কালিয়াকৈর
কালিয়াকৈর | |
---|---|
শহর | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | কালিয়াকৈর পৌরসভা |
আয়তন | |
• মোট | ২৭.১৬ বর্গকিমি (১০.৪৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২,১৩,০৬১ |
• জনঘনত্ব | ৭,৮০০/বর্গকিমি (২০,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
কালিয়াকৈর মধ্য বাংলাদেশের গাজীপুর জেলার একটি শহর। এটি ঢাকা থেকে উত্তর-পশ্চিম দিকে ও গাজীপুর থেকে পশ্চিম দিকে অবস্থিত। এটি কালিয়াকৈর উপজেলার সদরদপ্তর ও গাজীপুর জেলার ২য় বৃহত্তম শহর। কালিয়াকৈরের মোট আয়তন ২৭.১৬ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২১৩,০৬১ জন, জনসংখ্যার ভিত্তিতে এটি বাংলাদেশের ২৬তম বৃহৎ শহর।[১] ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগযোগের অন্যতম সহজ মাধ্যম জাতীয় মহাসড়ক এন৪ এ শহরকে চিড়ে অতিক্রম করেছে, যেটি যমুনা সেতুর মাধ্যমে এন৫কে ঢাকার সাথে সংযুক্ত করেছে।
ইতিহাস
[সম্পাদনা]কালিয়াকৈর নামকরণের সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না। তবে লোকমুখে পাওয়া তথ্য মতে, একটা পুকুরে কালীয় নাগ নামে একটা বৃহৎ সাপ ছিল। কালক্রমে, কালীয়নাগ এর কালিয়া এবং পুকুর এর কৈরা এই দুই শব্দ মিলে কালিয়াকৈর নামকরণ হয়।[২]
কালিয়াকৈর পৌরসভা ২০০১ সালে গঠিত হয়।[৩]
ভূগোল
[সম্পাদনা]কালিয়াকৈর রাজধানী ঢাকা থেকে ৫২ কিলোমিটার উত্তর দিকে এবং গাজীপুর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এটি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যথাক্রমে ২৪°৩′৩৭″ উত্তর ৯০°১৩′২৮″ পূর্ব / ২৪.০৬০২৮° উত্তর ৯০.২২৪৪৪° পূর্ব অবস্থিত। এর মোট আয়তন ২৭.২৮ বর্গকিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কালিয়াকৈরের মোট জনসংখ্যা ২১৩,০৬১ জন।[৪] যার মধ্যে ১১১,৩০৭ জন পুরুষ এবং ১০১,৭৫৪ জন মহিলা এবং এই বিপুল জনসংখ্যা ৪৩,৭০৪টি খানায় বাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৬,০১৯ জন লোক বসবাস করে। নারী পুরুষের লিঙ্গ অনুপাত ১০০ঃ১০৯ এবং সাক্ষরতার হার ৬৯.০% (৭ বছরের উর্দ্ধে)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "23: Area, Household, Population and Literacy Rate of the Cities, 2011"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৩: Urban Area Rport, 2011। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা XI। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "কালিয়াকৈর উপজেলা"। জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৪।
- ↑ "এক নজরে কালিয়াকৈর"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "4.1.18 Kaliakair"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৩: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৭০,৭১। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।