ফিকহি মাকালাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিকহি মাকালাত
বাংলা সংস্করণের প্রচ্ছদ
লেখকতাকি উসমানি
মূল শিরোনামউর্দু: فقهي مقالات‎‎
দেশপাকিস্তান
ভাষাউর্দু
বিষয়ফিকহ
প্রকাশিত২০১২
মিডিয়া ধরনশক্তমলাট
ওয়েবসাইটmuftitaqiusmani.com

ফিকহি মাকালাত (উর্দু: فقہی مقالات‎‎) পাকিস্তানি ফকিহ তাকি উসমানির রচিত একটি উর্দু ফতোয়া গ্রন্থ।[১] এটি ২০১২ সালে ছয় খণ্ডে করাচি থেকে প্রকাশিত হয়। ২০২২ সালে মাকতাবাতুল ইসলাম থেকে ৬ খণ্ডে এর বঙ্গানুবাদ প্রকাশ করা হয়। ফিকহি মাকালাত শব্দদ্বয়ের অর্থ ফিকহি রচনাবলি। বইটি তাকি উসমানির ৫৩টি প্রবন্ধ ও বিভিন্ন ভাষণে দেওয়া বক্তব্যের অনুলিপি। এতে আধুনিক সমস্যাবলির সমাধান তুলে ধরা হয়েছে, ফলে এতে ক্রয়-বিক্রয়, ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রাব্যবস্থা, কাজা নামাজ, ট্রাফিক দুর্ঘটনা, হালাল-হারাম, পবিত্রতা অর্জন, মাতৃদুগ্ধ পান, আমদানি-রপ্তানি, মুদারাবা, জাকাত, জিহাদ, ভোট-নির্বাচন, পশু জবাই, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, হারাম বস্তু দিয়ে চিকিৎসা, মানব-অঙ্গ প্রতিস্থাপন, ইত্যাদি বিষয়ে উদ্ভূত বিভিন্ন অবস্থার সমাধান আলোচিত হয়েছে।

বিষয়বস্তু[সম্পাদনা]

১ম খণ্ড[সম্পাদনা]

  • কাগুজে মুদ্রার বিধিবিধান
  • কাগুজে নোটের ক্রয়ক্ষমতা এবং সেটিকে সূচকের সঙ্গে সম্পৃক্ত করা
  • কিস্তিতে ক্রয়-বিক্রয় করা
  • শেয়ার ক্রয়-বিক্রয়ের শরয়ি বিধান
  • নিরেট স্বত্ব ক্রয়-বিক্রয় করা
  • পশ্চিমা দেশগুলোর জন্য কিছু আধুনিক মাসআলা ও তার সমাধান
  • ইসলামি ব্যাংকিং বিষয়ে কিছু মাসআলা ও তার সমাধান

২য় খণ্ড[সম্পাদনা]

  • প্রচলিত মোজার ওপর মাসেহ করার শরয়ি বিধান
  • এক রোকন বিলম্বিত করার পরিমাণ কতটুকু যার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়?
  • রমজানে জামাতের সাথে নফল নামাজ আদায়
  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে জাকাত উসুল করার শরয়ি বিধান
  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রের জাকাত উসুল করার শরয়ি বিধান
  • ইসলামে খুলা তালাকের বাস্তবতা
  • ভবিষ্যৎ তারিখের ভিত্তিতে ক্রয়-বিক্রয়
  • হাউস ফাইন্যান্সিং-এর বৈধ পদ্ধতি
  • সুদমুক্ত কাউন্টার-পিএলএস অ্যাকাউন্টের বাস্তবতা
  • ফরেন এক্সচেঞ্জ বেয়ারার সার্টিফিকেটের শরয়ি বিধান
  • নির্বাচন ও ভোটের শরয়ি অবস্থান
  • মামলার শুনানিকাল আইনের শরয়ি অবস্থান
  • কাক খাওয়া জায়েজ-নাজায়েজের ওপর একটি তদন্ত প্রতিবেদন

৩য় খণ্ড[সম্পাদনা]

  • ব্যাংক-ডিপোজিটের শরয়ি বিধান
  • রপ্তানির শরয়ি বিধান
  • আরবি ছাড়া অন্য ভাষায় জুমার খুতবা দেওয়ার বিধান ও চার ইমামের মাজহাবের তাহকিক
  • জাকাতের আধুনিক মাসায়েল
  • তিন তালাকের শরয়ি বিধান
  • চিংড়ি খাওয়ার শরয়ি বিধান
  • হাত-বহাত ক্রয় বিক্রয়ের শরয়ি বিধান
  • বিনা দরদামে অল্প অল্প পণ্য ক্রয়ের বিধান
  • মুদারাবা সার্টিফিকেটের শরয়ি বিধান
  • জিহাদ আক্রমণাত্মক নাকি প্রতিরক্ষামূলক?

৪র্থ খণ্ড[সম্পাদনা]

  • উমরি কাজার হাকিকত
  • কারাগার, সেনানিবাস ও বিমানবন্দরে জুমার নামাজ
  • নারীর হিজাব ও তার সীমারেখা
  • ইসলামে ছবি-ভাস্কর্যের বিধান
  • হারাম বস্তু দ্বারা চিকিৎসার বিধান
  • পশু জবাইয়ের বিধান
  • আধুনিক যন্ত্রপাতি দ্বারা পশু জবাইয়ের পদ্ধতি ও তার হুকুম
  • অমুসলিম দেশ থেকে আমদানিকৃত গোশতের বিধান

৫ম খণ্ড[সম্পাদনা]

  • বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং ইসলামি দর্শন
  • হদ কিংবা কেসাসে বিচ্ছিন্ন অঙ্গের প্রতিস্থাপন
  • বাকিতে ক্রয় করে কম মূল্যে নগদে বিক্রয় করা
  • তালাকপ্রাপ্তার জন্য খরচ ও আবাসস্থলের হুকুম
  • ইজতিহাদ ও তার বাস্তবতা
  • যুগের পরিবর্তনে কি শরিয়তের বিধানে পরিবর্তন আসবে?
  • ‘তালাক নিয়ে নাও’ কথার হুকুম, المرأة كالقاضي-এর উদ্দেশ্য, তালাকের সংখ্যায় স্বামী-স্ত্রীর মতানৈক্যের বিধান
  • আলহুদা ইন্টারন্যাশনাল-এর চিন্তাধারা ও

আকিদা-বিশ্বাসের বিধান

৬ষ্ঠ খণ্ড[সম্পাদনা]

  • ট্রাফিক দুর্ঘটনার শরয়ি বিধান
  • ঋণ ও ঋণপত্র বিক্রয় এবং তার শরয়ি বিধান
  • অমুসলিম দেশগুলো ইসলামি সংস্থাগুলোর মাধ্যমে বিয়ে-বিচ্ছেদ
  • ইসলামি রাষ্ট্রে অমুসলিমদের সঙ্গে ভযাফলযা ব্যবহারের বিধান
  • কী পরিমাণ দুধপান করলে আত্মীয়তার সম্পর্কের বিধান প্রযোজ্য হবে?
  • ইসলামে দাসত্বের বাস্তবতা
  • সংশোধিত হদ বিল কী? নারী অধিকার সংরক্ষণ বিল
  • সম্মিলিত ইজতিহাদ ও তার প্রয়োজনীয়তা

অনুবাদ[সম্পাদনা]

২০১৫ সালে প্রথমবারের মত মাকতাবাতুল ইসলাম থেকে এর বঙ্গানুবাদ প্রকাশিত হয়। ২০২২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এ সংস্করণে হাদিসের রেফারেন্স যুক্ত করা হয়েছে। এ ছাড়া অন্য যেসব বর্ণনার রেফারেন্স জরুরি সেগুলোও যুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে লেখক নিজে যেসব অভিমত প্রত্যাহার করে নিয়েছেন, ভিন্ন মত ব্যক্ত করেছেন এমন স্থানগুলোও চিহ্নিত করে দেওয়া হয়েছে। অনুবাদ করেছেন তিনজন মুফতি: ইলিয়াস বিন আলাউদ্দিন, আব্দুল কাইয়ুম শেখ ও ইসমাইল।

মূল্যায়ন[সম্পাদনা]

মিজানুর রহমান সাঈদ বলেন, "ফিকহি মাকালাত হলো ইসলামি অর্থনীতি ও যুগোপযোগী জাতির বিভিন্ন আধুনিক বিষয়ের ওপর শায়খুল ইসলাম মুফতি মুহাম্মাদ তকি উসমানি (হাফিজাহুল্লাহ)-এর গবেষণামূলক সমাধানের অসাধারণ কিছু প্রবন্ধ ও রচনার সমষ্টি।"

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

উদ্ধৃতি[সম্পাদনা]

  1. উল্লাহ, মুহাম্মদ (২০১৮)। The Contribution of Deoband School to Hanafi Fiqh A Study of Its Response to Modern Issues and Challenges [হানাফি ফিকহে দেওবন্দিদের অবদান : আধুনিক সমস্যা ও চ্যালেঞ্জের প্রতি তাদের প্রতিক্রিয়া নিয়ে একটি অধ্যয়ন] (গবেষণাপত্র)। ভারত: জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৬৭। hdl:10603/326073 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]