এন৭০৪ (বাংলাদেশ)
জাতীয় মহাসড়ক ৭০৪ | ||||
---|---|---|---|---|
পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক | ||||
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ৮১ কিমি (৫০ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
দাশুড়িয়া প্রান্ত: | দাশুড়িয়া বাস স্টেশন | |||
ঝিনাইদহ সদর প্রান্ত: | আরাপপুর বাস স্টেশন | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
এন৭০৪ বা দাশুরিয়া-রুপপুর মহাসড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। এই রাস্তাটি রাজশাহী বিভাগের পাবনা জেলার সাথে ও খুলনা বিভাগের কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চল সংযুক্ত করেছে।[১] এই রাস্তাটি লালন শাহ সেতু অতিক্রম করে পাবনা-কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে।
দৈর্ঘ্য[সম্পাদনা]
এন৭০৪ বা পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের দৈর্ঘ্য প্রায় ৮১ কিলোমিটার বা ৫০ মাইল।
সংযুক্ত গুরুত্বপূর্ণ এলাকা[সম্পাদনা]
এই মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ এলাকা, শহর, উপশহরকে সংযুক্ত করেছে। যেমনঃ
- দাশুরিয়া
- রুপপুর ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
- কুষ্টিয়া শহর
- মজমপুর ও চৌরহাস মোড়
- বটতৈল মোড়
- ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
- আরাপপুর, ঝিনাইদহ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Road Master Plan - Wayback Machine" (পিডিএফ)। web.archive.org। ২০১৬-১২-১৩। Archived from the original on ২০১৬-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮।