বুহুস ফি কাজায়া ফিকহিয়া মুআসিরা
লেখক | তাকি উসমানি |
---|---|
মূল শিরোনাম | আরবি: بحوث في قضايا فقهية معاصرة |
দেশ | পাকিস্তান |
ভাষা | আরবি |
বিষয় | আধুনিক ফিকহ |
প্রকাশিত | ২০০৪ |
মিডিয়া ধরন | শক্তমলাট |
পৃষ্ঠাসংখ্যা | ৩৫৬+৩০৪ |
আইএসবিএন | ৯৭৮৯৯৩৩২৯২৪৯২ |
ওসিএলসি | ১২৪১১০৩২৬৯ |
ওয়েবসাইট | muftitaqiusmani.com |
বুহুস ফি কাজায়া ফিকহিয়া মুআসিরা (আরবি: بحوث في قضايا فقهية معاصرة) পাকিস্তানি বিচারক ও হানাফি ফকিহ তাকি উসমানির রচিত একটি আরবি বই, যাতে আধুনিক যুগের ইসলামি আইনশাস্ত্র সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এটি ২ খণ্ডে ২০০৪ সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম খণ্ডের পৃষ্ঠাসংখ্যা ৩৫৬ ও দ্বিতীয় খণ্ডে রয়েছে ৩০৪ পৃষ্ঠা। এটি মূলত লেখকের আরবি ভাষায় বিভিন্ন ফিকহি সেমিনারে পঠিত প্রবন্ধ ও প্রশ্ন-উত্তরের সমষ্টি। এর গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রয়েছে কিস্তিতে ক্রয়-বিক্রয়, পৃথক অধিকারের ক্রয়-বিক্রয়, তৌরক, কারেন্সি নোট, সাধারণ মুদারাবাত, বিক্রয় ও সুকুক এবং ইসলামি কেন্দ্র কর্তৃক মুসলিম নারীদের বিবাহ বাতিল সংক্রান্ত বিধান। এর রুইতা আল-হিলাল এবং সমষ্টিগত ইজতিহাদ সম্পর্কিত আলোচনাও গুরুত্বপূর্ণ।[১][২]
প্রেক্ষাপট
[সম্পাদনা]বইটি রচনার প্রেক্ষাপট সম্পর্কে তাকি উসমানি বলেন, "আমি ইসলামি ফিকহের একজন নগন্য অধ্যয়নকারী হিসেবে আরবি, উর্দু, ইংরেজি ভাষায় বিভিন্ন সমসাময়িক ফিকহি মাসআলার উপর ৩০ বছরের অধিক সময় যাবৎ লেখালেখি করে আসছি। ফলে বিভিন্ন ভাষায় লিখিত অনেকগুলো প্রবন্ধ আমার কাছে একত্রিত হয়ে যায়। আর এই প্রবন্ধগুলো যেহেতু বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ছড়ানো ছিটানো ছিল, ছাত্রদের পক্ষে সবগুলো সংগ্রহ করা সম্ভবপর ছিল না, তাই আমার কিছু বন্ধুবর্গ আমাকে অনুরোধ করলেন যাতে সেগুলো একত্রিত করে কিতাব আকারে ছাপানো হয়। তাহলে ছাত্ররা এর দ্বারা খুব উপকৃত হবে। তখন আমি ইচ্ছা করলাম যে, আরবি, উর্দু, ইংরেজী তিনটি ভাষায় এগুলো ছাপানো হবে। আল্লাহ তাআলার মেহেরবানীতে প্রথম আরবি ভাষায় লিখিত প্রবন্ধগুলো একত্রিত করি। এর অধিকাংশ প্রবন্ধ বিভিন্ন ইসলামি দেশে ফিকহি সেমিনারে পেশ করা হয়েছিল।"[৩]
এছাড়া একই বিষয়ে তার ইংরেজি ভাষায় লিখিত প্রবন্ধগুলো Islamic Finance (ইসলামি অর্থ ব্যবস্থা) নামে প্রকাশিত হয়েছে। উর্দু ভাষায় লিখিত প্রবন্ধগুলো ফিকহি মাকালাত নামে কয়েক খণ্ডে প্রকাশিত হয়েছে।[৩]
বিষয়বস্তু
[সম্পাদনা]আরবি ভাষায় গ্রন্থটির আলোচ্য বিষয় নিম্নোক্ত অধ্যায়ে বিভক্ত।[৩]
- أحكام البيع بالتقسيط
- احكام البيع بالتعاطي والاستجرار
- بيع الحقوق المجردة
- عقود المستقبليات في السلع
- احكام الاوراق النقدية
- مسألة تغير القيمة العملة وربطها بقائمة الاسعار
- اجوبة عن استفسارات البنك الاسلامي للتنمية بجدة
- سندات المقارضة
- الطرق المشروعة للتمويل العقاري
- زراعة عضو ا ستوصل في حد
- قواعد و مسائل في حوادث المرو
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ জিল হুমা, ডক্টর (৩০ জুন ২০১৯)। "مفتی محمد تقی عثمانی کی معروف تصنیفات و تالیفات کا تعارفی جائزہ:" [মুফতি মুহাম্মদ তাকি উসমানির বিখ্যাত লেখাগুলির একটি পরিচিতিমূলক পর্যালোচনা]। রাহাতুল কুলুব (ইংরেজি ভাষায়): ২০৪। আইএসএসএন 2521-2869। ডিওআই:10.51411/rahat.3.1.2019.66।
- ↑ এসসা, খান (২০১১)। المنهج الفقهي عند الشيخ محمد تقي العثماني من خلال كتابه "بحوث في قضايا فقهية معاصرة" [শায়খ মুহাম্মদ তাকি উসমানির "বুহুস ফি কাযায়া ফিকহিয়্যাহ মুআছারাহ"-এর মাধ্যমে তার ফিকহি দৃষ্টিভঙ্গি] (গবেষণাপত্র) (আরবি ভাষায়)। মালয়েশিয়া: মালয় বিশ্ববিদ্যালয়।
- ↑ ক খ গ লোকমান হাকীম, মাওলানা (২০১৪)। জাস্টিস মুফতী মুহাম্মদ তকী উসমানী জীবন ও কর্ম। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল হেরা। পৃষ্ঠা ৯৩। আইএসবিএন 9789849112310।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- সিদ্দিকী, ইউসুফ আজিম (২০২১)। Contribution Of Mufti Taqi Usmani In Identifying Rulings Of The Sale Contract Applied In Syari'ah Compliant Financing Comparative Study With Collective Ijhtihad [সম্মিলিত ইজতিহাদের সাথে শরিয়াহ অনুগত অর্থায়ন, তুলনামূলক অধ্যয়নে প্রয়োগকৃত বিক্রয় চুক্তির নিয়ম শনাক্তকরণে মুফতি তাকি উসমানির অবদান]। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (পিএইচডি) (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।
- বিঙ্গোল, আব্দুর রহিম (২০১৯)। Muhammed Takî Osmânî ve fıkıhçılığı [মুহাম্মদ তাকি উসমানি ও তার আইনশাস্ত্র] (এম.এ.) (তুর্কি ভাষায়)। দিয়ারবাকির: ডিকল বিশ্ববিদ্যালয়। ১৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।
- পেম্বারটন, কেলি (২০০৯)। "An Islamic Discursive Tradition on Reform as Seen in the Writing of Deoband's Mufti Muḥammad Taqi Usmani" [দেওবন্দের মুফতি মুহাম্মদ তাকি উসমানির লেখায় সংস্কারের উপর একটি ইসলামি আলোচনামূলক ঐতিহ্য]। দ্য মুসলিম ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। ৯৯ (৩): ৪৫২–৪৭৭। আইএসএসএন 1478-1913। ডিওআই:10.1111/j.1478-1913.2009.01280.x।
- রাজভিয়ান, ক্রিস্টোফার (২০১৮)। (দেওবন্দের রক্ষণশীলতা: দারুল ইফতা, নদওয়াতুল উলামা এবং মুফতি মুহাম্মদ তাকি উসমানি) । Modern Islamic Authority and Social Change [আধুনিক ইসলামি কর্তৃত্ব ও সামাজিক পরিবর্তন]। স্কটল্যান্ড: এডিনবার্গ বিশ্ববিদ্যালয় প্রকাশনী। পৃষ্ঠা ২৪৪–২৬৮। আইএসবিএন 978-1-4744-3322-8। ডিওআই:10.3366/j.ctv7n0978.15।