মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়
মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
![]() | |
, বাংলাদেশ , ৭০৫২ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | মাধ্যমিক |
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
স্থাপিত | ১৯৬৩ সাল |
কার্যক্রম শুরু | ৯ এপ্রিল ১৯৬৩ |
প্রতিষ্ঠাতা | আলহাজ্ব আলম বিশ্বাস |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
প্রধান শিক্ষক | আলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম |
অনুষদ |
|
শিক্ষকমণ্ডলী | ১৯ |
শ্রেণী | ৬ষ্ঠ - ১০ম |
বয়স | ১২ -১৭ পর্যন্ত |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ৫০০ |
শিক্ষাদানের মাধ্যম | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষা | বাংলা |
সময়সূচি | সকাল ১০.০০-৪.০০ |
শ্রেণীকক্ষ | ৭ |
শিক্ষায়তন | ৩.৬০৮১ একর |
আয়তন | ৫ একর |
ক্যাম্পাসের ধরন | বর্গাকার |
রঙ | রং: নেভী এবং সাদা |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল |
EIIN | ১১৭৫১৩ |
ফেসবুক | |অফিসিয়াল পেইজ |
ওয়েবসাইট | [১] |
![]() |
মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি- Mohishkundi High School) বাংলাদেশের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের একটি। ১৯৬৩ সালের ৯ই এপ্রিল এই স্কুলটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার অন্তর্গত মহিষকুন্ডির প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩ সালে এর প্রতিষ্ঠার পর থেকে এই স্কুল এই অঞ্চলের অন্যতম সেরা স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। অনেক বিশিষ্ট ব্যক্তি এই স্কুলে তার শিক্ষাজীবন অতিবাহিত করেছেন। স্বাধীনতা পূর্ব সময় থেকে এখন পর্যন্ত 'মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়' অনন্য আবেদন ও পরিচয়ের অধিকারী।
এটি মহিষকুন্ডির প্রাণকেন্দ্রে মহিষকুন্ডি-কুষ্টিয়া সড়কের পাশে অবস্থিত। স্কুলটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয়।জে এস সি ও এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে, এই স্কুলটি বেশ কয়েক বছর ধরে যশোর শিক্ষা বোর্ডে অন্যতম শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে এবং সমগ্র বাংলাদেশেই স্কুলটির ফলাফল,আভিজাত্য ও সাংস্কৃতিক কার্যাবলির অনবদ্য সুনাম রয়েছে। স্কুলটি প্রায় ৫০০ শিক্ষার্থীর অধ্যয়ন-চাঞ্চল্যে মুখরিত।
ক্যাম্পাস[সম্পাদনা]
ছাত্রীদের কোলাহলে প্রায় ৩ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। স্কুলে রয়েছে ৪টি ভবন। [১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "MAHISH KUNDI SECONDARY SCHOOL"। https://mahishkundisecondaryschool.jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)