' ছবির প্রদর্শনী"। প্রথম আলো। ২০১৯-১২-১০। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- ↑ "উৎসবে বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র"। চ্যানেল আই অনলাইন। ২০২০-০১-১০। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
- ↑ "'ন ডরাই' সিনেমার সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ"। বাংলা ট্রিবিউন। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ন ডরাই : ঢেউয়ের মতো ওঠানামা"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৯-১২-০২। ২০২৪-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯।
- ↑ "'ন ডরাই' থেকে প্রাপ্তি কম নয়"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৯-১১-২৯। ২০২৪-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- ↑ "ন ডরাই : এ সিনেমার নিজস্ব ভাষা আছে"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৯-১১-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫।
- ↑ কাদের, মনজুর (৩ ডিসেম্বর ২০২০)। "কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার"। দৈনিক প্রথম আলো। ১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ন ডরাই (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ন ডরাই
বিষয়শ্রেণীসমূহ:
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০১৯-এর চলচ্চিত্র
- ২০১৯-এর ক্রীড়া নাট্য চলচ্চিত্র
- ২০১০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী নারীবাদী চলচ্চিত্র
- বাংলাদেশী ক্রীড়া নাট্য চলচ্চিত্র
- তানিম রহমান অংশু পরিচালিত চলচ্চিত্র
- কক্সবাজারে ধারণকৃত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- চট্টগ্রাম বিভাগে ধারণকৃত চলচ্চিত্র
- বাংলাদেশের পটভূমিতে চলচ্চিত্র