কুলকান্দি ইউনিয়ন
কুলকান্দি | |
---|---|
ইউনিয়ন | |
১নং কুলকান্দি ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে কুলকান্দি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৮৯°৪৭′৩৩″ পূর্ব / ২৫.০৮৩৮৯° উত্তর ৮৯.৭৯২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | জামালপুর জেলা |
উপজেলা | ইসলামপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কুলকান্দি ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২] ইউনিয়নটির বুক চিরে চলে গেছে যমুনা নদী। যমুনা নদীর ভয়াল গ্রাসে গ্রামের প্রায় অর্ধেক এলাকাই নদীগর্ভে চলে গেছে।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কুলকান্দী গ্রামটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অন্তর্গত। উত্তরে যমুনা নদী, দক্ষিণে বেলগাছা ইউনিয়ন, পশ্চিমে গুঠাইল ও পূর্বে পাথর্শী ইউনিয়ন।
ইতিহাস
[সম্পাদনা]কুলকান্দি গ্রামটি আনুমানিক ১৮০০ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]এই গ্রামটি ইউনিয়ন পরিষদ দ্বারা পরিচালিত হয়। একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদটি চলে। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের নাম মোঃ আনিসুর রহমান।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]কুলকান্দী গ্রামটি আয়তনে ১০০০ বর্গ মাইল হবে্। এই গ্রামের জনসংখ্যা প্রায় ১২০০০।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ইউনিয়নটির শিক্ষার হার ৬৫ শতাংশ।
শিক্ষা প্রতিষ্ঠানঃ কুলকান্দি ইউনিয়ন টিতে ২টি মাধ্যমিক বিদ্যালয়, একটি সিনিয়র মাদরাসা প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি উল্লেখযোগ্য হিফয মাদরাসা আছে। নিম্নে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া হলোঃ
১) কুলকান্দী শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় (১৯৬৪)।
২) কুলকান্দী হেদায়াতিয়া সিনিয়র আলিম মাদরাসা।
৩) শহীদ স্মৃতি আব্দুল বারিক সরকার উচ্চ বিদ্যালয়।
৪) কুলকান্দী মুন্সি মোঘলিয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসা (১৮৩৫)।
৫) কুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]কুলকান্দি ইউনিয়নটিতে অনেক বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। নিচে উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম দেওয়া হলোঃ
১) হাসান হাফিজুর রহমান।
২) নজরুল ইসলাম খান।
৩) ওয়াহিদুর রহমান।
৪) ড. নুরুজ্জামান।
৫) সফিউল আলম।
৬) শাহীন মাহমুদ আলম।
৭) এ কে এম আতাউর রহমান।
৮) ডা. হাসিবুর রহমান।
৯) আব্দুল বারিক সরকার।
১০) মন্জুরুল ইসলাম খান।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আজিজুল হক মিয়া | ১৯৪৯-১৯৫৪ |
০২ | মোঃ ওয়াহিদুর রহমান মিয়া | ১৯৭২-১৯৭৭ |
০৩ | শফিউল আলম | - |
০৪ | শাহীন মাহমুদ আলম | - |
০৫ | জিয়াউর রহমান সনেট | - |
০৬ | জুবাইদুর রহমান | - |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুলকান্দি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- ↑ "ইসলামপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |