গাঢ় সবুজ: যেসব দেশে ইরানীয় ভাষা রাষ্ট্রীয় ভাষা; নীলচে-সবুজ: প্রাদেশিক পর্যায়ের সরকারি ভাষা/কার্যকরী ভাষা
ইরানীয় ভাষাসমূহ (ইংরেজি: Iranian languages) ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের একটি শাখা। আবেস্তান ভাষা ও পশ্তু ভাষা এই শাখার প্রাচীনতম দুইটি ভাষা।
বর্তমানে প্রায় ১৫ থেকে ২০ কোটি লোক কোন একটি ইরানীয় ভাষায় কথা বলেন। [১] এসআইএল-এর করা ২০০৫ সালের প্রাক্কলন অণুযায়ী ৮৭ রকমের ইরানীয় ভাষা আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষাটি হল ফার্সি ভাষা; এতে প্রায় ৭ কোটি লোক কথা বলেন। এছাড়াও পশ্তু ভাষাতে ৪ কোটি, কুর্দি ভাষাতে আড়াই কোটি, এবং বেলুচি ভাষাতে ৭০ লক্ষ লোক কথা বলেন।
↑Gordon, Raymond G., Jr. (ed.) (২০০৫)। "Report for Iranian languages"। Ethnologue: Languages of the World (Fifteenth edition সংস্করণ)। Dallas: SIL International।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত লেখা: লেখকগণের তালিকা (link) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত লেখা (link)