পাংখুয়া ভাষা
অবয়ব
পাংখুয়া | |
---|---|
পাংখু | |
দেশোদ্ভব | বাংলাদেশ, ভারত |
অঞ্চল | বিলাইছড়ি, জোড়াছড়ি, বরকল, বাঘাইছড়ি |
মাতৃভাষী | (১৯১২ অনুযায়ী বাংলাদেশে ৩২০০)[১] ভারতে অজানা[১] |
সিনো-তিব্বতীয়
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | pkh |
গ্লোটোলগ | pank1249 [২] |
পাংখুয়া (পাংখু বা পাংখোয়া অথবা পাং) একটি কুকি ভাষা যা প্রধানত বাংলাদেশের কুকি উপজাতী জনগোষ্ঠী ব্যবহার করে। পাংখুয়া ভাষাভাষী জনগোষ্ঠী দ্বিভাষী। তারা বাংলায় লেখাপড়া করে। এছাড়া ভারতেও কিছু পাংখুয়া ভাষী জনগণ বাস করে।
উপভাষা
[সম্পাদনা]পাংখুয়া ভাষায় কথা বলা দুই প্রধান গোষ্ঠী হচ্ছে বিলাইছড়ি এবং কংলাক। এদের শব্দভান্ডারের মধ্যে ৮৮ ভাগ মিল খুঁজে পাওয়া যায়। এজন্য বিলাইছড়ি এবং কংলাককে পাংখুয়া ভাষার উপভাষা বলা হয়।