দেওবন্দ
দেওবন্দ | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ২৯°৪১′৩১″ উত্তর ৭৭°৪০′৩৭″ পূর্ব / ২৯.৬৯২° উত্তর ৭৭.৬৭৭° পূর্ব | |
দেশ | ভারত |
State | উত্তর প্রদেশ |
জেলা | সাহারানপুর জেলা |
সরকার | |
• শাসক | Nagar Palika parishad Deoband |
উচ্চতা | ২৫৬ মিটার (৮৪০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯৭,০৩৭ |
বিশেষণ | দেওবন্দি |
Language | |
• দাফতরিক | Hindi[১] |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
এলাকা কোড | 01336 |
যানবাহন নিবন্ধন | UP-11 |
দেওবন্দ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুর জেলার একটি শহর ও পৌরসভা । দেওবন্দ দিল্লি থেকে প্রায় ১৫০ কিমি দূরে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]দেওবন্দে ১৮৫৭ সালে ইস্ট ইন্ডিয়া ও ব্রিটিশ ক্রাউনের বিরুদ্ধে ভারতীয়দের বিদ্রোহ, দারুল উলুম দেওবন্দের লার্নিং সেন্টারে ২১ মে ১৮৬৬ উপর প্রতিষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ কাসিম নানতুবি [২] দেওবন্দী ইসলামী আন্দোলনের দারুল উলুম মধ্যে এটি সংগঠিত করেন।
ভূগোল
[সম্পাদনা]দেওবন্দ এ অবস্থিত ২৯°৪২′ উত্তর ৭৭°৪১′ পূর্ব / ২৯.৭° উত্তর ৭৭.৬৮° পূর্ব । [৩] এর গড় উচ্চতা হল ২৫৬ মিটার (৮৪০ ফু) ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]আদমশুমারি ইন্ডিয়া ২০১১ প্রকাশিত প্রতিবেদন অনুসারে দেওবন্দের জনসংখ্যা হল ৯৭ হাজার ৩৭ জন। যার মধ্যে ৫৩,৫৩৮ পুরুষ এবং ৪৩,৪৯৯ জন মহিলা ০-৬ বছর বয়সী বাচ্চাদের জনসংখ্যা ১২,২০০ যা মোট জনসংখ্যার ১২.৫৭%। রাজ্যের গড় হার ৯১২ এর বিপরীতে ১০০০ পুরুষের লিঙ্গ অনুপাত ৮১২ মহিলা। দেওবন্দে শিশু লিঙ্গ অনুপাত উত্তরপ্রদেশ রাজ্য গড় ৯০২ এর তুলনায় ৯১৭ কাছাকাছি। শিক্ষার হার ৭৫.২৩%, পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯.৫৯%, এবং নারীদের মধ্যে এই হার ৬৯.৭৭%। মোট জনসংখ্যার মধ্যে ২৪,৫৫৯ কাজ বা ব্যবসায়িক কার্যক্রমে নিযুক্ত ছিলো। এর মধ্যে ২২,৫৫১ জন পুরুষ এবং ২,০০৮ জন মহিলা এবং ৮৯.৯১% প্রধান কার্যক্রমে নিযুক্ত ছিলেন। [৪]
দেওবন্দ নগর পালিকা পরিষদের মোট ১৫,৬৩০ টিরও বেশি বাড়িঘর রয়েছে যেখানে এটি জল এবং নিকাশির মতো মৌলিক সুযোগসুবিধা সরবরাহ করে। এটি নগর পালিকা পরিষদ সীমার মধ্যে রাস্তা তৈরি এবং এর অধীনে আসা সম্পত্তিগুলিতে শুল্ক আরোপ করার জন্যও অনুমোদিত।
দারুল উলুম মাদ্রাসা
[সম্পাদনা]ভারতের প্রখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদরাসা এ শহরে অবস্থিত। এখান থেকে দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়। উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এই মাদ্রাসার অবস্থান। ১৮৬৬ সালে বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত এটির প্রতিষ্ঠা করেন। মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি তাদের প্রধান ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন মাওলানা রশীদ আহমেদ গাঙ্গুহী ও হাজী সাইদ আবিদ হুসাইন।এটি পৃথিবীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই মাদ্রাসার ছাত্র পুরো পৃথিবীতে অবদান রাখছে।
দেওবন্দি আন্দোলন
[সম্পাদনা]সুন্নি ইসলাম কেন্দ্রিক পুনর্জাগরণবাদী আন্দোলন দেওবন্দি এ শহর থেকেই শুরু হয়।[৫] এর কেন্দ্র প্রাথমিকভাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। বর্তমানে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাতেও এর বিস্তার ঘটেছে।[৬] নামটি দেওবন্দ শহর নামক স্থান থেকে এসেছে। এই আন্দোলন পণ্ডিত শাহ ওয়ালিউল্লাহ (১৭০৩-১৭৬২) দ্বারা অনুপ্রাণিত।[৭] ব্রিটিশদের বিরুদ্ধে ব্যর্থ সিপাহীবিদ্রোহের এক দশক পর ১৮৬৬ সালের ৩০ মে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলনের সূচনা করেন। [৮]
উল্লেখযোগ্য মানুষ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (পিডিএফ)। nclm.nic.in। Ministry of Minority Affairs। ২৫ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Introduction Deobandi Movement- Deoband Shareef"।
- ↑ "Deoband Shareef"। Falling Rain Genomics, Inc।
- ↑ "Deoband Shareef demographics"। Census India।
- ↑ "INDIA"। Darul Uloom Deoband। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ Muslim Schools and Education in Europe and South Africa - Google Books। Books.google.com.my। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
- ↑ Urban Terrorism: Myths and Realities - Anjali Nirmal - Google Books। Books.google.com.my। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৩।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
- ↑ দেওবন্দ আন্দোলনঃ ইতিহাস,ঐতিহ্য ও অবদান;আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া;২০১১;পৃ.১৫৭
- ↑ Dr. Ela Mishra। Reshmi Rumaal Sharyantra (Hindi ভাষায়)। Manak Publications and Jamiat Ulema-e-Hind।
- ↑ "نو مسلم مصنفہ ڈاکٹر ایلا مشرا کی کتاب 'ریشمی رومال تحریک' کا نائب صدر جمہوریہ کے ہاتھوں رسم اجراء"। Millat Times। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯।