কুষ্টিয়া জেনারেল হাসপাতাল
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কুষ্টিয়া সদর হাসপাতাল | |
---|---|
![]() ১ নং গেট | |
![]() | |
ভৌগোলিক অবস্থান | |
অবস্থান | কোর্টপাড়া, কুষ্টিয়া, ![]() |
সংস্থা | |
ধরন | সরকারি হাসপাতাল |
অধিভুক্ত বিশ্ববিদ্যালয় | কুষ্টিয়া মেডিকেল কলেজ |
পরিষেবা | |
শয্যা | ২৫০ |
ইতিহাস | |
নির্মাণ শুরু | ১৯৬২ |
চালু | ১৯৬৩ |
সংযোগ | |
ওয়েবসাইট | hospital |
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল বা কুষ্টিয়া সদর হাসপাতাল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি সরকারি হাসপাতাল। হাসপাতালটি কুষ্টিয়া পৌরসভার কোর্টপাড়ায় অবস্থিত। স্থানীয় ভাবে হাসপাতালটি সদর হাসপাতাল নামে পরিচিত।
অবস্থান
[সম্পাদনা]হাসপাতালটি কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন সড়কের (হাসপাতাল রোড) উত্তর পাশে অবস্থিত। হাসপাতালের পূর্ব দিকে পৌর গোরস্থান, পশ্চিম দিকে কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউট ও কুষ্টিয়া প্রধান ডাকঘর, উত্তর দিকে কুষ্টিয়া ম্যাটস, এবং দক্ষিণ দিকে হাসপাতালের একটি সুবিশাল আকৃতির পুকুর রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ১৯৬২ সালে স্থাপিত হয়। ১৯৬৩ সালে ১০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে। ১৯৭১ সালের ৩১ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকবাহিনী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বোমাবর্ষণ করেছিল।[১] ২০০০ সালে হাসপাতালটি ১৫০ শয্যায় উন্নীত হয়, সর্বশেষ ২০০৭ সাল থেকে বর্তমানে হাসপাতালের শয্যা ২৫০টি।[২][৩]
কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস
[সম্পাদনা]কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণাধীন থাকায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের কয়েকটি বিভাগের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবহার করা হতো। এর সময়কাল ২০১৩-২০২৪।[৩] ২০২৪ সালের মার্চ মাসে অস্থায়ী ক্যাম্পাসগুলো মূল ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।
বেড সংক্রান্ত তথ্যাবলী
[সম্পাদনা]ধরন | শয্যা সংখ্যা[৪] |
---|---|
সাধারন শয্যা | ২০০ |
পরিশোধিত শয্যা | ৩৪ |
সাধারন কেবিন | ১২
|
তাপানুকুল কেবিন | ০৪ |
মোট শয্যা সংখ্যা | ২৫০ |
বিভাগ
[সম্পাদনা]কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ০৩টি বিভাগে রোগীদের সেবা প্রদান করা হয়।[৪]
- জরুরীবিভাগ
- বর্হিঃবিভাগ
- আন্তঃবিভাগে
জরুরীবিভাগ
[সম্পাদনা]সময়সূচী: জরুরীবিভাগ সার্বক্ষনিক খোলা থাকে।[৪]
- অবজারভেশন রুম
- মিনি অপারেশন রুম
বর্হিঃবিভাগ
[সম্পাদনা]সময়সূচী: প্রতি কর্মদিবসে সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে।[৪] বহিঃবিভাগ সেবাসমূহ:
- প্যাথলজী
- এক্স-রে, আল্ট্রাসনো ও ই.সি.জি (২৪ ঘন্টা খোলা থাকে) সেবা
- ব্লাড ব্যাংক সুবিধ। (২৪ ঘন্টা)
- মেডিসিন, সার্জারী, নাক-কান-গলা, প্রসূতি সেবা, কার্ডিও, হাড় জোড়া, হাড় ভাংগা, ডায়রিয়া রোগীর সেবা।
- দন্ত সেবা
- ফিজিওথেরাপী সেবা
- চক্ষু সেবা
- ই.পি.আই; যক্ষা ও ডটস কর্ণার সেবা
- ব্রেস্ট ফিডিং কর্ণার সেবা
- ও.আর.টি (ORT) কর্ণার সেবা
- আই.এম.সি (IMCI) আই কর্ণার বা শিশুদের সেবা প্রসূতি বা
- গর্ভবতী মায়েদের সেবা
- ভায়া বা জরায়ুর মূখ পরীক্ষা সেবা ও স্তন ক্যান্সার সনাক্ত করণ
আন্তঃবিভাগ
[সম্পাদনা]সময়সূচী: আন্তঃবিভাগে সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।[৪] আন্তঃবিভাগ সেবাসমূহ
- সিসিইউ (CCU)
- সার্জারী বিভাগ
- মেডিসিন বিভাগ
- গাইনী ও অবসঃ বিভাগ
- চক্ষু বিভাগ
- ই.এন.টি/নাক-কান-গলা বিভাগ
- শিশু বিভাগ
- অর্থোপেডিক বিভাগ
- ডায়রিয়া বিভাগ
- প্রসূতি বিভাগ
- সংক্রামক বিভাগ
- ব্রেস্ট ফিডিং
- এইচআইভি
- ভায়া ও কল্পোসকপি
উল্লেখযোগ্য রোগী
[সম্পাদনা]- আব্দুল ওয়াহেদ (কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য), ২০১৫ সালের ২২ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
- আবদুল করিম শাহ (বাংলাদেশী বাউল গায়ক), ২০১৪ সালের ১৯ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন।
চিত্রশালা
[সম্পাদনা]-
হাসপাতাল জামে মসজিদ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মোঃ আব্দুল হান্নান (১৯৯২-১২-১২)। স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া। ঢাকা: পূণর্বাসন প্রকাশনী। পৃষ্ঠা ১৯–২০।
- ↑ "২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া"। hospital.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।
- ↑ ক খ "কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হালচাল"। বাংলা নিউজ ২৪। ২০২০-০৭-২৮। ২০২৪-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।
- ↑ ক খ গ ঘ ঙ "কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অভ্যন্তরীণ সেবা সমূহ" (পিডিএফ)। hospital.kushtia.gov.bd। ২০২৪-০২-২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
উইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সম্পর্কিত মিডিয়া দেখুন।