পালি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৩৫, ১৮ অক্টোবর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

পালি
দেশোদ্ভবশ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওস, নেপাল, ভারত
বিলুপ্তকোন স্থানীয় জাতি নেই, কেবল সাহিত্যিক ও ধর্মীয় ভাষা হিসেবে ব্যবহৃত
বিভিন্ন লিপিতে লেখা হয়ে থাকে। যেমনঃ বাংলা, বর্মী, দেবনাগরী, খমের, লান্না, লাও, রোমান, সিংহলী, থাই
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১pi
আইএসও ৬৩৯-২pli
আইএসও ৬৩৯-৩pli

পালি ভাষা হল বৌদ্ধ ধর্মের পবিত্র ও পুরাণের ভাষা। পালিপ্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। পালি ভাষাটি তিপিটকত্রিপিটক মতন নিকটতম অদ্যাপি সাহিত্যের ভাষা।

পালি শব্দের উদ্ভব

কোন কোন পণ্ডিতের মতে পাঠ হতে পালি শব্দের উদ্ভব, পাঠ>পাল>পালি। তাদের মতে গৌতম বুদ্ধ তার শিষ্যদের যে পাঠ বা উপদেশ দিতেন, সেই বুদ্ধবচন হল পালি।[১] কেউ মনে করেন গৌতম বুদ্ধ এর বাণী এই ভাষাতে পালন করা হয়েছে বলে এর নাম পালি।[২] কেউ বলেন মগধ এর প্রাচীন নাম পলাস হতে পালি এসেছে।[৩] আবার অনেকে বলেন প্রাচীন মগধ এর রাজধানী পাটলিপুত্র নাম থেকে পালি শব্দ এসেছে।[৪] কেউ মনে করেন পঙক্তি হতে পালি শব্দ এস থাকতে পারে।

ধ্বনিব্যবস্থা

স্বরধ্বনি

সম্মুখ কেন্দ্রীয় পশ্চাৎ
সংবৃত [i]

[iː]

[u]

[uː]

মধ্য [e], [eː] [ɐ] [o], [oː]
বিবৃত [aː]

ব্যঞ্জনধ্বনি

উভয়ৌষ্ঠ্য দন্ত্য দন্তমূলীয় মূর্ধন্য জিহ্বাগ্র্য-পশ্চাৎ-দন্তমূলীয় জিহ্ব্য-পশ্চাৎ-দন্তমূলীয় কণ্ঠনালীয়
স্পর্শ নাসিক্য [m] [n̪]} [ɳ] [ɲ] ( [ŋ])
অঘোষ অঘোষ [p] [t̪] [ʈ] [tʃ] [k]
ঘোষ [pʰ] [t̪ʰ] [ʈʰ] [tʃʰ] [kʰ]
ঘোষ অঘোষ [b] [d̪] [ɖ] [dʒ] [ɡ]
ঘোষ [bʱ] [d̪ʱ] [ɖʱ] [dʒʱ] [ɡʱ]
ঊষ্ম [s] [h]
নৈকট্য মধ্য [ɻ] [j]
পার্শ্বীয় [l] ( [ɭ])
ঘোষ ( [ɭʱ])

তথ্যসূত্র

  1. Pali literature and language,Willium Geiger। Calcutta: Calcutta University। ১৯৫৬। 
  2. Pali Ebglish dictionary,R.C. Childers। London। ১৮৭৫। 
  3. Vidyabhusanas Pali Grammer P.32 
  4. পালি প্রকাশ, বিধুশেখর শাস্ত্রী। কলিকাতা: রঙ্গপুর সাহিত্য পরিষদ। ১৩১৮ বঙ্গাব্দ।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)