ইসলামী বিশ্ববিদ্যালয় থানা

স্থানাঙ্ক: ২৩°৪৩′১৫″ উত্তর ৮৯°০৯′১৪″ পূর্ব / ২৩.৭২০৮৯০৪° উত্তর ৮৯.১৫৩৮৯৮৯° পূর্ব / 23.7208904; 89.1538989
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা
থানা
ডাকনাম: ইবি থানা
নীতিবাক্য: কুষ্টিয়া জেলা পুলিশ (শৃঙ্খলা,নিরাপত্তা,প্রগতি)
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাংলাদেশ-এ অবস্থিত
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা
বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৩′১৫″ উত্তর ৮৯°০৯′১৪″ পূর্ব / ২৩.৭২০৮৯০৪° উত্তর ৮৯.১৫৩৮৯৮৯° পূর্ব / 23.7208904; 89.1538989
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুষ্টিয়া সদর উপজেলা
ইউনিয়ন৭টি ইউনিয়ন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭০০৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সংক্ষেপে ইবি থানা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার, কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন একটি গুরুত্বপূর্ণ থানা।[১] ১৯৭৯ সালে কুষ্টিয়া জেলা ও ঝিনাইদহ জেলার মাঝামাঝি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পরে, ঠিকানা জটিলতার প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এই থানা স্থাপন করা হয়। থানাটি কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন একটি থানা।

অবস্থান[সম্পাদনা]

ইবি থানার দক্ষিণে হরিনাকুন্ডু উপজেলা ও শৈলকূপা উপজেলা, উত্তরে কুষ্টিয়া সদর উপজেলা।[২] ইবি থানা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নং গেট সংলগ্নে অবস্থিত, বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধের ঠিক পিছনে অবস্থিত। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজার সংলগ্নে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে প্রায় ৩০ কিমিঃ দূরে অবস্থিত এই থানা।[৩]

ইতিহাস[সম্পাদনা]

১৯৭৯ সালে কুষ্টিয়া জেলার সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পরে দেখা গেলো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ ঝিনাইদহ জেলার মধ্যেও পরে গিয়েছে। তখন ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব অবস্থান ও ঠিকানা নিয়ে ঝামেলায় পরে যায়। তখন বাংলাদেশ সরকার প্রয়োজনের তাগিদে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই একটি থানা প্রতিষ্ঠা করেন।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অধীনে সাতটি ইউনিয়ন রয়েছে।[৪] সেগুলোঃ

ইউনিয়নসমূহ[সম্পাদনা]

ফাড়িসমূহ[সম্পাদনা]

ইবি থানার অধীনে বেশ কয়েকটি ফাঁড়ি রয়েছে।[৫]

  • ইবি থানা ফাড়ি
  • আলামপুর পুলিশ ক্যাম্প
  • হরিনারায়ণ পুলিশ ক্যাম্প
  • ঝাউদিয়া পুলিশ ক্যাম্প
  • আব্দালপুর পুলিশ ক্যাম্প

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ইবি থানার যোগাযোগ ব্যবস্থা ভালো, কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে ইবি থানা গঠিত। তবে মহাসড়ক থেকে নেমে গ্রামের ভিতরে কাঁচা রাস্তা রয়েছে।

অর্থনীতি[সম্পাদনা]

ইবি থানার আওতাধীন অধিকাংশ মানুষ কৃষি নির্ভরতায় জীবিকা নির্বাহ করে থাকে। পান, হলুদ, ধান, পিয়াজ, পাট প্রভৃতি এই অঞ্চলের প্রধান কৃষিক্ষেত্র। তবে ব্যবসা-বাণিজ্য, মাছ ধরা এগুলো এই অঞ্চলে দেখা যায়।

হাটবাজার[সম্পাদনা]

ইবি থানার অভ্যন্তরে অনেকগুলো হাট ও বাজার রয়েছে। এগুলো হলঃ

  • মধুপুর বাজার
  • হরিনারায়নপুর বাজার
  • লক্ষ্মীপুর বাজার প্রভৃতি
  • ঝাউদিয়া বাজার

অর্থনৈতিক প্রতিষ্ঠান[সম্পাদনা]

আমিনপুর থানা অন্তর্গত এলাকায় বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। তারমধ্যে উল্যেখযোগ্য হলো, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং (লক্ষ্মীপুর বাজার), বেসরকারি এনজিও যেমন, আশা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এছাড়াও যেকোন ধরনের মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে এখানে।

স্বাস্থ্যসেবা[সম্পাদনা]

ইবি থানার আশে পাশে প্রায় ১৫০ ওষুধের দোকান রয়েছে।[৩] আশে পাশের ইউনিয়নে ক্লিনিক হয়েছেঃ যেমনঃ

  • শেখপাড়া ক্লিনিক
  • হরিনারায়নপুর ক্লিনিক

সংস্কৃতি[সম্পাদনা]

কুষ্টিয়া জেলা সংস্কৃতির রাজধানী নামে পরিচিত, এখানে নানাবিধ সংস্কৃতির লালন হয়ে থাকে, বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে।

গণমাধ্যম[সম্পাদনা]

এই থানাকে মানুষের নিকট তুলে ধরতে গনমাধ্যম সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য গনমাধ্যম হলোঃ

  • ইবি থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব[৬]
  • ইবি থানা প্রেস ক্লাব[৭]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুষ্টিয়া জেলার সকল থানা সমূহের নাম - Superintendent of police, Kushtia"kushtia.police.gov.bd। ২০২১-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  2. "হরিণাকুন্ডু উপজেলা"Govt Website। ২৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২১ 
  3. "ইবি থানা এলাকার ফার্মেসি গুলো ব্যাবস্থাপত্র ছাড়াই দিচ্ছে অ্যান্টিবায়োটিক » ভয়েস অফ কুষ্টিয়া"ভয়েস অফ কুষ্টিয়া (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-০৭। ২০২১-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  4. "ইবি থানা এলাকায় বাড়ছে খুনের ঘটনা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  5. "নানা সমস্যায় জর্জরিত কুষ্টিয়ার ৭ থানার ৩৩ পুলিশ ক্যাম্প || সাপ্তাহিক সোনার বাংলা"www.weeklysonarbangla.net। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  6. "ইবি'র ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা"tajasangbad.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "কুষ্টিয়ায় ইবি থানা প্রেসক্লাবের সভাপতি রাজ, সম্পাদক জয়"বিডি৩৬০নিউজ। ২০১৯-০৫-২২। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]