চর পাকেরদহ ইউনিয়ন
চর পাকেরদহ | |
---|---|
ইউনিয়ন | |
১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে চর পাকেরদহ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৩′৪৭″ উত্তর ৮৯°৪৫′৭″ পূর্ব / ২৪.৮৯৬৩৯° উত্তর ৮৯.৭৫১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | জামালপুর জেলা |
উপজেলা | মাদারগঞ্জ উপজেলা ![]() |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৪ % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২০৪১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
চর পাকেরদহ বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[২] বিখ্যাত গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু এই ইউনিয়নের চরনগর গ্রামেে জন্মগ্রহণ করেন।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চরপাকেরদহ ইউনিয়ন মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত।এই ইউনিয়নের উত্তরে ইসলামপুর উপজেলা, দক্ষিণেভবালিজুড়ী ইউনিয়ন, পূর্বে করইচূড়া ইউনিয়ন ও পশ্চিমে বগুড়া জেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
উক্ত ইউনিয়নে ১২ টি গ্রাম নিয়ে গঠিত,গ্রাম সমূহ হলোঃ
- চরপাকেরদহ
- চরনগর
- নিশ্চিন্তপুর
- ফাজিলপুর
- তেঘোরিয়া
- ঝাড়কাটা
- কোয়ালিকান্দি
- বীরপাকেরদহ
- পাকরুল
- হিদাগাড়ী
- গোদাশিমুলিয়া
- রুকনাই
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার : ৫৪%
শিক্ষা প্রতিষ্ঠানঃ
- কলেজের সংখ্যা ২ টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৬টি
- উচ্চ বিদ্যালয় ৬টি
- নিম্ন মাধ্যমিক ১টি
- মাদ্রাসা সংখ্যা ৪টি
আয়তন[সম্পাদনা]
১৯.৪২ বর্গ কিলোমিটার
জনসংখ্যা[সম্পাদনা]
৪০১২৯ জন
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- ঝাড়কাটা নদী: মাদারগঞ্জ উপজেলার অন্যতম শাখা নদী। এটি মাদারগঞ্জ উপজেলার উত্তর পার্শ্ব চরপাকেরদহ ইউনিয়নের মধ্যে ঝাড়কাটা গ্রামে অবস্থিত। এই নদী নিয়ে প্রচলিত আছে রূপকথা, ভূতের গল্প ও মুক্তিযুদ্ধের ইতিহাস।
- মরঘাটি বিলঃ এটি উক্ত ইউনিয়নের চরনগর গ্রামে অবস্থিত। এই বিলে এই পর্যন্ত বহু মানুষ পানিতে ডুবে মারা যাওয়ায় এর নাম মরার ঘাটি বা মরঘাটি,এই বিলকে কেন্দ্র করে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত রয়েছে।
- তেঘোরিয়া বাজার ফিশারিজ পুকুরপাড়
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান-বদরুল আলম সরদার
তথ্যসূত্র[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মাদারগঞ্জ উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি, ২০১৮। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "১ নং চরপাকেরদহ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |