জমিয়ত উলামায়ে ইসলাম
জমিয়ত উলামায়ে ইসলাম একটি ইসলামপন্থি রাজনৈতিক দল যা মূল সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে ১৯৪৫ সালের ২৬ অক্টোবর শাব্বির আহমেদ উসমানি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি কয়েকটি ভাগে বিভক্ত। [১]
ইতিহাস[সম্পাদনা]
মূল জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা হয় ব্রিটিশ ভারতে ১৯১৯ সালে। [২] ১৯৪৯ সালে শাব্বির আহমদ উসমানির মৃত্যুর পরে তার ঘনিষ্ঠ সহযোগী জাফর আহমদ উসমানি এর প্রধান বা আমির হন। তারপরে ১৯৬২ সালে এই দলের আমির হন মুফতি মাহমুদ। তিনি ১৯৮০ পর্যন্ত এই পদে ছিলেন। [১][২]
মুফতি মাহমুদের মৃত্যুর পর, জিয়াউল হকের শাসনামলে এই দলটি বিভক্ত হয়ে যায়। জমিয়ত উলামায়ে ইসলাম (স) সরাসরি জিহাদকে সমর্থন করে এবং জমিয়ত উলামায়ে ইসলাম (ফ) পাকিস্তানের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সমর্থন দেয়। [১]
২০০৭ সালে তালেবানদের প্রকাশ্যে দিয়ে জমিয়ত (ফ) থেকে আলাদা হয়ে মুহাম্মদ আসমতুল্লাহর নেতৃত্বে জমিয়ত উলামায়ে ইসলাম (ন) গঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালে তা আবার মাতৃ সংগঠনের সাথে মিলিত হয়ে যায়। [৩]
মূল দল থেকে বিভক্ত:
- ফজলুর রহমানের নেতৃত্বধীন – জমিয়ত উলামায়ে ইসলাম (ফ) [১]
- সামিউল হকের নেতৃত্বধীন - জমিয়ত উলামায়ে ইসলাম (স) [১]
- জমিয়ত উলামায়ে ইসলাম (ন) (বর্তমানে বিলুপ্ত)
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ "জমিয়ত উলামায়ে ইসলামের ইতিহাস"। Islamopediaonline.org। ১ জানুয়ারি ২০১৫। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ ক খ জমিয়ত উলামায়ে ইসলাম - ফজলু ডন, ৫ এপ্রিল ২০১৩ প্রকাশিত
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-০২-২৬)। "জমিয়তের দুটি দল সংযুক্ত"। ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।