সৈয়দ মাসউদ রুমি সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৈয়দ মাসউদ রুমি সেতু বা কয়া ব্রিজ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে নির্মিত একটি সড়ক সেতু। সেতুটি ২০০৪ সালে নির্মাণ করা হয়েছে।[১][২] সেতুটির দক্ষিণ পাশে ব্রিটিশ আমলে নির্মিত গড়াই রেল সেতু অবস্থিত।[৩][৪] এটি গড়াই নদীর উপর নির্মিত ২য় সড়ক সেতু

সৈয়দ মাসউদ রুমি সেতু
কয়া ব্রিজ
সৈয়দ মাসউদ রুমি সেতু এবং বাম দিকে গড়াই রেল সেতু
স্থানাঙ্ক২৩°৫৩′০৭″ উত্তর ৮৯°১০′৫১″ পূর্ব / ২৩.৮৮৫২৪৩৩° উত্তর ৮৯.১৮০৯৩১৫° পূর্ব / 23.8852433; 89.1809315
বহন করেযানবাহন
অতিক্রম করেগড়াই নদী
স্থানকয়া, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা
যার নামে নামকরণসৈয়দ মাসউদ রুমি
রক্ষণাবেক্ষকসড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া
বৈশিষ্ট্য
উপাদানকংক্রিট, স্টিল
মোট দৈর্ঘ্য৫১৮ মিটার
প্রস্থ১২ মিটার
লেনের সংখ্যা
ইতিহাস
নির্মাণ২০০৪; ২০ বছর আগে (2004)[২]
নির্মাণ ব্যয়৩৫ কোটি টাকা[২]
পরিসংখ্যান
টোল
  • ২০১৬-২০১৭ সালে ৫ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার টাকা
  • ২০১৯-২০২১ সালে ১৪ কোটি ৫০ লক্ষ ৪৬ হাজার টাকা
  • ২০২১-২০২৩ সালে ২৫ কোটি ৯ লক্ষ ৯৭ হাজার টাকা
অবস্থান
মানচিত্র

ইতিহাস[সম্পাদনা]

২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর উপরে সেতুটি নির্মাণ করা হয়েছে।[২]

নামকরণ[সম্পাদনা]

সৈয়দ মাসউদ রুমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার র বিলুপ্ত কুষ্টিয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। ওনার নামেই সেতুটির নামকরণ করা হয়েছে। তবে স্থানীয় ভাবে সেতুটি কয়া ব্রিজ নামে পরিচিত।

গুরুত্ব[সম্পাদনা]

সেতুটি কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে (আর৭১০) অবস্থিত। অবস্থান অনুযায়ী সেতু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।[৩]

টোল আদায়[সম্পাদনা]

২০১৬-২০২৩ সালে সেতুটি থেকে ৪৪ কোটি ৮৪ লক্ষ ৮৩ হাজার টাকা টোল আদায় হয়েছে।[২][৩]

বছর (খ্রিস্টাব্দ) টোল আদায়
২০১৬-২০১৭ ৫ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার
২০১৯-২০২১ ১৪ কোটি ৫০ লক্ষ ৪৬ হাজার
২০২১-২০২৩ ২৫ কোটি ৯ লক্ষ ৯৭ হাজার

সেতুটির টোল আদায়ের জন্য সেতুর পশ্চিম দিকে ৩৫০ মিটার দূরে মীর মশাররফ হোসেন টোল প্লাজা রয়েছে।

চিত্রশালা[সম্পাদনা]

গড়াই রেল সেতুতে পুরাতন রেকে মধুমতি এক্সপ্রেস (৭৯৬) ডানে সৈয়দ মাসউদ রুমি সেতু

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এনামুল হক, কুষ্টিয়া (২০২৪-০২-১৩)। "সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন"দৈনিক দেশতথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  2. স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া (২০২৩-০৩-২২)। "কুষ্টিয়ায় সৈয়দ মাছ-উদ রুমী সেতু যখন ভোগান্তি নিরসনের চেয়ে জনগণের ভোগান্তি কারণ"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২ 
  3. কুষ্টিয়া, প্রতিনিধি (২০২৪-০২-১৪)। "সৈয়দ মাসউদ রুমি সেতু: খরচের কয়েক গুণ উঠলেও বন্ধ হয়নি টোল আদায়"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  4. "টোল আদায়ে প্রতিরোধ"প্রথম আলো। ২০১৫-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩