বিষয়বস্তুতে চলুন

৩০ অক্টোবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(৩০শে অক্টোবর থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

৩০ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৩তম (অধিবর্ষে ৩০৪তম) দিন। বছর শেষ হতে আরো ৬২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৮৬৪ - অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৯১৮ - হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।
  • ১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।
  • ১৯১৮ - অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।
  • ১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২২ - ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
  • ১৯৪৫ - ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
  • ১৯৫২ - ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৮ - স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
  • ১৯৭৩ - কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
  • ১৯৮২ - পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।
  • ১৯৮৩ - পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।
  • ১৯৯১ - মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।
  • ১৯৯২ - পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।
  • ২০১১ - দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।

১৬০১ - ১৯০০

[সম্পাদনা]

১৯০১ - বর্তমান

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৫০১ - উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।
  • ১৬২৬ -  ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
  • ১৭৭৫ - তুর্কি সুলতান তৃতীয় ওসমান।
  • ১৮৮৩ - দয়ানন্দ সরস্বতী, ভারতীয় হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা। (জ.১৮২৪)
  • ১৮৯৩ -  জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।
  • ১৯১০ - অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী। (জ. ১৮২৮)
  • ১৯১৫ - জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৮৮)
  • ১৯৩৬ - টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা। (জ. ১৮৬১)
  • ১৯৬১ -  লুইজি ইনাউডি, ইতালিয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।
  • ১৯৬৮ - কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (জ. ১৮৯০)
  • ১৯৬৯ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৯৪)
  • ১৯৭৪ - বেগম আখতার, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য গায়িকা।(জ.১৯১৪)
  • ১৯৭৫ -  গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
  • ১৯৮৫ - ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। (জ. ১৯২৮)
  • ১৯৮৮ - তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী), প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব।(জ.১৯২৭)
  • ১৯৯২ - জোয়ান মিচেল, আমেরিকান চিত্রশিল্পী (জন্ম ১৯২৫)[]
  • ২০০৬ - ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী। (জ. ১৯২৬)
  • ২০১০ -  হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বিশ্ব সঞ্চয় দিবস(ভারত)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Russell, John (১৯৯২-১০-৩১)। "Joan Mitchell, Abstract Artist, Is Dead at 66"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২৫-০৭-১৭