তাকি উসমানি
শাইখুল ইসলাম, বিচারপতি, মুফতি মুহাম্মাদ তাকি উসমানি | |
---|---|
![]() তাকি উসমানি | |
ব্যক্তিগত | |
জন্ম | অক্টোবর ৩, ১৯৪৩ খ্রিস্টাব্দ/শাওয়াল ৫, ১৩৬২ হিজরী |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ![]() |
যুগ | বিংশ শতাব্দী |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | ফিকহ, ইসলামী অর্থনীতি |
উল্লেখযোগ্য কাজ | মিজান ব্যাংক |
যেখানের শিক্ষার্থী | দারুল উলুম করাচি করাচি বিশ্ববিদ্যালয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় |
মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন
| |
পুরস্কার |
|
সাহিত্যকর্ম |
|
ওয়েবসাইট | http://www.muftitaqiusmani.com/ |
বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকি উসমানি (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি ইসলামী ফিকহ্, হাদিস, অর্থনীতি ও তাসাউফ বিশেষজ্ঞ। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন।[১] তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানির সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানি ও মাওলানা ওয়ালী রাজীর ভাই।[২]
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
জন্ম ও বংশ[সম্পাদনা]
তিনি ৫ শাওয়াল ১৩৫২ হিজরি/৩ অক্টোবর ১৯৪৩ সালে ভারতের সাহারানপুর জেলার দেওবন্দে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ শফি উসমানি ও দাদা মুহাম্মদ ইয়াসিন। তিনি ইসলামের তৃতীয় খলিফা উসমানের বংশধর। একারণে তার নামের সাথে উসমানি শব্দটি ব্যবহার করা হয়। তার বংশের আরেকটি উপাধি হল মিয়াজী, অর্থ শিক্ষক। তার পিতা ও দাদা উভয়ই দারুল উলুম দেওবন্দের শিক্ষক ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠ।[৩]
তার পিতা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য হিসেবে পাকিস্তান সৃষ্টির পেছনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিলেন। এজন্য পাকিস্তান রাষ্ট্রে ইসলামি সংবিধান তৈরির লক্ষ্যে ১৯৪৮ সালের মার্চের শুরুতে স্বপরিবারে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে হিজরত করেন। তখন তার বয়স হয়েছিল পাঁচ বছর।[৪]
শিক্ষাজীবন[সম্পাদনা]
পাকিস্তানের করাচিতে হিজরত করার পর শিক্ষালাভের জন্য বাড়ির কাছে কোনো মাদ্রাসা না থাকায় পরিবারেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়েছিল। উর্দু ভাষার প্রথম কিতাব হিসেবে মায়ের কাছে তিনি বেহেশতী জেওর ও সীরাতে খাতামুল আম্বিয়া পড়েছেন।[৫] পিতার কাছে ফার্সি ভাষার জ্ঞান লাভ করেন।
পরবর্তীতে তার পিতা দারুল উলুম করাচি প্রতিষ্ঠা করলে সেখানেই ভর্তি হন। কিছুদিন উর্দু ও ফার্সি অধ্যয়নের পর ১৩৭২ হিজরির ৫ শাওয়াল তিনি তিনি দরসে নেজামি বিভাগে অধ্যয়ন শুরু করেন। তখন তার বয়স হয়েছিল আট বছর। ১৯৫৯ সালে সর্বকালের সর্বোচ্চ ফলাফল লাভ করে তিনি দরসে নেজামির সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর তিনি তার পিতার তত্ত্বাবধানে ফিকহশাস্ত্রে দক্ষতা অর্জন করেন। ১৯৬১ সালে তিনি দারুল উলুম করাচি থেকে ফিকহ শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি ও রাজনীতিতে স্নাতক এবং ১৯৬৭ সালে আইন শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া ইংরেজি সাহিত্যেও তিনি পারদর্শিতা অর্জন করেছেন।[৬]
প্রসিদ্ধ শিক্ষক[সম্পাদনা]
তার শিক্ষকদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন তার পিতা মুহাম্মদ শফি উসমানি, যিনি পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন। তার সহিহ বুখারীর শিক্ষক হলেন মুফতি রশিদ আহমদ। তার অন্যান্য শিক্ষকগণের মধ্যে রয়েছেন: ওয়ালি হাসান টঙ্কি, সলিমুল্লাহ খান, আকবর আলী, মুহাম্মদ রেযআয়তুল্লাহ, সাহবান মাহমুদ, শামসুল হক প্রমুখ।[৭] এছাড়াও তিনি মুহাম্মদ ইদ্রিস কান্ধলভি, রশিদ আহমদ লুধিয়ানভি ও মুহাম্মদ জাকারিয়া কান্ধলভির কাছ থেকে হাদিস বর্ণনার অনুমতি পেয়েছেন।
তাসাউফ[সম্পাদনা]
আত্মশুদ্ধি অর্জনে তিনি আশরাফ আলী থানভীর খলিফা আব্দুল হাই আরেফীর সাথে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলেন। মৃত্যুর দশদিন আগে আরেফী তাকে খেলাফত প্রদান করেন। তার মৃত্যুর পর তিনি থানভীর আরেক খলিফা মাসীহুল্লাহ খানের শরণাপন্ন হন।[৮]
কর্মজীবন[সম্পাদনা]
১৯৫৯ খ্রিষ্টাব্দে দাওরা হাদিস সমাপনের পর থেকেই তিনি দারুল উলুম করাচিতে অধ্যাপনা করে আসছেন। ১৯৮২ খ্রিষ্টাব্দ থেকে ২০০২ খ্রিষ্টাব্দের মে মাস পর্যন্ত তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া এ্যাপ্লাইট বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। “মিজান ব্যাংক” প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে সর্বপ্রথম তিনিই ইসলামী ব্যাংকিং চালু করেন। তাকি উসমানি আন্তর্জাতিক ফিকহ একাডেমি (ওআইসির একটি শাখা সংস্থা) এর একজন স্থায়ী সদস্য। ৯ বছর তিনি আন্তর্জাতিক ফিকহ একাডেমির ভাইস চেয়ারম্যানও ছিলেন।[২] ২০০৪ সালের মার্চ মাসে মাওলানা তাকি উসমানিকে দুবাইয়ে আন্তর্জাতিক ইসলামী অর্থনীতি সংস্থার বার্ষিক অনূষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ইসলামী অর্থনীতিতে তার অবদান ও অর্জনের কারণে বিশেষ সম্মাননা প্রদান করে। প্রতি সপ্তাহের রবিবার তিনি করাচির দারুল উলুম মাদরাসায় তাযকিয়াহ তথা আত্মশুদ্ধি সম্পর্কে বয়ান করেন। বর্তমানে তিনি দারুল উলুম করাচিতে সহীহ বুখারী,ফিকহ এবং ইসলামী অর্থনীতির দরস (কোন বিষয়ে পরামর্শ বা বক্তব্য প্রদান করা) দেন। ১৯৭০ সালে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো আমলে পাকিস্তান ন্যাশনাল এ্যাসেম্বলি কর্তৃক কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ব্যাপারে আলিমদের মধ্য হতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। জেনারেল জিয়াউল হকের শাসনামলে হদ্দ,ক্বিসাস এবং দিয়ত সম্পর্কিত আইন প্রণয়নে তিনি অগ্রবর্তী ভূমিকা পালন করেন। ১৯৬৭ সাল থেকে তিনি উর্দু মাসিক পত্রিকা আল-বালাগ এবং ১৯৯০ সাল থেকে ইংরেজি মাসিক পত্রিকা আল-বালাগ ইন্টারন্যাশনালের প্রধান সম্পাদক পদে আছেন।ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কে তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে বহু প্রবন্ধ লিখেছেন। তিনি আরবি,উর্দু এবং ইংরেজি ভাষায় ষাটের অধিক গ্রন্থের রচয়িতা।[৯] তার রচিত অধিকাংশ বই বাংলায় অনূদিত হয়েছে।
বর্তমান ব্যস্ততা[সম্পাদনা]
- দারুল উলূম করাচির শায়খুল হাদিস ও নায়েবে মুহতামিম
- চেয়্যারম্যন, আন্তর্জাতিক স্ট্যার্ন্ডাড শরীয়াহ কাউন্সিল, ইসলামিক অর্থনৈতিক একাউন্টিং ও পরিদর্শন সংস্থা, বাহরাইন।
- স্থায়ী সদস্য, আন্তর্জাতিক ফিকহ একাডেমি , জেদ্দা ( ও আই সির অঙ্গপ্রতিষ্ঠান)
- চেয়্যারম্যন, সেন্টার ফর ইসলামিক ইকোনোমিকস, পাকিস্তান (1991 থেকে)
রচনাবলি[সম্পাদনা]
আরবি রচনাবলি[সম্পাদনা]
- تكملة فتح الملهم (মুসলিম শরীফের ব্যাখ্যাগ্রন্থ)
- فى قضايا فقهية معاصرة [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ما هى النصرانية
- بحوث فى قاعدة الفقهية المعاصرة
- هندو
ইংরেজি রচনাবলি[সম্পাদনা]
1. The Authority of Sunnah
2. The Rules of I'tikaf
3. What is Christianity?
4. Easy Good Deeds
5. Perform Salaah Correctly
6. The Language of the Friday Khutba
7. Discourse on the Islamic Way of Life
8. Sayings of Prophet Muhammad
9. The Legal Status of Following a Madhhab
10. Spiritual Discourses
11. Islamic Months
12. Radiant Prayers
13. Qur'anic Sciences
14. Islam and Modernism
15. Contemporary Fatawa
উর্দু রচনাবলি[সম্পাদনা]
- তাওযীহুল কুরআন
- ইসলাম আউর সিয়াসী নাযরিয়্যাহ (ইসলাম ও রাজনৈতিক মতবাদসমূহ)
- তাবসেরে (গ্রন্থ সমালোচনা)
- জাহানে দীদাহ
- দুনিয়া মেরে আগে
- সফর দর সফর
- আসান নেকিয়া
- ইনআমুল বারি
- ইসলাম আওর জিদাদ পসন্দি
- ইসলাহি খুতুবাত
- ইসলাহি মাজালিস
- ইসলাম আওর সিয়াসাতে হাযেরা
- আহকামে ই’তিকাফ
- ইসলাম আওর জাদিদ মুআশারাত ওয়া তিজারাত
- আকারিরে দেওবন্দ কিয়া হ্যায়
- ইত্যাদি
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
উদ্ধৃতি[সম্পাদনা]
- ↑ "Muhammad Taqi Usmani"। The Muslim 500 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৪।
- ↑ ক খ তাকি উসমানির অফিশিয়াল ওয়েবসাইট
- ↑ হাকিম ২০১৬, পৃ. ১৪–১৫।
- ↑ হাকিম ২০১৬, পৃ. ২৫–২৬।
- ↑ হাকিম ২০১৬, পৃ. ২২।
- ↑ হাকিম ২০১৬, পৃ. ২৬–২৮।
- ↑ হাকিম ২০১৬, পৃ. ২৯–৩২।
- ↑ হাকিম ২০১৬, পৃ. ২৮–২৯।
- ↑ তাকি উসমানির অফিশিয়াল ওয়েবসা্ইট
গ্রন্থপঞ্জি[সম্পাদনা]
ভ্রমণকাহিনী[সম্পাদনা]
ওয়েবসাইট[সম্পাদনা]
- "জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানি" (PDF)। ফেডারেল শরিয়ত কোর্ট, পাকিস্তান। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।
- "মুফতি তাকি উসমানি"। আল বালাগ। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।
- আব্দুল ওয়াহহাব, আব্দুর রহিম (২২ ফেব্রুয়ারি ২০০৬)। "Takaful Business Models - Wakalah based on WAQF" [তাকাফুল ব্যবসায়িক মডেল] (PDF)। ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন তাকাফুল, মালয়েশিয়া।
অভিসন্দর্ভ[সম্পাদনা]
- সিদ্দিকী, ইউসুফ আজিম (২০২১)। Contribution Of Mufti Taqi Usmani In Identifying Rulings Of The Sale Contract Applied In Syari'ah Compliant Financing Comparative Study With Collective Ijhtihad [সম্মিলিত ইজতিহাদের সাথে শরিয়াহ অনুগত অর্থায়ন, তুলনামূলক অধ্যয়নে প্রয়োগকৃত বিক্রয় চুক্তির নিয়ম শনাক্তকরণে মুফতি তাকি উসমানির অবদান]। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ।
- উল্লাহ, মুহাম্মদ (২০১৮)। The Contribution of Deoband School to Hanafi Fiqh A Study of Its Response to Modern Issues and Challenges [হানাফি ফিকহে দেওবন্দিদের অবদান : আধুনিক সমস্যা ও চ্যালেঞ্জের প্রতি তাদের প্রতিক্রিয়া নিয়ে একটি অধ্যয়ন] (গবেষণাপত্র)। ভারত: জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৬৬–১৬৯। hdl:10603/326073।
সাময়িকী[সম্পাদনা]
- জিল হুমা, ডক্টর (৩০ জুন ২০১৯)। "مفتی محمد تقی عثمانی کی معروف تصنیفات و تالیفات کا تعارفی جائزہ:" [মুফতি মুহাম্মদ তাকি উসমানির বিখ্যাত লেখাগুলির একটি পরিচিতিমূলক পর্যালোচনা]। রাহাতুল কুলুব (উর্দু ভাষায়): ১৯৯–২০০। আইএসএসএন 2521-2869। ডিওআই:10.51411/rahat.3.1.2019.66।
- নাবি, জহারুদ্দিন; মারজুকি, জুনাইদাহ মুহাম্মদ (৩০ জুন ২০১৭)। "মুফতি মুহাম্মদ তাকি উসমানি এবং কুরআন অধ্যয়নে তার পাণ্ডিত্যপূর্ণ অবদান"। আল ইরশাদ: জার্নাল অফ ইসলামিক অ্যান্ড কনটেম্পোরারি ইস্যু (ইংরেজি ভাষায়)। ২ (১): ১০৬। আইএসএসএন 2550-1992। ডিওআই:10.53840/alirsyad.v2i1.29।
- সিদ্দিকী, ইউসুফ আজিম; হাসান, আজনান (১৭ সেপ্টেম্বর ২০২০)। "منهج المفتي محمد تقي العثماني في استعراض النوازل المالية كتاب البيوع في "صحيح البخاري" نموذجاً" [অভূতপূর্ব আর্থিক বিষয় উপস্থাপনে মুফতি মুহাম্মদ তাকি উসমানির পদ্ধতি : সহিহ বুখারীর লেনদেন অধ্যায়ের একটি কেস স্টাডি]। জার্নাল অব ইসলাম ইন এশিয়া (আরবি ভাষায়)। ১৭ (২): ৬৭–৮৯। আইএসএসএন 2289-8077। ডিওআই:10.31436/jia.v17i2.965।
- গুল রশিদ, আম্বের; উসমানি, ওবাইদ; ইজাজ, লালারুখ; ফারাজ, হাসান (১ জানুয়ারি ২০১৭)। "Meezan Bank: category leader in Islamic banking" [মিজান ব্যাংক: ইসলামি ব্যাংকিং-এ ক্যাটাগরি লিডার]। এমারল্ড এমার্জিং মার্কেটস কেস স্টাডিজ। ৭ (৪): ১–২৩। আইএসএসএন 2045-0621। ডিওআই:10.1108/EEMCS-11-2016-0213।
- খোলভাদিয়া, ফাতিমা (১ জানুয়ারি ২০১৭)। "Islamic banking in South Africa – form over substance?" [দক্ষিণ আফ্রিকায় ইসলামি ব্যাংকিং]। মেডিটারি অ্যাকাউন্টেন্সি রিসার্চ। ২৫ (১): ৬৫–৮১। আইএসএসএন 2049-372X। ডিওআই:10.1108/MEDAR-02-2016-0030।
- উসমানি, মুহাম্মদ তাকি (মে ২০২০)। "Zakat System To be Replaced with New One, Mufti Taqi Usmani"। আইবিইএক্স। ১২ (১১)।
- পেম্বারটন, কেলি (২০০৯)। "An Islamic Discursive Tradition on Reform as Seen in the Writing of Deoband's Mufti Muḥammad Taqi Usmani" [দেওবন্দের মুফতি মুহাম্মদ তাকি উসমানির লেখায় সংস্কারের উপর একটি ইসলামি আলোচনামূলক ঐতিহ্য]। দ্য মুসলিম ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। ৯৯ (৩): ৪৫২–৪৭৭। আইএসএসএন 1478-1913। ডিওআই:10.1111/j.1478-1913.2009.01280.x।
- সিদ্দিকী, ইউসুফ আজিম; হাসান, আজনান; হাসান, রুশ্নি (২০২১)। "Alternative Commercial and Operational Solutions in Islamic Banking: The Contribution of Mufti Taqi Usmani" [ইসলামি ব্যাংকিংয়ে বিকল্প বাণিজ্যিক ও অপারেশনাল সমাধান: মুফতি তাকি উসমানির অবদান]। The Importance of New Technologies and Entrepreneurship in Business Development: In The Context of Economic Diversity in Developing Countries। লেকচার নোটস ইন নেটওয়ার্কস এন্ড সিস্টেমস (ইংরেজি ভাষায়)। চাম: স্প্রিংগার পাবলিশিং: 1810–1818। আইএসবিএন 978-3-030-69221-6। ডিওআই:10.1007/978-3-030-69221-6_130।
- বাশরিয়াহ, নুহবাতুল; উদ্দিন, ইখওয়ান (ডিসেম্বর ২০১৫)। "Telaah Kritis Implementasi Akad Musyarakah pada Bank Muamalat Indonesia Cabang Yogyakarta Perspektif Fikih Syekh Taqi Usmani"। আত-তাওযী (ইন্দোনেশীয় ভাষায়)। আইএসএসএন 2715-9043।
বই[সম্পাদনা]
- শ্লেইফার, আবদুল্লাহ, সম্পাদক (২০২০)। The World’s 500 Most Influential Muslims [বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম]। আম্মান, জর্ডান: দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। পৃষ্ঠা ৪১। আইএসবিএন 9789957635459।
- উসমানি, মুহাম্মদ তাকি (২০২০)। আমার জীবনকথা। মুহাম্মদ সাইফুল ইসলাম, আবুল বাশার কর্তৃক অনূদিত। ঢাকা: মাকতাবাতুল আশরাফ।
- লোকমান হাকীম, মাওলানা (২০১৪)। জাস্টিস মুফতী মুহাম্মদ তাকি উসমানি: জীবন ও কর্ম। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল হেরা। পৃষ্ঠা ৯৪–৯৫। আইএসবিএন 9789849112310। ওসিএলসি 55133839।
- রাজভিয়ান, ক্রিস্টোফার (২০১৮)। (দেওবন্দের রক্ষণশীলতা: দারুল ইফতা, নদওয়াতুল উলামা এবং মুফতি মুহাম্মদ তাকি উসমানি) । Modern Islamic Authority and Social Change [আধুনিক ইসলামি কর্তৃত্ব ও সামাজিক পরিবর্তন]। স্কটল্যান্ড: এডিনবার্গ বিশ্ববিদ্যালয় প্রকাশনী। পৃষ্ঠা ২৪৪–২৬৮। আইএসবিএন 978-1-4744-3322-8। ডিওআই:10.3366/j.ctv7n0978.15।
- আলিম, এম্মি আব্দুল (২০১৪)। Global leaders in Islamic finance : industry milestones and reflections [ইসলামিক ফাইন্যান্সে বৈশ্বিক নেতারা: শিল্পের মাইলফলক এবং প্রতিফলন]। সিঙ্গাপুর: উইলি। আইএসবিএন 978-1-118-63880-4। ওসিএলসি 862050598।
- মাযহারুল ইসলাম ওসমান কাসেমী, মুফতি (২০১৫)। বিখ্যাত ১০০ ওলামা-মাশায়েখের ছাত্রজীবন (৩য় সংস্করণ)। ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা ১১০০: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। পৃষ্ঠা ১৬৪–১৬৬। আইএসবিএন 98483916605।
পত্রিকা[সম্পাদনা]
- ফারুকী, খালিদ শেহজাদ (২২ মার্চ ২০১৯)। "مفتی تقی عثمانی کے بارے میں وہ باتیں جنہیں جان کر آپ بھی حیران رہ جائیں گے" [মুফতি তাকি উসমানি সম্পর্কে কিছু অবাক করা তথ্য]। দৈনিক পাকিস্তান। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- "Taqi Usmani, Rodney Wilson share IDB prize" [তাকি উসমানি, রডনি উইলসন আইডিবি পুরস্কার পেয়েছেন]। আরব নিউজ। ৯ মে ২০১৪।
- "পাকিস্তানে আল্লামা তাকি উসমানীর গাড়িবহরে হামলা, নিহত ২"। যুগান্তর। ২২ মার্চ ২০১৯।
- "বয়স্ক ও অসুস্থ ব্যক্তি ঘরে নামাজ পড়বেন : আল্লামা তাকি উসমানি"। কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০২০।
- "তাকি উসমানী পাকিস্তান ও মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ: ইমরান খান"। যুগান্তর। ২২ মার্চ ২০১৯।
- "পাকিস্তানের মাদরাসা বোর্ডের সভাপতি হলেন মুফতি তাকি উসমানি"। কালের কণ্ঠ। ২০ সেপ্টেম্বর ২০২১।
- "তালেবানের কাবুল নিয়ন্ত্রণ, যা বললেন মুফতি তাকি উসমানি"। কালের কণ্ঠ। ১৬ আগস্ট ২০২১।
- "পাকিস্তানে আল্লামা তাকি উসমানিকে আবারও হত্যাচেষ্টা"। যুগান্তর। ৮ জুলাই ২০২১।
- জাহাঙ্গীর, সালাহউদ্দীন (২২ মার্চ ২০১৯)। "আল্লামা তাকি উসমানির ওপর হামলা এবং পাকিস্তানের 'ট্র্যাডিশনাল' খুনির দল"। যুগান্তর।
- "কাশ্মীর নিয়ে আরব ও মুসলিম বিশ্ব কেন সরব হচ্ছে না?"। যুগান্তর। ৮ আগস্ট ২০১৯।
- "মোদিকে আমিরাতের সম্মাননা নিয়ে তাকি উসমানীর টুইট"। যুগান্তর। ২৫ আগস্ট ২০১৯।
- "শবে বরাতের করণীয় ও বর্জনীয়"। যুগান্তর। ২১ এপ্রিল ২০১৯।
- বিন সালমান, আহনাফ (১২ এপ্রিল ২০১৯)। "হামলার সময় তিলাওয়াতে ছিলেন তাকী উসমানী"। যুগান্তর।
- "তাকি উসমানীর ওপর হামলা, পাকিস্তানজুড়ে নিন্দার ঝড়"। যুগান্তর। ২৩ মার্চ ২০১৯।
- "আল্লামা তাকি উসমানীর মুখে সেই হামলার শ্বাসরুদ্ধকর বর্ণনা"। যুগান্তর। ২৩ মার্চ ২০১৯।
- উখিয়াভী, হাফেজ রিদওয়ানুল কাদির (২০ ফেব্রুয়ারি ২০১৫)। "বই সংগ্রহে মুসলিম মনীষীদের অনুরাগ"। কালের কণ্ঠ।
বর্তমান ইসলামী বিশ্বের জীবন্ত কিংবদন্তি, সাবেক চিফ জাস্টিস আল্লামা তাকী উসমানী তাঁর প্রতিষ্ঠান দারুল উলুম করাচির প্রধান গ্রন্থাগারে ৫০ হাজারের উর্ধ্বে গুরুত্বপূর্ণ গ্রন্থ সংগ্রহ করেন।
- "ইসলামাবাদে আলোচিত সেই মন্দিরের নির্মাণ কাজ স্থগিত"। যুগান্তর। ৪ জুলাই ২০২০।
- "বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি"। ইনকিলাব। ২ অক্টোবর ২০১৯।
- "পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যা"। ইনকিলাব। ৫ ডিসেম্বর ২০২১।
- "President confers 116 civil awards" [রাষ্ট্রপতি ১১৬টি বেসামরিক পুরস্কার প্রদান করেছেন]। দি ন্যাশন। ১৪ আগস্ট ২০১৯।
পর্যালোচনা[সম্পাদনা]
- জিম্মারম্যান, জন সি. (১ জুলাই ২০০৮)। "A Review of: "Mufti Muhammad Taqi Usmani, Islam and Modernism"" [মুফতি মুহাম্মদ তাকি উসমানির "ইসলাম এবং আধুনিকতা" –এর একটি পর্যালোচনা]। টেরোরিজম এন্ড পলিটিকাল ভায়োলেন্স। ২০ (৩): ৪৪৬–৪৪৮। আইএসএসএন 0954-6553। ডিওআই:10.1080/09546550802194718।
- আবু বকর, ইব্রাহিম (২০০৭)। "বই রিভিউ: ইসলাম ও আধুনিকতা"। ইসলামিয়াত (ইংরেজি ভাষায়)। সেলাঙ্গর, মালয়েশিয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া। ২৯। আইএসএসএন 2600-8556।
- নদভী, ডক্টর সৈয়দ রিদওয়ান আলী (১৯৯৬)। "حضرت علیؓ اور حضرت معاویؓہ کی قبور اور مولانا تقی عثمانی ایک تنقیدی جائزہ" [হযরত আলী ও হযরত মুয়াবিয়ার কবর এবং মাওলানা তাকি উসমানির একটি অধ্যয়ন]। ইসলামিক রিসার্চ ইনডেক্স। ইসলামাবাদ: আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ৩৪ (১): ১০৯–১২৮।
- হুরেরি, মুহাম্মদ আকরাম (২৫ জুন ২০২১)। "انعام الباری و نعمۃ الباری کے منتخب باب کتاب الجنائز کا تقابلی جائزہ:" [ইনআমুল বারী এবং নিয়ামাতুল বারীর "কিতাব আল-জানাইজ"—এর নির্বাচিত অধ্যায়ের একটি তুলনামূলক পর্যালোচনা]। জিহাতুল ইসলাম (ইংরেজি ভাষায়)। ১৪ (২): ৪৭–৬৮। আইএসএসএন 2410-8162। ডিওআই:10.51506/jihat-ul-islam.v14i2.231।
- মুহাম্মদ, মাহেন্দ্র (১৯ ডিসেম্বর ২০১৯)। Directive Speech Acts Found On English Translation Of Quran Surah Al Baqarah By Muhammad Mufti Taqi Usmani [মুহাম্মদ মুফতি তাকি উসমানি কর্তৃক কুরআনের সূরা আল বাকারার ইংরেজি অনুবাদে নির্দেশমূলক বক্তৃতা] (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। ইন্দোনেশিয়া: সুনান অ্যাম্পেল স্টেট ইসলামিক ইউনিভার্সিটি সুরাবায়া।
- সালেহ, নাবিল (১ জানুয়ারি ২০০১)। "An Introduction to Islamic Finance by Mohammed Taqi Usmani, Kluwer Law International, 2002" [মুহাম্মদ তাকি উসমানির ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি, ক্লুওয়ার ল ইন্টারন্যাশনাল, ২০০২]। ইয়ারবুক অফ ইসলামিক এন্ড মিডল ইস্টার্ন ল অনলাইন (ইংরেজি ভাষায়)। ৮ (১): ৩৮৭–৩৮৮। আইএসএসএন 1384-2935। ডিওআই:10.1163/221129802X00373।
- উইলসন, রডনি (১ জানুয়ারি ২০০৩)। "Review: An Introduction to Islamic Finance by Muhammad Taqi Usmani" [রিভিউ : এন ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইনেন্স]। জার্নাল অফ ইসলামিক স্টাডিজ। ১৪ (১): ৯৫–৯৮। আইএসএসএন 0955-2340। ডিওআই:10.1093/jis/14.1.95।
- হাজর, মহেদিন (৩০ ডিসেম্বর ২০২০)। "Book Review: An Introduction to Islamic Finance (Mufti Muhammad Taqi Usmani)" [বুক রিভিউ : এন ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইনেন্স (মুহাম্মদ তাকি উসমানি)]। জার্নাল অফ ইসলামিক ফাইনেন্স (ইংরেজি ভাষায়)। ৯ (২): ১৫৫–১৫৮। আইএসএসএন 2289-2117।
- মুহাম্মদ ইশতিয়াক, ডক্টর (২ সেপ্টেম্বর ২০১৯)। "A Review On The Contribution Of Mufti Taqi Usmani In The Pool Of Islamic Sciences As An Exgete In Context Of His Tafseer Tawzih Ul Quran" [মুফতি তাকি উসমানির তাফসীরে তাওযীহুল কুরআনের পরিপ্রেক্ষিতে ইসলামি শাস্ত্রে তাঁর অবদানের উপর একটি পর্যালোচনা]। ইসলামিক রিসার্চ ইনডেক্স। আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ৮ (২৩): ৩—১৭।
- জিল হুমা, ডক্টর (৩০ ডিসেম্বর ২০১৮)। "تکملہ فتح الملہم میں متونِ احادیث کی لغوی تحقیق و مباحث" [তাকমিলাতু ফাতহুল মুলহিমে হাদিসের গবেষণা ও আলোচনা]। রাহাতুল কুলুব (উর্দু ভাষায়): ১৩২–১৫৫। আইএসএসএন 2521-2869। ডিওআই:10.51411/rahat.2.2.2018.39।*এসসা, খান (২০১১)। المنهج الفقهي عند الشيخ محمد تقي العثماني من خلال كتابه "بحوث في قضايا فقهية معاصرة" [শায়খ মুহাম্মদ তাকি উসমানির "বুহুস ফি কাযায়া ফিকহিয়্যাহ মুআছারাহ"-এর মাধ্যমে তার ফিকহি দৃষ্টিভঙ্গি] (আরবি ভাষায়)। মালয়েশিয়া: মালয় বিশ্ববিদ্যালয়।
- সাহিন, উনাল (২০২০)। "উসুলুল ইফতা ওয়া আদাবুহু"। মুতাফেককির (তুর্কী ভাষায়)। ৭ (১৪): ৬৩৫–৬৪০। আইএসএসএন 2148-8134। ডিওআই:10.30523/mutefekkir.849997।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইংরেজি বইসমূহ
- বই
- তাকি উসমানির ব্যক্তিগত ওয়েবসাইট
- মুফতি তাকি উসমানির ইউটিউব চ্যানেল
- Maariful Quran in English revised by Muhammad Taqi Usman
- Official website Darul Uloom Karachi
- [১] Bio of Mufti Taqi Usmani
- [২] Mufti Taqi Usmani's Profile
- An Introduction to Islamic Finance
- Auto generated Youtube channel of Mufti Muhammad Taqi Usmani
- Complete HD video lectures by Mufti Taqi Usmani
- বইসমূহ
- ১৯৪৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইসলামি ব্যক্তিত্ব
- দেওবন্দি ব্যক্তি
- পাকিস্তানের সুপ্রীম কোর্টের বিচারপতি
- শরিয়া বিচারক
- উসমানি পরিবারের সদস্য
- পাকিস্তানি ইসলাম ধর্মীয় নেতা
- পাকিস্তানি সুন্নি মুসলিম পণ্ডিত
- মুহাজির ব্যক্তি
- করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কুরআনের ইংরেজি অনুবাদক
- কুরআনের উর্দু অনুবাদক
- দেওবন্দের ব্যক্তি
- করাচির ব্যক্তি
- সিতারা-ই-ইমতিয়াজ বিজয়ী
- তাকি উসমানি
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি