কুষ্টিয়া
কুষ্টিয়া | |
---|---|
শহর | |
ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী: কুষ্টিয়া শহরের দিগন্তরেখা, পরিমল টাওয়ার, রবীন্দ্র কুঠিবাড়ি, হার্ডিঞ্জ ব্রিজ, লাভলি টাওয়ার, লালন শাহের মাজার | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | কুষ্টিয়া জেলা |
উপজেলা | কুষ্টিয়া সদর উপজেলা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | কুষ্টিয়া পৌরসভা |
আয়তন | |
• পৌর এলাকা | ৪২.৭৯ বর্গকিমি (১৬.৫২ বর্গমাইল) |
• মহানগর | ৯৬.২৩ বর্গকিমি (৩৭.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৮) | |
• পৌর এলাকা | ৪,১৮,৩১২ |
• পৌর এলাকার জনঘনত্ব | ৯,৮০০/বর্গকিমি (২৫,০০০/বর্গমাইল) |
• মহানগর | ৫,৫০,০০০ |
• মহানগর জনঘনত্ব | ৫,৭০০/বর্গকিমি (১৫,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
Postal code | ৭০০০ |
কুষ্টিয়া বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি শহর। এটি একইসাথে কুষ্টিয়া জেলা ও কুষ্টিয়া সদর উপজেলার সদর। শহরে সাড়ে পাচ লক্ষাধিক জনসংখ্যার বসবাস।[১] কুষ্টিয়া সড়ক, রেল ও নদী পথে বাংলাদেশের অন্যান্য শহরের সাথে সংযুক্ত। বাংলাদেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। কুুুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী নামেও পরিচিত। [২]
ইতিহাস[সম্পাদনা]
১৮৬৯ সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিলটন'স গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে একটি নদীবন্দর স্থাপিত হয়। যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ বন্দর বেশি ব্যবহার করত, তবুও নীলচাষী ও নীলকরদের আগমনের পরেই নগরায়ন শুরু হয়। ১৮৬০ সালে কলকাতার (তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর রাজধানী)সাথে সরাসরি রেললাইন স্থাপিত হয়। একারণে এ অঞ্চল শিল্প-কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল। তৎকালীন সময়ে যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস(১৮৯৬), রেণউইক, যজ্ঞেশ্বর এণ্ড কোং (১৯০৪) এবং মোহিনী মিলস (১৯১৯) প্রতিষ্ঠিত হয়।
ভূগোল[সম্পাদনা]
কুষ্টিয়া রাজধানী ঢাকা থেকে পশ্চিমে, খূলনা থেকে উত্তরে এবং রাজশাহী থেকে দক্ষিণ-পূর্বে, ২৩º৪২΄ উত্তর অক্ষাংশ থেকে ২৩º৫৯΄ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮º৫৫΄ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯º০৪΄ দ্রাঘিমাংশে অবস্থিত। এর মোট আয়তন ১৪.৪৯ বর্গকিলোমিটার।[তথ্যসূত্র প্রয়োজন]
জনসংখ্যা[সম্পাদনা]
২০২০ সালের তথ্য অনুযায়ী কুষ্টিয়ার মোট জনসংখ্যা ৪১৮,৩১২ জন।[তথ্যসূত্র প্রয়োজন]
যোগাযোগ[সম্পাদনা]
রাজধানী ঢাকা থেকে কুষ্টিয়ার দুরত্ব ১৮০ কিলোমিটার, খুলনা থেকে ১৪৫ কিলোমিটার এবং রাজশাহী থেকে ১৩৭ কিলোমিটার।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কুষ্টিয়া পৌরসভা"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯।
- ↑ "কুষ্টিয়া জেলা"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৯।
- ↑ "কুষ্টিয়া থেকে সড়ক পথে অন্যান্য জেলার দুরত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬।