১৯৬৩ সালের ঢালিউড চলচ্চিত্রের তালিকা
১৯৬৩ সালে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। ঐ বছর ঢাকা থেকে মোট পাঁচটি চলচ্চিত্র মুক্তি পায়। এর মধ্যে দুইটি বাংলা ভাষায় ও তিনটি উর্দু ভাষায় নির্মিত হয়।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ[সম্পাদনা]
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | মুক্তির তারিখ |
টীকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|
কাচের দেয়াল | জহির রায়হান | আনোয়ার হোসেন, সুমিতা দেবী, রোজী আফসারী, খান আতাউর রহমান, ইনাম আহমেদ, শওকত আকবর, রানী সরকার, নারায়ণ চক্রবর্তী | ১৮ জানুয়ারি ১৯৬৩ | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাকিস্তান চলচ্চিত্র উৎসবে ৭টি বিভাগে পুরস্কৃত হয় | [১] [২] | |
নাচঘর | আবদুল জব্বার খান | গোলাম মুস্তাফা, শবনম, নাসিমা খান, সৈয়দ হাসান ইমাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুদ্দিন | ১ নভেম্বর ১৯৬৩ | উর্দু ভাষার চলচ্চিত্র। | ||
তালাশ | মুস্তাফিজ | শবনম, রহমান, শওকত আকবর, রানী সরকার, নারায়ণ চক্রবর্তী, সুভাষ দত্ত | উর্দু ভাষার চলচ্চিত্র পাকিস্তান চলচ্চিত্র উৎসবে ১টি বিভাগে পুরস্কৃত হয় |
[৩] [২] | ||
প্রীত না জানে রীত | মাসুদ চৌধুরী | খলিল, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, শবনম, আনোয়ারা, রহমান, নারায়ণ চক্রবর্তী | ১২ ডিসেম্বর ১৯৬৩ | উর্দু ভাষার চলচ্চিত্র। | [৪][৫] | |
ধারাপাত | সালাউদ্দিন | সুজাতা, হাসান ইমাম, নাসিমা খান, কাজী খালেক, আমজাদ হোসেন | ২৭ ডিসেম্বর ১৯৬৩ | [৬] |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (২০১৩)। Historical dictionary of the Bengalis। পৃষ্ঠা ৩৭৭। আইএসবিএন 9780810880245।
- ↑ ক খ "চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।
- ↑ "Pakistani Film Database – 1963"। Cinepot.com। ১১ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "রোমান্টিক নায়ক খলিল"। দৈনিক আমার দেশ। ৬ ফেব্রুয়ারি ২০১০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "অভিনেতা খলিল উল্যাহ খান"। দৈনিক প্রথম আলো। ৬ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৪।
- ↑ আলম, মোঃ ফখরুল (মে ২০১১)। আমাদের চলচ্চিত্র (প্রথম সংস্করণ)। প্রকল্প পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আইএসবিএন 978-984-33-3613-2। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৬।