খুমি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুমি
খুমি চীন
দেশোদ্ভববার্মা
জাতিখুমি জনগোষ্ঠী
মাতৃভাষী
৭০,০০০ (2006–2009)[১]
সিনো-তিব্বতীয়
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩দুইয়ের মধ্যে এক:
cnk – খুমি
cek – পূর্ব খুমি
গ্লোটোলগkhum1248  (খুমি প্রোপার)[২]

খুমি বা খুমি চিন ভাষা (ইংরেজি: Khumi Chin) দক্ষিণ চীন (Chin) ভাষার একটি উপভাষা। ভাষাটি পশ্চিম মিয়ানমারের চিন রাজ্যের দক্ষিণ প্রান্তে পালেৎওয়া ও তার আশেপাশের অঞ্চলে, এবং বাংলাদেশের বান্দরবান জেলাতে প্রচলিত। বর্তমানে ভাষাটিতে প্রায় ৭০ হাজার লোক কথা বলেন, তবে রাখাইন বা আরাকানীয় ভাষা এবং বর্মী ভাষার প্রভাবে এর বক্তা সংখ্যা হ্রাস পাচ্ছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এথ্‌নোলগে খুমি (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে পূর্ব খুমি (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "খুমি"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।