শ্রাবক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোমতেশ্বর মূর্তির নিকট প্রার্থনারত জৈন শ্রাবকগণ।

শ্রাবক বা শাবগ শব্দটি জৈন সাধারণ গৃহকর্তাদের বোঝাতে ব্যবহৃত হয়।[১][২]

শ্রাবক শব্দের মূল রয়েছে শ্রবণ শব্দের মধ্যে, অর্থাৎ যিনি শোনেন (সাধুদের বক্তৃতা)।[১]

ইতিহাস[সম্পাদনা]

তীর্থংকর, আৰ্যিকা, শ্রাবক (পুরুষ অনুসারী) এবং শ্রাবিকা (নারী অনুসারী) এর চারগুণ ক্রম, সংঘকে পুনরুদ্ধার বা সংগঠিত করেন।[৩]

জৈনধর্মে দুই ধরনের ভোটার রয়েছে:

  1. গৃহকর্তা (গৌণ ব্রত সহ)
  2. গৃহহীন সন্ন্যাসী (প্রধান ব্রত সহ)

জৈন গ্রন্থ পুরুষার্থসিদ্ধ্যুপায় অনুসারে:

সন্ন্যাসী যারা নিজেদেরকে শুদ্ধ ও পরম চেতনায় প্রতিষ্ঠিত করে সম্পূর্ণ বর্জন পালন করে। যারা আংশিক পরিহারের পথ অনুশীলন করে তাদের বলা হয় শ্রাবক।

রত্নকরন্দ শ্রাবকাচার শ্রাবকের আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Singh, Abhay Kumar; Arora, Udai Prakash (২০০৭-০১-০১)। Udayana। Anamika Publishers & Distributors। পৃষ্ঠা 423। আইএসবিএন 9788179751688 
  2. Vijay K. Jain 2012, পৃ. xiii।
  3. Balcerowicz 2009, পৃ. 17।
  4. Vijay K. Jain 2012, পৃ. 32।

উৎস[সম্পাদনা]