ছোট শহর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Castle Street in the town venter of Reading
Old Town of Porvoo in January
Lemgo Town Hall at the market square
The alpine town of Davos in the Swiss Alps
View from tower of St. Michal Church in Skalica
The town of Mecca in the Arabian Peninsula, before its inflation, in 1880
The Marian town of Fátima
The center of the innerland town of Viljandi
বাম থেকে ডানে, উপরে থেকে: পড়া, বার্কশায়ার | পড়া, ইংল্যান্ড, পোরভ, ফিনল্যান্ড, লেমগ্‌, জার্মানি , সুইজারল্যান্ড দাভোস, স্লোভাকিয়া স্কালিকা, মক্কা সৌদি আরব, ফাতিমা, পর্তুগাল | ফাতিমা পর্তুগাল, ভিলজান্ডি এস্তোনিয়া

ছোট শহর (ইংরেজি: Town) হল গ্রামের চাইতে বড় অথচ পুরোপুরি শহর (তথা নগর) হিসেবে গড়ে ওঠেনি এমন ঘনবসতিবিশিষ্ট পৌর জনপদ।[১][২] একে ইংরেজিতে "টাউন" বলা হয়। ছোট শহরে লোকজন বসবাস করে ও কাজ করে, এতে অনেক আবাসিক ঘরবাড়ি, দোকানপাট, কার্যালয়, বিনোদনকেন্দ্র, ইত্যাদি থাকে। ছোট শহরের সুস্পষ্ট সংজ্ঞা এবং শহর ও গ্রামের সাথে এর পার্থক্যের মানদণ্ড দেশভেদে ভিন্ন হয়ে থাকে।

ছোট শহরের সংজ্ঞা[সম্পাদনা]

ভারত[সম্পাদনা]

ভারতের জনগণনাতে (আদমশুমারি) প্রশাসনিক মর্যাদা নির্বিশেষে যেকোনও পৌরবসতি যদি নিম্নবর্ণিত বৈশিষ্ট্যগুলির অধিকারী হয়, তবে সেটিকে ছোট শহর গণ্য করা হয়।[৩]:

  • পৌরবসতির জনসংখ্যা ৫০০০-এর বেশি।
  • ন্যূনতম ৭৫% পুরুষ শ্রমশক্তি কৃষিখাতের বাইরে কর্মরত।
  • জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ন্যূনতম ৪০০ জন।[৪]

বাংলাদেশ[সম্পাদনা]

বাংলাদেশের জনগণনাতে কোনও পৌরকেন্দ্রের জনসংখ্যা যদি ১ লক্ষের কম হয়, তাহলে তাকে ছোট শহর (টাউন Town) বলা হয়।[৫] ২০১১ সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে এরূপ প্রায় ৪৯০টি ছোট শহর ছিল।

ইউরোপ[সম্পাদনা]

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বিভাগ ইউরোস্ট্যাটের মতে ছোট শহর বা টাউন (Town) হল একটি পৌরবসতি[৬][৭]

  • যেটির আকার মধ্যম (জনসংখ্যা ৫ হাজার থেকে ৫০ হাজার)
  • যেটির একটি উচ্চ জনঘনত্ববিশিষ্ট পৌর অঞ্চল (Dense urban cluster) আছে (প্রতি বর্গকিলোমিটারে ১৫০০ জনের বেশি), যেখানে বসতিটির ৫০%-এর কম অধিবাসী বাস করে
  • যেটির একটি মধ্য জনঘনত্ববিশিষ্ট পৌর অঞ্চল (Semi-dense urban cluster) আছে (প্রতি বর্গকিলোমিটারে ৩০০ থেকে ১৫০০ জন)
  • যেটির একটি নিম্ন জনঘনত্ববিশিষ্ট গ্রামীণ অঞ্চল (Rural cluster) আছে (প্রতি বর্গকিলোমিটারে ৩০০ জনের কম), যেখানে বসতিটির ৫০%-এর কম অধিবাসী বাস করে।

অর্থাৎ ইউরোপে ছোট শহর হল শহর ও গ্রামের মধ্যবর্তী একটি রূপ এবং মধ্যম আকারের একটি বসতি, যার জনঘনত্ব শহরের মতো বেশি নয়, আবার গ্রামের মতো কমও নয়, মাঝামাঝি প্রকৃতির। যদি ছোট শহরের উচ্চ জনঘনত্ববিশিষ্ট অঞ্চলটির জনসংখ্যা বেশি হয়, তবে তাকে উচ্চ-জনঘনত্বের ছোট শহর (Dense town) বলে। আর যদি মধ্য জনঘনত্ববিশিষ্ট অঞ্চলটির জনসংখ্যা বেশি হয়, তাহলে সেটিকে মধ্য-জনঘনত্বের ছোট শহর (Semi-dense town) বলে।

মার্কিন যুক্তরাষ্ট্র[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্রে টাউন বা ছোট শহরের কোনও কেন্দ্রীয় সরকারী সংজ্ঞা নেই। বরং ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির নিজস্ব সংজ্ঞা আছে। আবার কোনও কোনও অঙ্গরাজ্যে ছোট শহর বা টাউন পরিভাষাটি ব্যবহারই করা হয় না (যেমন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য)। কোনও কোনও অঙ্গরাজ্যে ন্যূনতম জনসংখ্যার ভিত্তিতে, আবার কোনও কোনওটিতে প্রশাসনিক মর্যাদার ভিত্তিতে কোনও বসতিকে টাউন বলা হয়। আবার কদাচিৎ টাউন (অনেকসময় বরো) বলতে কোনও শহরের বা সিটির প্রশাসনিক বিভাগকেও বোঝায়।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Town"Merriam-Webster Dictionary। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২২ 
  2. "Town"Cambridge Dictionary। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২২ 
  3. Ramachhandran, M. (১৩ ফেব্রুয়ারি ২০১২)। "Rescuing cities from chaos"The Hindu Business Line। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২ 
  4. "Census of India: Some terms and definitions" (পিডিএফ)। Census of India। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২ 
  5. Population and Housing Census 2011 - Volume 3: Urban Area Report (পিডিএফ), Bangladesh Bureau of Statistics, আগস্ট ২০১৪, পৃষ্ঠা ix, xi, 24–26, 167, ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  6. "A recommendation on the method to delineate cities, urban and rural areas for international statistical comparisons"Eurostat। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩ 
  7. "Territorial typologies manual - degree of urbanisation"Eurostat। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩ 
  8. "Places", Geographic Areas Reference Manual (পিডিএফ), USA: U.S. Department of Commerce, Bureau of the Census and Economics and Statistics Administration, সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩