বিষয়বস্তুতে চলুন

ছেউড়িয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছেউড়িয়ায় বিশ্বাস পড়ায় লালনের আখড়া

ছেউড়িয়া কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি সাংস্কৃতিক গ্রাম। গ্রামটি শহরের পাশেই অবস্থিত। ছেউড়িয়া বিশ্বাস পাড়ায় বাউল সম্রাট লালন শাহের মাজার রয়েছে, এইজন্য ছেউড়িয়া দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর এইস্থানে লালন মেলা বসে।[][] কালীগঙ্গা নদীর তীরে লালন শাহের আখড়া বাড়ি লালন মাজার। প্রতিবছর এই গ্রামে পালিত হয় লালন স্মরণোৎসব। নির্ধারিত দিনক্ষণে সাধক লালনের আধ্যাত্মিক দর্শনলাভের আশায় দূরদূরান্ত থেকে অসংখ্য বাউল, সাধু, ফকির, লালনভক্তসহ হাজার-হাজার দর্শনার্থীর ঢল নামে। একতারা, দোতারা, ঢোল ও বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে এই ছেউড়িয়া।

ছেউরিয়া
ছেউরিয়া বাংলাদেশ-এ অবস্থিত
ছেউরিয়া
ছেউরিয়া
বাংলাদেশে ছেউড়িয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′৪২″ উত্তর ৮৯°০৯′০৮″ পূর্ব / ২৩.৮৯৪৯৯০৭° উত্তর ৮৯.১৫২২৬২০° পূর্ব / 23.8949907; 89.1522620
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুমারখালী উপজেলা
ইউনিয়নকয়া ইউনিয়ন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

লালন শাহের জীবনকর্ম, জাতহীন মানব দর্শন, মরমি সঙ্গীত ও চিন্তা-চেতনার কারণে ছেউড়িয়ার সুনাম বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বে। সাংস্কৃতিক মহলে এটি লালনভূমি নামেও পরিচিত।[]

লালন মেলা

[সম্পাদনা]

এই গ্রামটি মূলত সারা দেশে লালন মেলার কারণে জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিবছর লালনের জন্মদিনে ও মৃত্যুবার্ষিকে এখানে ঘটা করে বিশাল অনুষ্ঠানের আয়োজন করে থাকে মাজারের পার্শ্ববর্তী লালন একাডেমি।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "লালনে মেতেছে ছেউড়িয়া"banglanews24.com। ২০১৪-১০-১৭। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  2. "worldmapz.com"bd.worldmapz.com। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  3. "লালন দোলউৎসব ২০১৭ | ছেউড়িয়া, কুষ্টিয়া"Lalongeeti | লালনগীতি। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮ 
  4. "ছেউড়িয়ায় বুধবার বসছে তিন দিনব্যাপী সাধুর হাট"Sarabangla। ২০১৯-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৮