ছেউড়িয়া
অবয়ব
| ছেউড়িয়া | |
|---|---|
| কুষ্টিয়ার পাড়া | |
| স্থানাঙ্ক: ২৩°৫৩′৩৯″ উত্তর ৮৯°০৯′০৮″ পূর্ব / ২৩.৮৯৪২৬০° উত্তর ৮৯.১৫২২০১° পূর্ব | |
| দেশ | |
| বিভাগ | খুলনা |
| জেলা | কুষ্টিয়া |
| উপজেলা | কুমারখালী |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৮,১৮০ |
ছেউড়িয়া কুষ্টিয়া শহরের পূর্ব দিকে অবস্থিত একটি এলাকা। লালন শাহের মাজার এই ছেউড়িয়াতে অবস্থিত।[১]
| “ | কুষ্টিযা শহর বাড়তে বাড়তে এসে গ্রাস করে নিয়েছে ছেউডিয়াব গ্রাম-চরিত্রকে। অবশ্য ঘিঞ্জি শহর বলতে যা বোঝায ছেউড়িযা এখনো তেমন শহর হয়ে ওঠে নি। একটু খোলা মেলা আছে এখনো | ” |
| — গৌরীশ মুখোপাধ্যায়, [২] | ||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুষ্টিয়ার ছেউড়িয়ায় আজ শুরু তিন দিনের লালন মেলা"। যুগান্তর। ১৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
- ↑ গৌরীশ মুখোপাধ্যায় (১৯৬৫)। বাংলাদেশের হৃদয়-বীণা (পিডিএফ)। কলকাতা: মধুমিতা প্রকাশণ। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫।