পিংনা ইউনিয়ন
পিংনা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে পিংনা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৫′১৭″ উত্তর ৮৯°৫৭′২৯″ পূর্ব / ২৪.৯২১৩৯° উত্তর ৮৯.৯৫৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | জামালপুর জেলা |
উপজেলা | সরিষাবাড়ী উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পিংনা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
১) শহীদ নগরঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ –পিংনা ইউনিয়ন কমান্ডের বর্তমান আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব কামরুল আবেদীনের নিকট থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেল ১৯৭১ সালের ২৪ শে সেপ্টেম্বর ফুলদহেরপাড়া ও বারইপ্তল গ্রামে এক কোম্পানি মুক্তিযোদ্ধা অবস্থান গ্রহণ করেন। ওঁই এলাকার পাক বাহিনী দোসররা ৫ কিলোমিটার দূরে জগন্নাথগঞ্জ ঘাটে পাক বাহীনির ক্যাম্পে মুক্তি বাহিনির অবস্থান সম্পর্কে অবহিত করে। ২৫ শে সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকায় অতর্কিত ভাবে পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে। পাক বাহিনির সাথে মুক্তিবাহিনীর রক্তাক্ষয়ি যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম (ইতিম আলী) সহ ১০ জন মুক্তিযোদ্ধা সাহাদত বরন করেন। ওঁই যুদ্ধে এলাকার আরও ৩৪ জন সাধারন নাগরিক শহিদ হন। স্বাধীনতার পর থেকে ওঁই স্থান টির নাম হয় শহীদ নগর। “শহীদ নগর”নামে ওঁই এলাকাটিতে একটি ডাকঘর স্থাপিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, স্বাধীনতা যুদ্ধের উপ অধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব) এ কে খন্দকার সহ দেশ সহ দেশ বরেন্ন মুক্তিযোদ্ধা লেখক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন শহীদ নগর পরিদর্শন করেছেন। মুক্তিযোদ্ধা ও এলাকার জনগণ প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় ওঁই দিনটি উদ্যাপন করে থাকে। এলাকাবাসির দাবির প্রেক্ষিতে মুক্তিযুদ্ধে শহীদদের সরম্নে জামালপুর জেলা পরিষদ ৫ লক্ষ টাকা বেয়ে স্মৃতি সৌধ নির্মাণ এর কাজ হাতে নিয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পিংনা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
- ↑ "সরিষাবাড়ী উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |