ভেড়ামারা কলেজ
ভেড়ামারা উপজেলার ভেড়ামারা কলেজের প্রধান ফটক। | |
ধরন | বেসরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৫ |
চেয়ারম্যান | হাসানুল হক ইনু |
অধ্যক্ষ | মোহা: খলিল উল্লাহ্ (ভারপ্রাপ্ত) |
শিক্ষার্থী | ৪৫০০ |
অবস্থান | , , ২৪°০১′৩১″ উত্তর ৮৮°৫৯′২০″ পূর্ব / ২৪.০২৫৩৩০° উত্তর ৮৮.৯৮৮৯৭৭° পূর্বস্থানাঙ্ক: ২৪°০১′৩১″ উত্তর ৮৮°৫৯′২০″ পূর্ব / ২৪.০২৫৩৩০° উত্তর ৮৮.৯৮৮৯৭৭° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, |
ওয়েবসাইট | bheramaracollege.edu.bd |
![]() |
ভেড়ামারা কলেজ (ইংরেজি: Veramara College) বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়া সদর উপজেলার প্রাণকেন্দ্রে সুন্দর ও মনোরম পরিবেশে প্রায় ৫ একর জমির উপর কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। পহেলা জুলাই, ১৯৬৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।[১]
প্রতিষ্ঠার ইতিহাস[সম্পাদনা]
ভেড়ামারা কলেজ শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৪৭ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।[১]
একাডেমিক কোর্স চালুর ইতিহাস[সম্পাদনা]
যশোর শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিকে প্রথম স্বীকৃতির তারিখ ১ জুলাই, ১৯৬৫। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথম অধিভূক্তির তারিখ হচ্ছে ৫ আগস্ট, ১৯৭০ (বিএ, বিকম) এবং বিএসসি শাখার অধিভূক্তির তারিখ হচ্ছে ২৫ জুলাই, ১৯৭৬। উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শিক্ষাক্রমের প্রথম স্বীকৃতির তারিখ হচ্ছে ১০ জুলাই, ২০০৩। উচ্চ মাধ্যমিক ও স্নাতক সত্মর প্রথম এমপিও ভূক্তির তারিখ হচ্ছে ১ সেপ্টেম্বর, ১৯৮৫ এবং বিএম শাখার প্রথম এমপিও ভূক্তির তারিখ হচ্ছে ১ মে, ২০১০। স্নাতক সম্মান শিক্ষাকার্যক্রম প্রথম অধিভূক্তি লাভ করে ২০১২ সালে।[১]
ক্যাম্পাস[সম্পাদনা]
এই কলেজের ক্যাম্পাস ১০ একর বিশিষ্ট। । কলেজটি পাঁচটি ভবন নিয়ে গঠিত।
জমির পরিমাণ[সম্পাদনা]
ভেড়ামারা কলেজের মোট জমির পরিমাণ ১০ একর।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা[সম্পাদনা]
ভেড়ামারা কলেজের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২৬৬৪ জন।[১] বর্তমানে ৪৫০০ শিক্ষার্থী ভেড়ামারা কলেজে অধ্যয়ন করে। (২০২০ সাল।)
মোট শিক্ষক সংখ্যা[সম্পাদনা]
ভেড়ামারা কলেজে মোট শিক্ষক সংখ্যা ৭৫ জন।
একাডেমিক কোর্স[সম্পাদনা]
বাংলা,ইসলামের ইতিহাস,রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান,অর্থনীতি,হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট টি বিষয়ে অনার্স ও বাংলা, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়সহ ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে।
স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "ভেড়ামারা ডিগ্রি কলেজ"। http://bheramara.kushtia.gov.bd/। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]