বানিয়াকান্দী তিন গম্বুজ শাহী মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বানিয়াকান্দী তিন গম্বুজ শাহী মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানকুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা, বাংলাদেশ
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীমুঘল স্থাপত্য
সম্পূর্ণ হয়১৮৮০ এর দশক
বিনির্দেশ
গম্বুজসমূহ৩ গম্বুজ বিশিষ্ট
মিনার

বানিয়াকান্দী তিন গম্বুজ শাহী মসজিদ বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি মুঘল আমলের একটি স্থাপত্য ও ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি ১৮৮০ এর দশকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াকান্দী গ্রামে নির্মিত হয়েছিলো।[১][২] মসজিদটি কুষ্টিয়া জেলার প্রাচীন মুসলিম ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।[৩] ইতিহাসবিদ খোন্দকার আবদুল হালিম জানান, সম্ভবত মুঘল বাদশা আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মিত হয়েছিলো। মসজিদটি তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের সমসাময়িক সময়ে নির্মিত হয়েছিলো বলে ধারণা করা হয়।

অবস্থান[সম্পাদনা]

মসজিদটি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াকান্দী গ্রামে অবস্থিত।[৪] এই মসজিদের অদূরে কুমারখালী উপজেলার তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদ নামে আরেকটি বিখ্যাত মসজিদ রয়েছে।

বিবরণ[সম্পাদনা]

মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ বলে, এর নামকরণ করা হয়েছে তিন গম্বুজ জামে মসজিদ। মসজিদটি বানিয়াকান্দী গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার বাড়িতে অবস্থিত, এবং খন্দকার পরিবার দ্বারাই মসজিদটি প্রায় ২৪০ এর বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে। তবে এই মসজিদে গ্রামের অনন্য মুসল্লিগণও নামাজ পরে থাকে।[৫]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুমারখালীর ঐতিহ্যের ধারক তিন গম্বুজ মসজিদ"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  2. "কুমারখালী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  3. "তিন গম্বুজ মসজিদ ঐতিহ্যের ধারক"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  4. "দর্শনিয় স্থান | কুমারখালী উপজেলা | কুষ্টিয়া জেলা - সুফি ফারুক ইবনে আবুবকর"। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  5. Desk, News (২০১৯-০২-০৩)। "দুইটি তিন গম্বুজ মসজিদ ঐতিহ্যের ধারক কুমারখালীতেই"Barta TV। ২০২০-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮