শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, কুষ্টিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাকুষ্টিয়া জেলা
উৎসবসমূহদুর্গাপূজারথযাত্রা
অবস্থান
অবস্থান১৪৭ এন এস রোড কুষ্টিয়া ৭০০০
দেশবাংলাদেশ
শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, কুষ্টিয়া বাংলাদেশ-এ অবস্থিত
শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, কুষ্টিয়া
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক২৩°৫৪′২১″ উত্তর ৮৯°০৮′০৯″ পূর্ব / ২৩.৯০৫৮০৪° উত্তর ৮৯.১৩৫৮০৫° পূর্ব / 23.905804; 89.135805
স্থাপত্য
প্রতিষ্ঠাতামহারাজা প্রমথ ভূষণ দেব রায়
প্রতিষ্ঠার তারিখ১৯০০ ইং

শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির বা রথখোলা মন্দির কুষ্টিয়া জেলার রথখোলার একটি প্রাচীন হিন্দু মন্দির । এটি ১৯০০ সালে নলডাঙার রাজা প্রমথ ভূষন দেব রায় এই মন্দিরে প্রথমবারের মত দুর্গোৎসবের আয়োজন হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯০০ সালে যশোর জেলার নলডাঙ্গার মহারাজা প্রমথ ভূষণ দেবরায় কর্তৃক দানকৃত জমির উপর স্থানীয় ব্যবসায়ীদের চাঁদার টাকায় এ মন্দিরটি নির্মাণ করা হয়। ১৯০৫ সালে মহারাজা প্রমথ ভূষণ দেব তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে বর্তমান রথখোলা গোপীনাথ জিওর মন্দির ও রথের মেলা প্রচলন করেন। ১৯১৩ সালে মাখন রায় নামক একজন ধনী ব্যবসায়ী অপূর্ব কারুকার্য খচিত বিরাট আকৃতির একটি পিতলের রথ নির্মাণ করে দেন।[২]

পূজা পার্বণ[সম্পাদনা]

এই মন্দিরের দুর্গপূজারথযাত্রা বেশ জনপ্রিয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. টেলিভিশন, Ekushey TV | একুশে। "১২০ বছরে পা রাখছে গোপীনাথ জিউর মন্দির"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০ 
  2. "কুষ্টিয়া জেলা"www.kushtia.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Pratidin, Bangladesh (২০২০-১০-২৫)। "ঐতিহ্যবাহী গোপীনাথ জিউর মন্দিরে দুর্গা পূজা"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০