কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন
অবয়ব
কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন | |
|---|---|
| বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
| অবস্থান | সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগ |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
| লাইন | ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন |
| প্ল্যাটফর্ম | ১ |
| ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
| নির্মাণ | |
| গঠনের ধরন | মানক |
| পার্কিং | নাই |
| সাইকেলের সুবিধা | নাই |
| প্রতিবন্ধী প্রবেশাধিকার | নাই |
| ইতিহাস | |
| চালু | ১৯১৬ |
| পরিষেবা | |
|
চালু
| |
কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার একটি রেলওয়ে স্টেশন।[১] এই স্টেশনটি বর্তমানে বন্ধ আছে।
অবস্থান
[সম্পাদনা]কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন সিরাজগঞ্জ সদর উপজেলায় অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনটি ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়।[২][৩] এসময় ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনের স্টেশন হিসেবে কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন তৈরী করা হয়।
পরিষেবা
[সম্পাদনা]কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশনে কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই। তবে এই স্টেশন দিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস থ্রু যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিরাজগঞ্জ এক্সপ্রেসের বগি বারবার কেন লাইনচ্যুত হচ্ছে-"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Brief History"। বাংলাদেশ রেলওয়ে। ২০ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯।
- ↑ "Railways in colonial Bengal"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯।