রাম চাঁদ গোয়ালা
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ময়মনসিংহ, ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ) | ১৪ সেপ্টেম্বর ১৯৪১
মৃত্যু | ১৯ জুন ২০২০ ময়মনসিংহ, বাংলাদেশ | (বয়স ৭৮)
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি |
বোলিংয়ের ধরন | বাম-হাতি স্পিন |
রাম চাঁদ গোয়ালা (১৪ সেপ্টেম্বর ১৯৪১ - ১৯ জুন ২০২০)[১] একজন বাংলাদেশী ক্রিকেটার ও প্রশিক্ষক। দেশের প্রথম বাঁহাতি স্পিনার হিসাবে পরিচিত রাম চাঁদ বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি বয়সে প্রতিনিধিত্ব করার রেকর্ডের অধিকারী।[২]
জন্ম[সম্পাদনা]
রাম চাঁদ ১৯৪১ সালে ১৪ সেপ্টেম্বর তত্কালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ শহরের ব্রাক্ষ্মপল্লীতে জন্মগ্রহণ করেন।[১]
শিক্ষাজীবন[সম্পাদনা]
আর্থিক অনটনের কারনে আনন্দ মোহন কলেজে অধ্যয়নের সময় তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারেননি।
খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]
১৪ বছর বয়সে পন্ডিতপাড়া ক্লাবের হয়ে ময়মনসিংহ লিগে খেলার সুযোগ পান। ১৯৬২ সালে ঢাকা লিগে ভিক্টোরিয়ার হয়ে অভিষেক। ১৯৭৫ সালে মোহামেডানে যোগ দেন। পরে ১৯৮১-৮২ মৌসুম থেকে ১৯৯২-৯৩ পর্যন্ত খেলেছেন আবাহনীতে। বাবার মৃত্যুর পর ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন। পরে আবার শুরু করেন। ১৯৭৫ সালে নাম লেখান মোহামেডানে। পরে ১৯৮১-৮২ মৌসুম থেকে ১৯৯২-৯৩ পর্যন্ত টানা খেলেছেন আবাহনীতে। [৩] আবহানী দলের হয়ে ১৫ বছর খেলার পাশাপাশি তিনি জাতীয় দলের হয়ে ৪৩ বছর বয়সে অভিষিক্তহন যা বাংলাদেশের পক্ষে রেকর্ড।[২] তিনি শ্রীলঙ্কা এবং পশ্চিমবঙ্গ দলের বিরুদ্ধে খেলেন।[৪] ১৯৮২-৮৩ মৌসুমে বাংলাদেশের হয়ে খেলেন পশ্চিমবঙ্গের বিপক্ষে। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনদিনের ম্যাচে রানাতুঙ্গাকে বোল্ড করেছিলেন।[২][৫] শেষবার খেলেছেন ৫৩ বছর বয়সে জিএমসিসির হয়ে। [৩]
জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ তাঁর ছাত্র ছিলেন।[৬]
পুরস্কার ও সম্মননা[সম্পাদনা]
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার লাভ করেন।[৭]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা আর নেই"। dhakatimes। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ ক খ গ "Ram Chand Goala passes away"। thedailystar। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ ক খ "চলে গেলেন বাঁহাতি স্পিনের পথিকৃৎ রামচাঁদ গোয়ালা"। bdnews24.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Former Bangladesh cricketer Ramchand Goala passes away"। espncricinfo। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "অবহেলিতই থেকে গেলেন দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ"। ntvbd.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "অবহেলিতই থেকে গেলেন দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ"। prothomalo.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "BSPA Awardee"। bspa। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।